ETV Bharat / state

ছটপুজোয় শব্দবাজির তাণ্ডব রুখতে আরও কড়া প্রশাসন - DJ সাউন্ড বক্স

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে সেটা কেউ কোনওভাবেই তেমনটা না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার । পাশাপাশি কালীপুজোর থেকে শিক্ষা নিয়ে ছটপুজোয় শব্দবাজির তাণ্ডব রুখতে আরও কড়া হচ্ছে প্রশাসন ।

ফাইল ফোটো
author img

By

Published : Nov 2, 2019, 1:36 AM IST

কলকাতা, 2 নভেম্বর : সময় পেরিয়ে যাওয়ার পরেও নিরঞ্জন । শোভাযাত্রায় শব্দবাজির তাণ্ডব । DJ-র ব্যবহার । কালীপুজোয় বিধিনিষেধের তোয়াক্কা না করে বেশ কিছু পুজো কমিটি ভেঙেছে আইন । ঘটনায় মোট 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । 37 টি মামলা রুজু হয়েছে । আটক করা হয়েছে DJ সাউন্ড বক্স থেকে শুরু করে যন্ত্রপাতি । এবার কালীপুজোর এইসব ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ছট পুজোয় কোমর বাঁধছে পুলিশ । ছটপুজো শব্দবাজি এবং DJ-র ব্যবহার রুখতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ।

আজই শুরু হচ্ছে ছটপুজো । গঙ্গা এবং বিভিন্ন জলাশয়ে পুজো সারবে মানুষ । ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে সেটা কেউ কোনওভাবেই তেমনটা না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার । কলকাতা পুলিশের সদর দপ্তর সূত্রে খবর, আজ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে রবীন্দ্র সরোবরে । রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনের বদলে বারোটি অতিরিক্ত ঘাটে ছটপুজোর ব্যবস্থা করা হচ্ছে । শহরের বিভিন্ন ঝিল, পুকুর, গঙ্গাঘাট মিলিয়ে মোট 100 টি জায়গায় পুলিশি নিরাপত্তায় থাকছে । গঙ্গার প্রতিটি ঘাটে DC পদমর্যাদার একজন করে অফিসার থাকবেন । শহরের বিভিন্ন স্থানে মোট 20 টিরও বেশি বাড়তি CCTV ক্যামেরা বসাচ্ছে লালবাজার । 48 টি ঘাটে থাকবে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । এছাড়াও বিভিন্ন পুকুরে থাকবে 21টি DMG গ্রুপের টিম । তৈরি থাকছে রিভার ট্রাফিক পুলিশও ।

ছটে সবথেকে বড় সমস্যা নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার । সঙ্গে শোভাযাত্রায় তারস্বরে DJ বাজান । সেটি যেকোনওভাবে ঠেকাতে চাইছে পুলিশ । কালীপুজোর শোভাযাত্রায় DJ বাজেয়াপ্ত করে আগেই বার্তা দিয়েছে পুলিশ । DJ মালিকদের কাছে বার্তা পৌঁছে গেছে কোনোভাবেই যন্ত্রগুলি ভাড়া না দেওয়ার । ভাড়া দিলে সেটি বাজেয়াপ্ত করবে পুলিশ । সেই সূত্রে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে 300 টি পুলিশ পকেট থাকবে । সঙ্গে টহল দেবে রেডিয়ো ফ্লাইং স্কয়্যাড, PCR ভ‍্যান । প্রয়োজনে কালীপুজোর শোভাযাত্রার মতোই মামলা করবে কলকাতা পুলিশ ।

কলকাতা, 2 নভেম্বর : সময় পেরিয়ে যাওয়ার পরেও নিরঞ্জন । শোভাযাত্রায় শব্দবাজির তাণ্ডব । DJ-র ব্যবহার । কালীপুজোয় বিধিনিষেধের তোয়াক্কা না করে বেশ কিছু পুজো কমিটি ভেঙেছে আইন । ঘটনায় মোট 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । 37 টি মামলা রুজু হয়েছে । আটক করা হয়েছে DJ সাউন্ড বক্স থেকে শুরু করে যন্ত্রপাতি । এবার কালীপুজোর এইসব ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ছট পুজোয় কোমর বাঁধছে পুলিশ । ছটপুজো শব্দবাজি এবং DJ-র ব্যবহার রুখতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা ।

