ETV Bharat / state

কোরোনা : চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি

কোরোনার চিকিৎসার কাজে যুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের পরিবহন ও সুরক্ষার জন্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের কাছে চিঠি দিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ।

author img

By

Published : Mar 27, 2020, 9:58 AM IST

Updated : Mar 27, 2020, 10:04 AM IST

ছবি
ছবি

কলকাতা, 27 মার্চ : কোরোনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । সেই কারণে গতকাল সংস্থার সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের কাছে চিঠি দেন । কোরোনার চিকিৎসায় যুক্ত যে সকল স্বাস্থ্য কর্মীরা রয়েছেন তাঁদের সুরক্ষা, পরিবহনের যথাযথ ব্যবস্থার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি ।

উল্লেখ্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা করতে যারা নিরন্তর রাজ্যের সর্বত্র কাজ করে চলেছেন তাঁদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে অতীতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । এবার তাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও তাঁদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা সুনিশ্চিত করার প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিবকে চিঠি দিলেন বিজয় শংকর সিংহ।

চিঠিতে আবেদন জানানো হয়েছে যে, সামগ্রিক চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমস্ত সুরক্ষা নিশ্চিত করা ও তাঁদের পরিবহনের যে সমস্যা হচ্ছে তা প্রতিকারের উদ্যোগ নেওয়া ।

লকডাউন ঘোষিত হওয়ার পর থেকেই রাজ্যে যানবাহন চলছে না । যার কারণে স্বাস্থ্যকর্মীরা যথা সময়ে পৌঁছতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে । ফলে বিঘ্নিত হচ্ছে পরিষেবা । অবিলম্বে তাই স্বাস্থ্যসচিব বিষয়টি নিয়ে উদ্যোগ না নিলে পরিষেবা থমকে যাবে বলেও জানিয়েছেন বিজয় শংকর সিংহ ।

কলকাতা, 27 মার্চ : কোরোনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । সেই কারণে গতকাল সংস্থার সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের কাছে চিঠি দেন । কোরোনার চিকিৎসায় যুক্ত যে সকল স্বাস্থ্য কর্মীরা রয়েছেন তাঁদের সুরক্ষা, পরিবহনের যথাযথ ব্যবস্থার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি ।

উল্লেখ্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা করতে যারা নিরন্তর রাজ্যের সর্বত্র কাজ করে চলেছেন তাঁদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে অতীতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । এবার তাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও তাঁদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা সুনিশ্চিত করার প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিবকে চিঠি দিলেন বিজয় শংকর সিংহ।

চিঠিতে আবেদন জানানো হয়েছে যে, সামগ্রিক চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমস্ত সুরক্ষা নিশ্চিত করা ও তাঁদের পরিবহনের যে সমস্যা হচ্ছে তা প্রতিকারের উদ্যোগ নেওয়া ।

লকডাউন ঘোষিত হওয়ার পর থেকেই রাজ্যে যানবাহন চলছে না । যার কারণে স্বাস্থ্যকর্মীরা যথা সময়ে পৌঁছতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে । ফলে বিঘ্নিত হচ্ছে পরিষেবা । অবিলম্বে তাই স্বাস্থ্যসচিব বিষয়টি নিয়ে উদ্যোগ না নিলে পরিষেবা থমকে যাবে বলেও জানিয়েছেন বিজয় শংকর সিংহ ।

Last Updated : Mar 27, 2020, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.