ETV Bharat / state

Panchayat Election 2023: শুরু পোলিং বুথের প্রস্তুতি, কারা হবেন ভোটকর্মী ? নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের - রাজ্য নির্বাচন কমিশন

দুয়ারে পঞ্চায়েত নির্বাচন ৷ পোলিং স্টেশন তৈরির নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ৷

Etv Bharat
রাজ্য নির্বাচন কমিশন
author img

By

Published : Mar 22, 2023, 6:48 AM IST

কলকাতা, 22 মার্চ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার জেলাগুলিতে পোলিং বুথ প্রস্তুত করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন । নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই যে কোনও দিন ঘোষণা করে দেওয়া হবে নির্বাচনের নির্ঘণ্ট । তাই রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে শাসক এবং বিরোধী সকলেই কোমর বেঁধেছে । এবার পোলিং স্টেশন তৈরির নির্দেশ দিয়ে জেলাস্তরেও আরম্ভ হয়ে গেল প্রস্তুতি (Guidelines on Polling Booth Preparation)।

মার্চ মাসের মধ্যেই যতগুলি প্রস্তাবিত বুথ রয়েছে সেগুলির তালিকা তৈরি করে প্রত্যেক জেলাশাসকদের পাঠাতে হবে কমিশনে । তাঁদের পাঠানো তালিকার উপর ভিত্তি করে আগামী 5 এপ্রিল প্রকাশ করা হবে বুথের প্রথম খসড়া তালিকা । প্রস্তাবিত পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনওরকম অভিযোগ আপত্তি বা পরামর্শ থাকলে তা 17 এপ্রিলের মধ্যে রাজ্য কমিশনে জানাতে হবে । এরপর জমা পড়া অভিযোগ বা পরামর্শ খতিয়ে দেখে সেগুলির নিষ্পত্তি করা হবে 25 এপ্রিল পর্যন্ত । 28 এপ্রিল বুথের তালিকা চূড়ান্ত করে কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হবে (State Election Commission on Panchayat Election)।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী, আধিকারিক নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণ সম্পর্কিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন । নির্দেশিকা অনুসারে জেলাশাসক পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করবেন । প্রিসাইডিং অফিসারকে নিয়োগ করবেন জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক । শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারি, পৌরকর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভোটকর্মী হিসাবে নিযুক্ত করা যাবে । প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের কোনও সদস্যকে যাতে ভোটকর্মী হিসাবে নিয়োগ করা না হয় তা নিশ্চিত করতে হবে ।

যে ব্লক এলাকায় নির্বাচন হচ্ছে সেখানকার আবাসিক ঠিকানার কাউকেও ভোটকর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে না । নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইলেকশন ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠান থেকে ভোটকর্মী হওয়ার উপযুক্ত কর্মীদের তালিকা পাওয়ার পর যোগ্যপ্রার্থীদের বেছে নেওয়া হবে । তারপর তাঁদের প্রশিক্ষণ পর্ব আরম্ভ হবে । মহকুমা ও ব্লকস্তরে দুই দফায় প্রশিক্ষণ দেওয়া হবে ।

কলকাতা, 22 মার্চ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার জেলাগুলিতে পোলিং বুথ প্রস্তুত করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন । নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই যে কোনও দিন ঘোষণা করে দেওয়া হবে নির্বাচনের নির্ঘণ্ট । তাই রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে শাসক এবং বিরোধী সকলেই কোমর বেঁধেছে । এবার পোলিং স্টেশন তৈরির নির্দেশ দিয়ে জেলাস্তরেও আরম্ভ হয়ে গেল প্রস্তুতি (Guidelines on Polling Booth Preparation)।

মার্চ মাসের মধ্যেই যতগুলি প্রস্তাবিত বুথ রয়েছে সেগুলির তালিকা তৈরি করে প্রত্যেক জেলাশাসকদের পাঠাতে হবে কমিশনে । তাঁদের পাঠানো তালিকার উপর ভিত্তি করে আগামী 5 এপ্রিল প্রকাশ করা হবে বুথের প্রথম খসড়া তালিকা । প্রস্তাবিত পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনওরকম অভিযোগ আপত্তি বা পরামর্শ থাকলে তা 17 এপ্রিলের মধ্যে রাজ্য কমিশনে জানাতে হবে । এরপর জমা পড়া অভিযোগ বা পরামর্শ খতিয়ে দেখে সেগুলির নিষ্পত্তি করা হবে 25 এপ্রিল পর্যন্ত । 28 এপ্রিল বুথের তালিকা চূড়ান্ত করে কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হবে (State Election Commission on Panchayat Election)।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী, আধিকারিক নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণ সম্পর্কিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন । নির্দেশিকা অনুসারে জেলাশাসক পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করবেন । প্রিসাইডিং অফিসারকে নিয়োগ করবেন জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক । শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারি, পৌরকর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভোটকর্মী হিসাবে নিযুক্ত করা যাবে । প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের কোনও সদস্যকে যাতে ভোটকর্মী হিসাবে নিয়োগ করা না হয় তা নিশ্চিত করতে হবে ।

যে ব্লক এলাকায় নির্বাচন হচ্ছে সেখানকার আবাসিক ঠিকানার কাউকেও ভোটকর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে না । নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইলেকশন ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠান থেকে ভোটকর্মী হওয়ার উপযুক্ত কর্মীদের তালিকা পাওয়ার পর যোগ্যপ্রার্থীদের বেছে নেওয়া হবে । তারপর তাঁদের প্রশিক্ষণ পর্ব আরম্ভ হবে । মহকুমা ও ব্লকস্তরে দুই দফায় প্রশিক্ষণ দেওয়া হবে ।

আরও পড়ুন : পঞ্চায়েত ভোট করাতে রাজ্য পুলিশেই আস্থা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.