আজই শুরু হচ্ছে ছটপুজো । গঙ্গা এবং বিভিন্ন জলাশয়ে পুজো সারবে মানুষ । ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না । গত বছরও একই নির্দেশিকা ছিল । কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছটপুজো । এবার যাতে সেটা কেউ কোনওভাবেই তেমনটা না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার । কলকাতা পুলিশের সদর দপ্তর সূত্রে খবর, আজ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে রবীন্দ্র সরোবরে । রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনের বদলে বারোটি অতিরিক্ত ঘাটে ছটপুজোর ব্যবস্থা করা হচ্ছে । শহরের বিভিন্ন ঝিল, পুকুর, গঙ্গাঘাট মিলিয়ে মোট 100 টি জায়গায় পুলিশি নিরাপত্তায় থাকছে । গঙ্গার প্রতিটি ঘাটে DC পদমর্যাদার একজন করে অফিসার থাকবেন । শহরের বিভিন্ন স্থানে মোট 20 টিরও বেশি বাড়তি CCTV ক্যামেরা বসাচ্ছে লালবাজার । 48 টি ঘাটে থাকবে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । এছাড়াও বিভিন্ন পুকুরে থাকবে 21টি DMG গ্রুপের টিম । তৈরি থাকছে রিভার ট্রাফিক পুলিশও ।

ছটে সবথেকে বড় সমস্যা নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার । সঙ্গে শোভাযাত্রায় তারস্বরে DJ বাজান । সেটি যেকোনওভাবে ঠেকাতে চাইছে পুলিশ । কালীপুজোর শোভাযাত্রায় DJ বাজেয়াপ্ত করে আগেই বার্তা দিয়েছে পুলিশ । DJ মালিকদের কাছে বার্তা পৌঁছে গেছে কোনোভাবেই যন্ত্রগুলি ভাড়া না দেওয়ার । ভাড়া দিলে সেটি বাজেয়াপ্ত করবে পুলিশ । সেই সূত্রে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে 300 টি পুলিশ পকেট থাকবে । সঙ্গে টহল দেবে রেডিয়ো ফ্লাইং স্কয়্যাড, PCR ভ‍্যান । প্রয়োজনে কালীপুজোর শোভাযাত্রার মতোই মামলা করবে কলকাতা পুলিশ ।

Intro:কলকাতা, 2 নভেম্বর: সময় পার হয়ে যাওয়ার পরেও নিরঞ্জন। শোভাযাত্রায় শব্দবাজির তান্ডব। ডিজে বক্সের ব্যবহার। কালীপুজোয় বিধিনিষেধের তোয়াক্কা না করে বেশ কিছু পূজা কমিটি ভেঙেছে আইন। ঘটনায় মোট 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 37 টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ডিজে সাউন্ড বক্স থেকে শুরু করে যন্ত্রপাতি। কালীপুজো থেকে শিক্ষা নিয়ে ছটে কোমর বাঁধছে পুলিশ। ছটপুজো শব্দবাজি এবং ডিজের ব্যবহার রুখতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা।



Body:আজ শুরু হচ্ছে ছট পুজো। গঙ্গা এবং বিভিন্ন জলাশয় গুলোতে পুজোর সারবে মানুষ। ন‍্যাশনাল গ্রীন ট্রিবুনালের নির্দেশে এবার রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। গত বছরও একই নির্দেশিকা ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে রবীন্দ্র সরোবরে হয়েছিল ছট পুজো। এবার যাতে সেটা কেউ কোনভাবেই না করতে পারে তা নিশ্চিত করতে চাইছে লালবাজার। কলকাতা পুলিশের সদর দফতর সূত্রের খবর, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে রবীন্দ্র সরোবরে। রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনের বদলে বারোটি অতিরিক্ত ঘাটে ছট পুজোর আয়োজন করা হচ্ছে। শহরের বিভিন্ন ঝিল,পুকুর, গঙ্গাঘাট মিলিয়ে মোট 100 টি জায়গায় পুলিশি নিরাপত্তায় থাকছে। গঙ্গার প্রতিটি ঘাটে ডিসি পদমর্যাদার একজন করে অফিসার থাকবেন। শহরের বিভিন্ন স্থানে মোট কুড়িটিরও বেশি বাড়তি সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে লালবাজার। 48 টি ঘাটে থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। এছাড়াও বিভিন্ন পুকুরে থাকবে একুশটি ডিএমজি গ্রুপের টিম। তৈরি থাকছে রিভার ট্রাফিক পুলিশ।


Conclusion:ছটে সবথেকে বড় সমস্যা নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার। সঙ্গে শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানো। সেটি যেকোনো ভাবে ঠেকাতে চাইছে পুলিশ। কালীপুজোর শোভাযাত্রায় ডিজে বাজেয়াপ্ত করে বার্তা দিয়েছে পুলিশ । ডিজে মালিকদের কাছে বার্তা পৌঁছে গেছে কোনভাবেই ভাড়া না দেওয়ার। ভাড়া দিলে সেটি বাজেয়াপ্ত করবে পুলিশ। সেই সূত্রে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে 300 টি পুলিশ পকেট থাকবে। সঙ্গে টহল দেবে রেডিও ফ্লাইং স্কোয়াড, PCR ভ‍্যান। প্রয়োজনে কালীপুজোর শোভাযাত্রার মতোই মামলা করবে কলকাতা পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.