ETV Bharat / state

নিহত কর্মীদের পরিবারকে 5 লাখ টাকা করে সাহায্য বিজেপির - west bengal BJP

ভোট পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য বিজেপি ৷ নিহতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই কিছু পরিবারকে এই চেক দেওয়া হয়েছে ৷ বাকি পরিবারগুলিকেও দ্রুত দেওয়া হবে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

নিহত কর্মীদের 5 লক্ষ টাকা করে অনুদান রাজ্য বিজেপির
নিহত কর্মীদের 5 লক্ষ টাকা করে অনুদান রাজ্য বিজেপির
author img

By

Published : May 12, 2021, 9:24 PM IST

কলকাতা, 12 মে : একুশের নির্বাচনে হারের পর থেকে রাজ্যে হিংসার আবহ । বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে বিজেপির কর্মীরা খুন হচ্ছেন ৷ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে । পুকুর, মাছের ভেড়ি লুট হচ্ছে । এই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য বিজেপি । নিহতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হচ্ছে ৷

এ প্রসঙ্গে বুধবার দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, "নির্বাচনোত্তর রাজনৈতিক হিংসায় আমাদের 16 জন কর্মী মারা গিয়েছেন । এঁদের মধ্যে অর্ধেক পরিবারের হাতে আমরা ক্ষতিপূরণের 5 লক্ষ টাকা তুলে দিয়েছি । হিংসা, সন্ত্রাস এখনও চলছে । তাই আমাদের নেতারা সবার কাছে পৌঁছতে পারেননি । আমরা বাকি পরিবারগুলির হাতেও খুব শিগগিরিই ক্ষতিপূরণের চেক তুলে দেব ।"

রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের ইলামবাজারে নিহত বিজেপি কর্মীর বাড়িতে ক্ষতিপূরণের চেক পৌঁছে দেন । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নেন সেদিন দেশজুড়ে হিংসার বিরুদ্ধে ধর্না কর্মসূচি পালন করে বিজেপি । তারপরই নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত কর্মীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক রাজ্য বিজেপির পক্ষে তুলে দেওয়া হচ্ছে ।"

রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি দিলীপ ঘোষ । স্পিকার নির্বাচনেও অংশ নেয়নি বিজেপি । এদিকে বৃহস্পতিবার রাজ্যপাল উপদ্রুত এলাকা দেখতে শীতলকুচি ও কোচবিহারের অন্যান্য এলাকায় যাবেন বলে টুইট করেছেন । তাঁর বক্তব্য, রাজ্য প্রশাসন যথাযথভাবে নিজেদের ভূমিকা পালন করেনি । সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই তিনি উপদ্রুত এলাকায় যাবেন ।

আরও পড়ুন: মন্ত্রিসভাকে না জানিয়ে জেলা সফর প্রোটোকল বিরোধী, ধনকড়কে চিঠি মমতার

কলকাতা, 12 মে : একুশের নির্বাচনে হারের পর থেকে রাজ্যে হিংসার আবহ । বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে বিজেপির কর্মীরা খুন হচ্ছেন ৷ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে । পুকুর, মাছের ভেড়ি লুট হচ্ছে । এই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য বিজেপি । নিহতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হচ্ছে ৷

এ প্রসঙ্গে বুধবার দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, "নির্বাচনোত্তর রাজনৈতিক হিংসায় আমাদের 16 জন কর্মী মারা গিয়েছেন । এঁদের মধ্যে অর্ধেক পরিবারের হাতে আমরা ক্ষতিপূরণের 5 লক্ষ টাকা তুলে দিয়েছি । হিংসা, সন্ত্রাস এখনও চলছে । তাই আমাদের নেতারা সবার কাছে পৌঁছতে পারেননি । আমরা বাকি পরিবারগুলির হাতেও খুব শিগগিরিই ক্ষতিপূরণের চেক তুলে দেব ।"

রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের ইলামবাজারে নিহত বিজেপি কর্মীর বাড়িতে ক্ষতিপূরণের চেক পৌঁছে দেন । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নেন সেদিন দেশজুড়ে হিংসার বিরুদ্ধে ধর্না কর্মসূচি পালন করে বিজেপি । তারপরই নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত কর্মীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক রাজ্য বিজেপির পক্ষে তুলে দেওয়া হচ্ছে ।"

রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি দিলীপ ঘোষ । স্পিকার নির্বাচনেও অংশ নেয়নি বিজেপি । এদিকে বৃহস্পতিবার রাজ্যপাল উপদ্রুত এলাকা দেখতে শীতলকুচি ও কোচবিহারের অন্যান্য এলাকায় যাবেন বলে টুইট করেছেন । তাঁর বক্তব্য, রাজ্য প্রশাসন যথাযথভাবে নিজেদের ভূমিকা পালন করেনি । সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই তিনি উপদ্রুত এলাকায় যাবেন ।

আরও পড়ুন: মন্ত্রিসভাকে না জানিয়ে জেলা সফর প্রোটোকল বিরোধী, ধনকড়কে চিঠি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.