বিধাননগর, ৭ মার্চ : বিধাননগরে SSK (শিশু শিক্ষা কেন্দ্র) ও MSK (মাধ্যমিক শিক্ষা কেন্দ্র)-র আন্দোলনকারী শিক্ষক, শিক্ষিকাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিত হয় আজ। এর জেরে তিনজন শিক্ষক অসুস্থ হন। আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও। আজ সল্টলেকের বিকাশ ভবন অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষক-শিক্ষিকাদের।
উল্লেখ্য, গত ৬ দিন ধরে বিধাননগরে অবস্থানে বসেছিলেন রাজ্যের SSK ও MSK-এর শিক্ষক-শিক্ষিকারা। তৈরি হয়েছিল ঐক্যমঞ্চ। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে শামিল হয়েছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, এর আগে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য সরকারকে জানাতে গিয়েছিলেন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি। তাই নিজেদের বক্তব্য সরকারকে জানাতেই আন্দোলনে নামেন তাঁরা।
আজ আন্দোলনের সপ্তম দিনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বিকাশ ভবন অভিযান করেন কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা। সকাল থেকেই ধরনা মঞ্চের কাছে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। বেলা ১টা ৩০ মিনিট নাগাদ ধরনা মঞ্চ থেকে বের হয়ে শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন অভিযান শুরু করতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। পুলিশ তাঁদের আটকাতে ব্যারিকেড তৈরি করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এর পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের।
দু'দিন আগেই CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আন্দোলনে বামফ্রন্টের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও বলেছিলেন, "শিক্ষক-শিক্ষিকাদের এই আন্দোলন সফল হোক। সরকারের কাছে আমাদের অনুরোধ তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুক।"
সূর্যকান্তবাবু ছাড়াও গিয়েছিলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা সোমেন মিত্র।