ETV Bharat / state

Rajiva Sinha Hits Back: 'গল্প বলছে কেন্দ্রীয় বাহিনী', গণনার দিন পালটা দিলেন রাজীবা - Bengal Panchayat Polls

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্য় নির্বাচন কমিশনার । স্পর্শকাতর এলাকার তালিকা ঘিরে কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে বাহিনী । সেই অভিযোগকেই অস্বীকার করে পালটা জবাব সিনহার ।

State Election Commission
গণনার দিন বাহিনীকে পালটা জবাব রাজীবা সিনহার
author img

By

Published : Jul 11, 2023, 4:22 PM IST

গণনার দিন বাহিনীকে পালটা জবাব রাজীবা সিনহার

কলকাতা, 11 জুলাই: "গল্প বলছে কেন্দ্রীয় বাহিনী"- ভোট গণনার দিন সাফ বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা । কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটে বাংলার স্পর্শকাতর এলাকার সঠিক তালিকা বাহিনীর কাছে পৌঁছয়নি । এই অভিযোগকেই নস্যাৎ করলেন রাজীবা সিনহা। সরাসরি বললেন, "বৈঠকের রেকর্ড আমার কাছে আছে । আমি নিজে জেলা শাসক ও এসপিদের সঙ্গে পরামর্শ করে তালিকা দেওয়া হবে বলে জানিয়েছিলাম । সেই মতোই কাজ হয়েছে । বাহিনীর অভিযোগ যুক্তিহীন ।"

ভোটের হিংসায় মৃত্যু নিয়েও এদিন কথা বলেন রাজীবা সিনহা। সংখ্যাতত্ত্বের দিকে না-গিয়ে রাজীবা সিনহা জানালেন, ভোটের দিন রাজ্যে 10 জনের মৃত্যু হয়েছে । তাঁর কাছে অন্তত সেরকমই তথ্য আছে । তিনি বলেন, "ভোটের দিন কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যায় । 7 থেকে 8 টি জেলায় হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর । ভোটের দিন 10 জনের মৃত্যু । সঠিক হিসেব আসতে সময় লাগবে। "

আরও পড়ুন: Panchayat Election Results 2023: গণনাকেন্দ্র থেকে ব্যালট নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে

ভোট গণনার সকাল থেকেই সক্রিয় ছিল রাজ্য নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের বাইরে 144 ধারা জারি রাখার নির্দেশ দিয়ে জেলাশাসক ও এসপিদের বিশেষ নোটিশ দেয় রাজ্য নির্বাচন কমিশন । এমনকী, জেলাশাসক ও এসপিদের ময়দানে নেমে পরিস্থিতির উপর নজরদারির কথাও বলেন খোদ রাজীবা সিনহা । নির্দেশ মতোই কাজ হয়েছে বলে মনে করেন সিনহা । "পঞ্চায়েত ভোট গণনা আপাতত শান্তিপূর্ণই", গণনার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এমনই মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার । তিনি জানান, কয়েকটা জেলা থেকে অশান্তির খবর এলেও, পরিস্থিতি এখন স্থিতিশীল। বেশিরভাগ জেলা থেকে গণনা ঘিরে অশান্তির অভিযোগ আসেইনি বলেই তাঁর দাবি । কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে মোতায়েন করার ফলে গণনা কেন্দ্রগুলি কঠোর নিরাপত্তার মোড়কে । ভোট গণনা খুব সংবেদনশীল বিষয় । তাই সংবাদমাধ্যমগুলিকেও দায়িত্বশীল হওয়ার আবেদন রাজীবা সিনহার।

গণনার দিন বাহিনীকে পালটা জবাব রাজীবা সিনহার

কলকাতা, 11 জুলাই: "গল্প বলছে কেন্দ্রীয় বাহিনী"- ভোট গণনার দিন সাফ বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা । কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটে বাংলার স্পর্শকাতর এলাকার সঠিক তালিকা বাহিনীর কাছে পৌঁছয়নি । এই অভিযোগকেই নস্যাৎ করলেন রাজীবা সিনহা। সরাসরি বললেন, "বৈঠকের রেকর্ড আমার কাছে আছে । আমি নিজে জেলা শাসক ও এসপিদের সঙ্গে পরামর্শ করে তালিকা দেওয়া হবে বলে জানিয়েছিলাম । সেই মতোই কাজ হয়েছে । বাহিনীর অভিযোগ যুক্তিহীন ।"

ভোটের হিংসায় মৃত্যু নিয়েও এদিন কথা বলেন রাজীবা সিনহা। সংখ্যাতত্ত্বের দিকে না-গিয়ে রাজীবা সিনহা জানালেন, ভোটের দিন রাজ্যে 10 জনের মৃত্যু হয়েছে । তাঁর কাছে অন্তত সেরকমই তথ্য আছে । তিনি বলেন, "ভোটের দিন কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যায় । 7 থেকে 8 টি জেলায় হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর । ভোটের দিন 10 জনের মৃত্যু । সঠিক হিসেব আসতে সময় লাগবে। "

আরও পড়ুন: Panchayat Election Results 2023: গণনাকেন্দ্র থেকে ব্যালট নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে

ভোট গণনার সকাল থেকেই সক্রিয় ছিল রাজ্য নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের বাইরে 144 ধারা জারি রাখার নির্দেশ দিয়ে জেলাশাসক ও এসপিদের বিশেষ নোটিশ দেয় রাজ্য নির্বাচন কমিশন । এমনকী, জেলাশাসক ও এসপিদের ময়দানে নেমে পরিস্থিতির উপর নজরদারির কথাও বলেন খোদ রাজীবা সিনহা । নির্দেশ মতোই কাজ হয়েছে বলে মনে করেন সিনহা । "পঞ্চায়েত ভোট গণনা আপাতত শান্তিপূর্ণই", গণনার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এমনই মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার । তিনি জানান, কয়েকটা জেলা থেকে অশান্তির খবর এলেও, পরিস্থিতি এখন স্থিতিশীল। বেশিরভাগ জেলা থেকে গণনা ঘিরে অশান্তির অভিযোগ আসেইনি বলেই তাঁর দাবি । কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে মোতায়েন করার ফলে গণনা কেন্দ্রগুলি কঠোর নিরাপত্তার মোড়কে । ভোট গণনা খুব সংবেদনশীল বিষয় । তাই সংবাদমাধ্যমগুলিকেও দায়িত্বশীল হওয়ার আবেদন রাজীবা সিনহার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.