কলকাতা, 14 জুন: জাতীয় মানবাধিকার কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন ৷ কোন অধিকারে স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় মানবাধিকার কমিশন ? এই প্রশ্নে বুধবার বিচারপতি সাব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচন কমিশন ৷ এ নিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হলে, বিচারপতি তা মঞ্জুর করেছেন ৷ পাশাপাশি, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদনও করা হয়েছে ৷ চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে ৷
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের ডিরেক্টর জেনারেল এই মুহূর্তে রাজ্য রয়েছেন ৷ পঞ্চায়েত নির্বাচনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা নজর রাখার জন্য তিনি নিজে রাজ্যের সব জেলা পরিদর্শন করবেন ৷ ভোটপর্ব চলাকালীন তিনি রাজ্যে থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখবেন ৷ জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হয়েছে, পর্যবেক্ষক হিসেবে আসা কমিশনের ডিরেক্টর জেনারেল রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করবেন ৷
মানবাধিকার কমিশনের ডিরেক্টর জেনারেল পূর্ণ সহযোগিতা করতে বলা হয়েছে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ৷ আর ডিরেক্টর জেনারেলের নির্দেশ মতো কোথায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? তা দু’সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ৷ মানবাধিকার কমিশন জানিয়েছে, এই পুরো সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই নাকি নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের
কিন্তু, নির্বাচন কমিশন অন্য কথা বলছে ৷ তারা আদালতে জানিয়েছে, কমিশনের সঙ্গে আলোচনা না করেই জাতীয় মানবাধিকার কমিশন তাদের ডিরেক্ট জেনারেলকে পর্যবেক্ষক করে পাঠিয়ে দিয়েছে ৷ যা সম্পূর্ণ আইন বিরুদ্ধে বলে এ দিন আদালতে জানিয়েছেন কমিশনের আইনজীবী ৷ তাঁর কথায়, "কীভাবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের উদ্যোগে পর্যবেক্ষক পাঠাতে পারে জাতীয় মানবাধিকার কমিশন ? এটা কি তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে ? আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা ৷"
আরও পড়ুন: প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, সর্বদলীয় বৈঠকের পরে দাবি সবপক্ষের
তিনি আরও জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন স্বতন্ত্র সংস্থা হিসেবে যতক্ষণ না সাহায্য চাইছে, ততক্ষণ কোনও কেন্দ্রীয় সংস্থারই স্বতঃপ্রণোদিতভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢোকার অধিকার নেই ৷ বিচারপতি সাব্যসাচী ভট্টাচার্য রাজ্য নির্বাচন কমিশনকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ এই সপ্তাহেই মামলার শুনানি হবে ৷