কলকাতা, 28 জুলাই : আজ নবান্নে মুখ্যমন্ত্রী 8 জন সরকারি আধিকারিককে দায়িত্ব দিয়েছেন রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে । সঙ্গে আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । তা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী ।
তাঁদের অভিযোগ, দেশ এবং রাজ্যের এই জরুরি পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্যের সরকার প্রতিযোগিতা করে মানুষের সর্বনাশ করছে ।
এই বিষয়ে আবদুল মান্নান বলেন, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের উপর দায়িত্ব না দিয়ে সরকারি আধিকারিকদের দায়িত্ব দিলেন । মন্ত্রীরা অযোগ্য বলেই এমন কাজ করলেন ! তাহলে অযোগ্য মন্ত্রীদের বরখাস্ত কেন করছেন না ? বিধায়কদের মধ্য থেকে অন্য কাউকে মন্ত্রী পদে নিয়োগ করুন । নাকি আপনি দলের কোনও বিধায়ককেই বিশ্বাস করেন না বা যোগ্য মনে করেন না। সত্যিই অদ্ভুত দল।"
তিনি বলেন, “সাধারণ মানুষের এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই । সুযোগ পেলেই, অযোগ্য, দুর্নীতিবাজ, অসহায় দুর্দশাগ্রস্ত গরিব মানুষের অর্থ লুণ্ঠনকারী, স্বৈরাচারী পুরো তৃণমূল কংগ্রেস দলটিকেই জনগণ সমুচিত জবাব দেবেন ।”
সুজন চক্রবর্তী বলেন, “দেশের এমন দুর্দিনে কলকারখানা, শিল্পগুলোকে বেঁচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দিল্লি এবং রাজ্য খুশিমতো চলছে। জরুরি অবস্থাকে ব্যবহার করছে তারা । রাজ্যে অপরাধ বেড়ে চলেছে । সাধারণ মানুষকে পুলিশের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে । রাজ্যের মানুষকে সরকার ভয় দেখিয়ে ভীত-সন্ত্রস্ত করে রেখেছে। মানুষের দুঃসময়ের সুযোগ নিচ্ছে সরকার। এই দুর্যোগেও সামনের বছর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার ।”
তিনি আরও বলেন," বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় যাঁরা অভিযুক্ত ছিলেন তাঁদেরকে সঙ্গে নিয়েই সোনা এবং রুপো দিয়ে রাম মন্দিরের ভিত পুজো করতে যাবেন প্রধানমন্ত্রী। মানুষের সর্বনাশে দিল্লির সরকার পৌষ মাস ভাবছে রাজ্যের সরকারের মতো।"