ETV Bharat / state

বুলবুলে ক্ষতির পরিমাণ রাজ্য বাজেটে অন্তর্ভুক্তি? বিশ্লেষণ অর্থ দপ্তরে - Nabanna

গত নভেম্বরে বুলবুলের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল । রাজ্য সরকার বুলবুলের বিষয়ে এখনও পর্যন্ত 600 কোটি টাকা খরচ করেছে বলে নবান্ন সূত্রে খবর ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : Jan 21, 2020, 11:05 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: বুলবুলের ক্ষতিপূরণের টাকা দেয়নি কেন্দ্র । এমন অভিযোগ বহুবার করেছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীও বিভিন্ন সময় এনেছেন সেই অভিযোগ । এমনকী, প্রধানমন্ত্রীর সফরকালে রাজভবনে গিয়েও রাজ্যের বকেয়া টাকার বিষয়ে দাবি জানিয়ে আসেন । কিন্তু, তারপরেও কোনও টাকা আসেনি বলেই নবান্ন সূত্রে খবর । তার জেরে বুলবুলে ক্ষতির পরিমাণ রাজ্য বাজেটের অন্তর্ভুক্তি নিয়ে জোরদার চিন্তাভাবনা চলছে । এ বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে । এখন আমলা পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে নবান্ন সূত্রে খবর ।

গত নভেম্বরে বুলবুলের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল । 9 সদস্যের সেই দলে ছিলেন শক্তিমন্ত্রকের ডেপুটি ডিরেক্টর ওপি সুমন, স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব কেবি সিং, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বরাদ্দ দপ্তরের সুমিত আগরওয়াল, কৃষি ও কৃষক সহায়তা অধিকর্তা নরেন্দ্র কুমার । সে সময় নবান্নে তথ্য জানানো হয়, বুলবুলের জেরে 35 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । 5 লাখ 17 হাজার 535টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । 14 লাখ 89 হাজার 924 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে । বিদ্যুৎ সংক্রান্ত ক্ষতি 597 কোটি । কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে মোট 23 হাজার 811 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে দেওয়া হয় । তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সব রকমের সাহায্য করা হবে । কিন্তু নবান্নের দাবি, সেটা কথার কথা হয়েই রয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের দাবি, আজ অবধি কোনও ক্ষতিপূরণ আসেনি ।

রাজ্য সরকার বুলবুলের বিষয়ে এখনও পর্যন্ত 600 কোটি টাকা খরচ করেছে বলে নবান্ন সূত্রে খবর । পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের তরফে শস্য বীমার টাকা যাতে দ্রুত চাষিরা পান, সে বিষয়ে নজর দেওয়া হয় । বাড়িয়ে দেওয়া হয় কৃষি ঋণের পরিমাণ । তবে বাজেটে বহির্ভূত এই খাতে এই 600 কোটির বেশি খরচ করা সম্ভব নয় বলে অর্থ দপ্তর সূত্রে খবর । তাই এবার সেটিকে বাজেটে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে । বুলবুলে ক্ষতির বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করার পরেই বাকি কাজ করা হবে বলে নবান্ন সূত্রে খবর । রাজ্যে বাজেটে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ঘরবাড়ি বিষয়গুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হতে পারে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 21 জানুয়ারি: বুলবুলের ক্ষতিপূরণের টাকা দেয়নি কেন্দ্র । এমন অভিযোগ বহুবার করেছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীও বিভিন্ন সময় এনেছেন সেই অভিযোগ । এমনকী, প্রধানমন্ত্রীর সফরকালে রাজভবনে গিয়েও রাজ্যের বকেয়া টাকার বিষয়ে দাবি জানিয়ে আসেন । কিন্তু, তারপরেও কোনও টাকা আসেনি বলেই নবান্ন সূত্রে খবর । তার জেরে বুলবুলে ক্ষতির পরিমাণ রাজ্য বাজেটের অন্তর্ভুক্তি নিয়ে জোরদার চিন্তাভাবনা চলছে । এ বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে । এখন আমলা পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে নবান্ন সূত্রে খবর ।

