পটনা, 23 জুন: আজ সেই বহু প্রতীক্ষিত বিরোধী বৈঠক ৷ 2024 সালে লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ দিল্লির মসনদ থেকে বিজেপিকে হঠাতে বৃহস্পতিবার পটনায় 18টি দলের মেগা বৈঠক ৷ সকাল সকাল পটনায় এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মহারাষ্ট্র থেকে পটনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ার ৷ তাঁর সঙ্গে রয়েছেন সাংসদ সঞ্জয় রাউত ৷ আজকের এই বিরোধী জোটের বৈঠকের আহ্বায়ক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদব ৷
বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার জানান, বিরোধীদের বৈঠকে মণিপুরের বর্তমান হিংসাত্মক পরিস্থিতি-সহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদমাধ্যমে বলেন, "আমরা সবাই বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে চাই ৷ আমাদের লক্ষ্য বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা ৷ আগামী সংসদীয় অধিবেশনের আগে কেন্দ্রের অর্ডিন্যান্স বিষয়ে আম আদমি পার্টিকে সমর্থন করা হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত নেব ৷"
গতকালই পটনায় পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিডিপ প্রধান মেহবুবা মুফতি ৷ মনে করা হচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, শিবসেনা প্রধান (বালাসাহেব উদ্ধব ঠাকরে) উদ্ধব ঠাকরে এবং অন্যরাও আজ বৈঠকে থাকবেন ৷ তবে শনিবার সকাল পর্যন্ত এ নিয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: বিরোধী বৈঠকের আগেই একের বিরুদ্ধে এক নীতিতে সওয়াল মমতার
তবে এই বিরোধী বৈঠককে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ৷ বিজেপি সাংসদ সুশীল মোদি কটাক্ষ করে বলেন, "সবাই একসঙ্গে চা খাবে ৷ তার মানে এটা নয় যে, বিরোধীরা ঐক্যবদ্ধ ৷" পটনা সাহিবের আরেক বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই বিরোধী জোটে প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ কে হবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "নীতীশ কুমার 2024 সালের জন্য পটনায় বরযাত্রী সাজাচ্ছেন ৷ কিন্তু তাতে তো বর থাকে, সে কোথায় ?"