ETV Bharat / state

Siliguri Mahakuma Parishad Election 2022: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ সম্ভবত 29 জুন

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের দিন আগেই ঘোষণা হলেও ফলপ্রকাশের দিনক্ষণ জানায়নি রাজ্য নির্বাচন কমিশন (Siliguri Mahakuma Parishad Election 2022) ৷ বৃহস্পতিবার ফলপ্রকাশের দিন ঘোষণা করল কমিশন ৷ 29 জুন হতে পারে ফলপ্রকাশ ৷

election commission
রাজ্য নির্বাচন কমিশন
author img

By

Published : Jun 2, 2022, 10:28 PM IST

কলকাতা, 2 জুন : শিলিগুড়িতে নির্বাচনের দিন ঘোষণার পর বৃহস্পতিবার ফলপ্রকাশের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (state election commission declared the date of smp elections result out) ৷ 29 জুন শিলিগুড়ি মহকুমার সঙ্গে বাকি কেন্দ্রেরও নির্বাচনী ফলপ্রকাশ হতে পারে বলে কমিশন সূত্রে খবর ।

জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা জেলাশাসক ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করবেন । তবে এই বৈঠক ভার্চুয়াল মাধ্যমে হবে, নাকি সরাসরি মুখোমুখি হবে তা এখনও জানা যায়নি ।

আরও পড়ুন : GTA Election 2022 : জয় পেলে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠনের আশ্বাস অনিত থাপার

কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, শিলিগুড়ি ও চন্দননগরের কয়েকটি ওয়ার্ড ছাড়া সব বাকি কেন্দ্রগুলোতে নির্বাচন হবে 26 জুন । তবে তখনই ফলাফল কবে ঘোষণা করা হবে তার দিনক্ষণ জানানো হয়নি । এবার তা সামনে এল ।

26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট । এছাড়াও চন্দননগর 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডেও এদিন নির্বাচন হবে ।

আরও পড়ুন : Siliguri Mahakuma Parishad elections: পৌরনিগমে জয়ের ফল মহকুমা পরিষদে তৃণমূলকে অক্সিজেন জোগাবে শিলিগুড়িতে: গৌতম

কলকাতা, 2 জুন : শিলিগুড়িতে নির্বাচনের দিন ঘোষণার পর বৃহস্পতিবার ফলপ্রকাশের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (state election commission declared the date of smp elections result out) ৷ 29 জুন শিলিগুড়ি মহকুমার সঙ্গে বাকি কেন্দ্রেরও নির্বাচনী ফলপ্রকাশ হতে পারে বলে কমিশন সূত্রে খবর ।

জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা জেলাশাসক ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করবেন । তবে এই বৈঠক ভার্চুয়াল মাধ্যমে হবে, নাকি সরাসরি মুখোমুখি হবে তা এখনও জানা যায়নি ।

আরও পড়ুন : GTA Election 2022 : জয় পেলে গোর্খাল্যান্ড নির্মাণ কমিটি গঠনের আশ্বাস অনিত থাপার

কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, শিলিগুড়ি ও চন্দননগরের কয়েকটি ওয়ার্ড ছাড়া সব বাকি কেন্দ্রগুলোতে নির্বাচন হবে 26 জুন । তবে তখনই ফলাফল কবে ঘোষণা করা হবে তার দিনক্ষণ জানানো হয়নি । এবার তা সামনে এল ।

26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট । এছাড়াও চন্দননগর 17 নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডেও এদিন নির্বাচন হবে ।

আরও পড়ুন : Siliguri Mahakuma Parishad elections: পৌরনিগমে জয়ের ফল মহকুমা পরিষদে তৃণমূলকে অক্সিজেন জোগাবে শিলিগুড়িতে: গৌতম

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.