কলকাতা, 22 মে: মন্ত্রিসভা আর মাধ্যমিকের 'টপ টেন' এক জিনিস নয় । মন্ত্রিসভা গঠনের সময় সমাজের সবগুলি অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় । আর সে কারণে যোগ্য হলেও অনেককেই মন্ত্রিসভার বাইরে থাকতে হয় । এমনটাই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷
তৃণমূল কংগ্রেসের বরানগরের বিধায়ক তাপস রায়ের মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে গিয়ে সোমবার কড়া ধাঁচেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । প্রসঙ্গত, এদিন দুপুরে মেট্রোপলিটনে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি ৷ আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র জানান, সকলকেই মন্ত্রিসভায় জায়গা দেওয়া সম্ভব নয় । প্রসঙ্গত গতকাল অর্থাৎ রবিবার বরানগরে এক রক্তদান শিবিরে গিয়ে মন্ত্রিসভায় জায়গা না-পাওয়া নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছিল তাপস রায়ের গলায় । তিনি স্পষ্টতই অভিযোগের সুরে বলেছিলেন, "আমার মন্ত্রিসভার জায়গা হয়নি অথচ, যোগ্যতায় আমার ধারে কাছে নেই, তাঁরাও সব মন্ত্রী হয়েছেন ।"
সোমবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কুণাল ঘোষ ৷ জবাব দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র বলেন, "যখন মন্ত্রিসভা গঠন হয়, তখন অনেক যোগ্য মানুষ হয়তো জায়গা পান। আবার অনেক এমন মানুষ আছেন যাদের জায়গা দেওয়া যায় না। মন্ত্রিসভা গঠনের সময় দেখতে হয় সমস্ত অংশের প্রতিনিধিত্বের বিষয়টি। দেখতে হয় সমস্ত প্রান্তের প্রতিনিধিত্ব। ফলে মন্ত্রিসভা আর মাধ্যমিকের টপ টেন বিষয়টা এক নয় ।" তাঁর সংযোজন, "রাজ্য মন্ত্রিসভায় যাঁরা আছেন তাঁরাও যোগ্য, আর যাঁদের নেওয়া যায়নি তাঁরাও হয়তো যোগ্য।" যদিও এদিন সরাসরি এই বক্তব্য রাখার সময় তাপস রায়ের নাম উল্লেখ করেননি কুণাল ঘোষ । তবে নাম না উল্লেখ করলেও তৃণমূল মুখপাত্রের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন: মিগ-29 থেকে গোয়ালতোড়ে ভেঙে পড়ে জ্বালানি বহনের ট্যাঙ্ক, জানাল বায়ুসেনা
এদিকে বরানগরের বিধায়ক তাপস রায় সোমবার দাবি করেছেন তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে । বক্তব্যের একটা অংশকে তুলে খবর করা হচ্ছে । তিনি বলেন, "বরানগর বিধানসভায় মহিলা সংগঠনের সভাপতি পদ নিয়ে একটা সমস্যার পরিবেশ তৈরি হয়েছে । বেশ কয়েকজন একই পদের দাবিদার । তাদের বোঝাতেই এই বক্তব্য রেখেছি । আমি পদ পেলে তবেই দল করব, পদ না-পেলে দল করব না ! এমনটা একেবারেই নয় । সবসময় যোগ্যতা যে পদের মাপদণ্ড হতে পারে না সেটা বোঝাতেই আমার এই বক্তব্য ।"