ETV Bharat / state

Sukanta Majumdar: কমিশনকে 'দলদাস' বললেন সুকান্ত! কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয়ের দাবি রাজ্য বিজেপি সভাপতির - রাজ্য বিজেপি সভাপতি

রাজ্য নির্বাচন কমিশনকে 'দলদাস' বলেই তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ বহাল রাখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রের বরাদ্দ টাকা ব্যবহার করা হচ্ছে না, সাফ বললেন সুকান্ত।

Sukanta
সুকান্ত মজুমদার
author img

By

Published : Jul 1, 2023, 9:38 PM IST

Updated : Jul 3, 2023, 1:58 PM IST

কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয়ের দাবি রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, 1 জুলাই: রাজ্য নির্বাচন কমিশনকে 'দলদাস' বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যেভাবে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে তীব্র উত্তাপ ছড়িয়েছে তাতে রাজ্য নির্বাচন কমিশনের দায় যে বড়সড় , তা ফের একবার জানালেন সুকান্ত। হাতে আর কয়েকটা দিন। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির ইস্তেহার নিয়েই সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তিনি সাফ জানালেন কীভাবে কেন্দ্রের বরাদ্দ টাকা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে না ।

সুকান্ত অভিযোগের সুরে জানালেন, রাজ্যের মানুষকে সুফল ভোগ করতে দিচ্ছে না বাংলার শাসক দল। যেখানে কেন্দ্রীয় প্রকল্পের বেশ কয়েকটি তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন সুকান্ত। জানালেন গ্রামসভার গুরুত্বও। সুকান্ত সাফ বললেন, "গ্রামসভা ঠিক করবে সেই গ্রামের উন্নয়ন কোন রাজনৈতিক দল করবে"। এই বক্তব্যকে সামনে রেখেই সুকান্তর দাবি, যদি শাসক দলই ঠিক করে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে কোন দল থাকবে, তাহলে পঞ্চায়েত ভোটে তার গুরুত্ব হারাবে।

একের পর এক হিংসার ঘটনার পেরিয়ে, আদালতের নির্দেশ মেনে রাজ্যে পঞ্চায়েত ভোটে হতে চলেছে 8 জুলাই। যেখানে প্রশ্ন থেকে যাচ্ছে, ভোট কি আদালতের হস্তক্ষেপের পরেও শান্তিপূর্ণ হবে ? বিজেপির রাজ্য সভাপতি সাংবাদিকদের কাছে বিজেপির তিন পর্যায়ের পরিকল্পনাকে সামনে রাখেন। যেখানে তিনি বার বার বার তৃণমূলের 'অসহোযোগিতা'কে চিহ্নিত করেই কেন্দ্রের উন্নয়নের প্রতি সদর্থক মনোভাবকে সামনে রাখলেন ।

আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে রাজ্য পুলিশের 65 হাজার বাহিনী মোতায়েন থাকবে পঞ্চায়েত ভোটে

সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার মোটের উপর বিজেপির ভোট ঘিরে তৈরি করা ইস্তেহারকে সামনে রেখেছিলেন। আর্সেনিক মুক্ত জল থেকে বিভিন্ন পরিবেশকেন্দ্রিক উন্নয়নমূলক আশ্বাস ছিল বিজেপির ইস্তেহারে। বার বার নিজের বক্তব্যের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি প্রমাণ করার চেষ্টায়, বাম ও কংগ্রেসের থেকে একেবারেই ব্যতিক্রম পরিকল্পনায় বিজেপি। সেভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামকে সামনে রেখে এক কথায় সাংবাদিক সম্মেলনে বিজেপির ইস্তেহারের খসড়া পেশ করলেন সুকান্ত। পাশাপাশি একহাত নিলেন রাজ্য নির্বাচন কমিশনকে।

কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয়ের দাবি রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, 1 জুলাই: রাজ্য নির্বাচন কমিশনকে 'দলদাস' বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যেভাবে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে তীব্র উত্তাপ ছড়িয়েছে তাতে রাজ্য নির্বাচন কমিশনের দায় যে বড়সড় , তা ফের একবার জানালেন সুকান্ত। হাতে আর কয়েকটা দিন। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির ইস্তেহার নিয়েই সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তিনি সাফ জানালেন কীভাবে কেন্দ্রের বরাদ্দ টাকা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে না ।

সুকান্ত অভিযোগের সুরে জানালেন, রাজ্যের মানুষকে সুফল ভোগ করতে দিচ্ছে না বাংলার শাসক দল। যেখানে কেন্দ্রীয় প্রকল্পের বেশ কয়েকটি তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন সুকান্ত। জানালেন গ্রামসভার গুরুত্বও। সুকান্ত সাফ বললেন, "গ্রামসভা ঠিক করবে সেই গ্রামের উন্নয়ন কোন রাজনৈতিক দল করবে"। এই বক্তব্যকে সামনে রেখেই সুকান্তর দাবি, যদি শাসক দলই ঠিক করে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে কোন দল থাকবে, তাহলে পঞ্চায়েত ভোটে তার গুরুত্ব হারাবে।

একের পর এক হিংসার ঘটনার পেরিয়ে, আদালতের নির্দেশ মেনে রাজ্যে পঞ্চায়েত ভোটে হতে চলেছে 8 জুলাই। যেখানে প্রশ্ন থেকে যাচ্ছে, ভোট কি আদালতের হস্তক্ষেপের পরেও শান্তিপূর্ণ হবে ? বিজেপির রাজ্য সভাপতি সাংবাদিকদের কাছে বিজেপির তিন পর্যায়ের পরিকল্পনাকে সামনে রাখেন। যেখানে তিনি বার বার বার তৃণমূলের 'অসহোযোগিতা'কে চিহ্নিত করেই কেন্দ্রের উন্নয়নের প্রতি সদর্থক মনোভাবকে সামনে রাখলেন ।

আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে রাজ্য পুলিশের 65 হাজার বাহিনী মোতায়েন থাকবে পঞ্চায়েত ভোটে

সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার মোটের উপর বিজেপির ভোট ঘিরে তৈরি করা ইস্তেহারকে সামনে রেখেছিলেন। আর্সেনিক মুক্ত জল থেকে বিভিন্ন পরিবেশকেন্দ্রিক উন্নয়নমূলক আশ্বাস ছিল বিজেপির ইস্তেহারে। বার বার নিজের বক্তব্যের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি প্রমাণ করার চেষ্টায়, বাম ও কংগ্রেসের থেকে একেবারেই ব্যতিক্রম পরিকল্পনায় বিজেপি। সেভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামকে সামনে রেখে এক কথায় সাংবাদিক সম্মেলনে বিজেপির ইস্তেহারের খসড়া পেশ করলেন সুকান্ত। পাশাপাশি একহাত নিলেন রাজ্য নির্বাচন কমিশনকে।

Last Updated : Jul 3, 2023, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.