গত নভেম্বরে বুলবুলের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল । 9 সদস্যের সেই দলে ছিলেন শক্তিমন্ত্রকের ডেপুটি ডিরেক্টর ওপি সুমন, স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব কেবি সিং, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বরাদ্দ দপ্তরের সুমিত আগরওয়াল, কৃষি ও কৃষক সহায়তা অধিকর্তা নরেন্দ্র কুমার । সে সময় নবান্নে তথ্য জানানো হয়, বুলবুলের জেরে 35 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । 5 লাখ 17 হাজার 535টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । 14 লাখ 89 হাজার 924 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে । বিদ্যুৎ সংক্রান্ত ক্ষতি 597 কোটি । কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে মোট 23 হাজার 811 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে দেওয়া হয় । তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সব রকমের সাহায্য করা হবে । কিন্তু নবান্নের দাবি, সেটা কথার কথা হয়েই রয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের দাবি, আজ অবধি কোনও ক্ষতিপূরণ আসেনি ।

রাজ্য সরকার বুলবুলের বিষয়ে এখনও পর্যন্ত 600 কোটি টাকা খরচ করেছে বলে নবান্ন সূত্রে খবর । পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের তরফে শস্য বীমার টাকা যাতে দ্রুত চাষিরা পান, সে বিষয়ে নজর দেওয়া হয় । বাড়িয়ে দেওয়া হয় কৃষি ঋণের পরিমাণ । তবে বাজেটে বহির্ভূত এই খাতে এই 600 কোটির বেশি খরচ করা সম্ভব নয় বলে অর্থ দপ্তর সূত্রে খবর । তাই এবার সেটিকে বাজেটে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে । বুলবুলে ক্ষতির বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করার পরেই বাকি কাজ করা হবে বলে নবান্ন সূত্রে খবর । রাজ্যে বাজেটে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ঘরবাড়ি বিষয়গুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হতে পারে বলে জানা গিয়েছে ।

Intro:কলকাতা, 21 জানুয়ারি: বুলবুলের ক্ষতিপূরণের টাকা দেয়নি কেন্দ্র। এমন অভিযোগ বহুবার করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীও বিভিন্ন এনেছেন সেই অভিযোগ। এমনকি প্রধানমন্ত্রীর সফরকালে রাজভবনে গিয়েও রাজ্যের বকেয়া টাকার বিষয়ে দাবি জানিয়ে আসেন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোন টাকা আসেনি বলেই নবান্ন সূত্রে খবর। তার জেরে বুলবুলে ক্ষতির পরিমাণ রাজ্য বাজেটের অন্তর্ভুক্তি নিয়ে জোরদার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে। এখন আমলা পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে নবান্ন সূত্রে খবর।


Body:গত নভেম্বরে বুলবুলের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ‍্যে আসে কন্দ্রীয় প্রতিনিধি দল। 9 সদস‍্যের সেই দলে ছিলেন শক্তিমন্ত্রকের ডেপুটি ডিরেক্টর ওপি সুমন, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব কেবি সিং , অর্থ মন্ত্রণালয়ের ব‍্যায় বরাদ্দ দপ্তরের সুমিত আগরওয়াল, কৃষি ও কৃষক সহায়তা অধিকর্তা নরেন্দ্র কুমার। সেসময় নবান্নে তথ্য জানানো হয় বুলবুলের জেরে 35 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। 5 লাখ 17 হাজার 535 টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 14 লাখ 89 হাজার 924 হেক্টর জমির ফসল নস্ট হয়েছে। বিদ‍্যুৎ সংক্রান্ত ক্ষতি 597 কোটি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে মোট 23 হাজার 811 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে দেওয়া হয়। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছিলেন বুলবুলের জেরে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিতে সব রকমের সাহায্য করা হবে। কিন্তু নবান্নের দাবি সেটা কথার কথা হয়েই রয়ে গেছে। মুখ‍্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের দাবি, আজ অবধি কোনো ক্ষতিপূরণ আসেনি।


Conclusion:রাজ্য সরকার বুলবুলের বিষয়ে এখনো পর্যন্ত 600 কোটি টাকা খরচ করেছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি কৃষি বিপণন দফতরের তরফে শস্য বীমার টাকা যাতে দ্রুত চাষিরা পান সে বিষয়ে নজর দেওয়া হয়। বাড়িয়ে দেওয়া হয় কৃষি ঋণের পরিমাণ। তবে বাজেট বহির্ভূত এই খাতে এই 600 কোটির বেশি খরচ করা সম্ভব নয় বলে অর্থ দপ্তর সূত্রে খবর। তাই এবার সেটিকে বাজেটে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বুলবুলে ক্ষতির বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করার পরেই বাকি কাজ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। রাজ‍্য বাজেটে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ঘরবাড়ি বিষয়গুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হতে পারে বলে জানা গেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.