ETV Bharat / state

শব্দবাজি রুখতে স্পট ফাইনের দাওয়াই পরিবেশ দপ্তরের - kolkata

এবার দীপাবলিতে শব্দবাজির দাপট কতটা কমবে তা নিয়ে সন্দেহে অনেকে । শব্দবাজি নিয়ন্ত্রণে পরিবেশ দপ্তর এবার জোর দিচ্ছে স্পট ফাইনের উপর । সিদ্ধান্ত পাকা । ইতিমধ্যে আসরে নেমেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ । পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই শব্দবাজি রুখতে শুরু হয়েছে তৎপরতা ।

শব্দবাজি রুখতে স্পট ফাইন
author img

By

Published : Oct 24, 2019, 4:55 PM IST

কলকাতা, 24 অক্টোবর : আগেই আসরে নেমেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ । পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই শব্দবাজি রুখতে চলছে তৎপরতা । কলকাতাসহ বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি । ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর বাজি । গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে । কিন্তু, তাতেও শব্দবাজির দাপট কতটা কমবে তা নিয়ে সন্দেহে অনেকেই । আর তাই পরিবেশ দপ্তর এবার জোর দিচ্ছে স্পট ফাইনের উপর । সিদ্ধান্ত পাকা ।

বিগত বছরগুলিতে শহরের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে তল্লাশি চালিয়েছিল পুলিশ । আটক করা হয়েছিল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি । শহরেও রাখা হয়েছিল নজর । কিন্তু তারপরও শব্দ তাণ্ডবের অভিযোগ ওঠে । অর্থাৎ শুধুমাত্র বাজি বাজেয়াপ্ত ও গ্রেপ্তারিতেই বন্ধ করা যাবে না এই তাণ্ডব । তাই এবার হাতে থাকা আইন প্রয়োগ করতে চাইছে পরিবেশ দপ্তর । পুলিশের সাহায্য নিয়েই সেই আইন প্রয়োগ করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে খবর । নিষিদ্ধ বাজি মজুত, বিক্রি বা ব্যবহার করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে স্পট ফাইন আদায় করবে । আইনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের সংস্থান রয়েছে বলেও জানা গেছে ।

পরিবেশ দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন বাজির শব্দমাত্রা মাপার জন্য প্রত্যেক থানাকে দু'টি করে আধুনিক যন্ত্র দেওয়া হয়েছে । ওই যন্ত্রগুলি নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চাালানো হবে । নিষিদ্ধ বাজি ধরা পড়লে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে । দীপাবলি সহ আসন্ন উৎসব মরুশুমে দূষণ নিয়ন্ত্রণে আজ পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র সংশ্লিষ্ট সব দপ্তরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন । শব্দ ও বায়ু দূষণ কমাতে নিষিদ্ধ বাজি রোখার পাশাপাশি ছটপুজোয় গঙ্গা সহ বিভিন্ন জলাশয়ে দূষণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যপারেও বৈঠকে আলোচনা হবে বলে খবর ।

কলকাতা, 24 অক্টোবর : আগেই আসরে নেমেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ । পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই শব্দবাজি রুখতে চলছে তৎপরতা । কলকাতাসহ বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি । ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর বাজি । গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে । কিন্তু, তাতেও শব্দবাজির দাপট কতটা কমবে তা নিয়ে সন্দেহে অনেকেই । আর তাই পরিবেশ দপ্তর এবার জোর দিচ্ছে স্পট ফাইনের উপর । সিদ্ধান্ত পাকা ।

বিগত বছরগুলিতে শহরের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে তল্লাশি চালিয়েছিল পুলিশ । আটক করা হয়েছিল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি । শহরেও রাখা হয়েছিল নজর । কিন্তু তারপরও শব্দ তাণ্ডবের অভিযোগ ওঠে । অর্থাৎ শুধুমাত্র বাজি বাজেয়াপ্ত ও গ্রেপ্তারিতেই বন্ধ করা যাবে না এই তাণ্ডব । তাই এবার হাতে থাকা আইন প্রয়োগ করতে চাইছে পরিবেশ দপ্তর । পুলিশের সাহায্য নিয়েই সেই আইন প্রয়োগ করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে খবর । নিষিদ্ধ বাজি মজুত, বিক্রি বা ব্যবহার করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে স্পট ফাইন আদায় করবে । আইনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের সংস্থান রয়েছে বলেও জানা গেছে ।

পরিবেশ দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন বাজির শব্দমাত্রা মাপার জন্য প্রত্যেক থানাকে দু'টি করে আধুনিক যন্ত্র দেওয়া হয়েছে । ওই যন্ত্রগুলি নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চাালানো হবে । নিষিদ্ধ বাজি ধরা পড়লে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে । দীপাবলি সহ আসন্ন উৎসব মরুশুমে দূষণ নিয়ন্ত্রণে আজ পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র সংশ্লিষ্ট সব দপ্তরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন । শব্দ ও বায়ু দূষণ কমাতে নিষিদ্ধ বাজি রোখার পাশাপাশি ছটপুজোয় গঙ্গা সহ বিভিন্ন জলাশয়ে দূষণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যপারেও বৈঠকে আলোচনা হবে বলে খবর ।

Intro:কলকাতা, 24 অক্টোবর: আগেই আসরে নেমেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় করেই শব্দবাজি রুখতে চলছে তৎপরতা। সঙ্গে শহর কলকাতা এবং বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর বাজি। গ্রেপ্তারও করা হয়েছে কয়েজনকে। কিন্তু তাতেও শব্দ বাজির দাপট কতটা কমবে তা নিয়ে সন্ধিহান অনেকেই। আর তাই পরিবেশ দপ্তর এবার জোর দিচ্ছে স্পট ফাইনের উপর। সিদ্ধান্ত পাকা।Body:বিগত বছরগুলিতেও শহরের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে তল্লাশি চালিয়েছিল পুলিশ। আটক করা হয়েছিল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। শহরেও রাখা হয়েছিল নজর। কিন্তু তারপরেও শব্দ তাণ্ডবের অভিযোগ ওঠে। অর্থাৎ শুধুমাত্র বাজি আটক কিংবা গ্রেপ্তারি তাই বন্ধ করা যাবে না শব্দদৈত্যের তান্ডব। আর তাই এবার হাতে থাকা আইন প্রয়োগ করতে চাইছে পরিবেশ দপ্তর। পুলিশের সাহায্য নিয়েই সেই আইন প্রয়োগ করা হবে বলে পরিবেশ দপ্তর সূত্রে খবর। নিষিদ্ধ বাজি মজুত, বিক্রি বা ব্যবহার করলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে স্পট ফাইন আদায় করবে। আইনে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের সংস্থান রয়েছে বলে জানা গেছে।
Conclusion:পরিবেশ দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন বাজির শব্দমাত্রা মাপার জন্য ইতিমধ্যেই প্রত্যেক থানাকে দুটি করে আধুনিক যন্ত্র দেওয়া হয়েছে। ওই যন্ত্রগুলি নিয়ে এলাকায় এলাকায় টহলদারি চাালানো হবে। নিষিদ্ধ বাজি ধরা পরলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দীপাবলি সহ আসন্ন উত্সবে দূষণ নিয়ন্ত্রণে বিস্তারিত কর্মসূচি স্থির করতে আজ পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র সংশ্লিষ্ট সব দপ্তরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। শব্দ ও বায়ু দূষণ কমাতে নিষিদ্ধ বাজি রোখার পাশাপাশি ছট পুজোয় গঙ্গা সহ বিভিন্ন জলাশয়ে দূষণ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যপারেও ওই বৈঠকে আলোচনা হবে বলে খবর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.