কলকাতা, 25 জুন : রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর । বিএসকেতে বিদ্যুৎ বিল জমা দিলেই আরও এক শতাংশ ছাড় দেওয়া হবে গ্রাহকদের (WBSEDCL Bill Payment)। এবার থেকে বিদ্যুতের বিলে আরও বেশি সাশ্রয় করতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ । তবে, কীভাবে এই সুবিধা উপভোগ করবেন সাধারণ গ্রাহকরা ? তার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছে সরকার । বাংলা সহায়তা কেন্দ্র থেকে ইলেকট্রিক বিল দিলেই পাওয়া যাবে ছাড় । ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে ।
সূত্রের খবর, রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে আরও জনপ্রিয় করা তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে খবর । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রশাসনিক বৈঠক থেকে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন । তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে আরও বেশি সুচারুভাবে কার্যকরী করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । ফলে, এবার বাংলা সহায়তা কেন্দ্র মারফতই পেমেন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা করলেই পাওয়া যাবে এক শতাংশ ছাড় ।
আরও পড়ুন : সংসদে নয়া বিদ্যুৎ বিল পাশের আগেই মোদিকে প্রতিবাদপত্র মমতার
তবে এই ছাড়ার বিষয়ে নতুন কিছু নয় বলেই দাবি অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকা । সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাসের দাবি, নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ছাড়ের কথা বলা হচ্ছে সেটি আগেই ছিল । নতুন কোনও কিছু নয় । বরং, অ্যাবেকা সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে 50 শতাংশ বিদ্যুৎ মাশুল ছাড়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ।