কলকাতা, 11 অগাস্ট : বল গড়ানোর পরিস্থিতি ঠিক কোন জায়গায় তা বুঝতেই জরুরি বৈঠকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । বুধবার দুপুর তিনটের সময় কলকাতার তিন প্রধান ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে । ক্লাবের প্রেসিডেন্ট এবং সচিবকে যোগ দেওয়ার অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে । তবে চিঠিতে মিটিং-এর অ্যাজেন্ডা নিয়ে কোনও উল্লেখ নেই ।
মনে করা হচ্ছে ক্রীড়াদুনিয়ার দরজা খোলা সঠিক হবে কি না তা নিয়েই কথা হবে । কারণ রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংস্থা বল গড়ানোর অনুমতি চেয়ে আবেদন করেছে । কিন্তু কোরোনার প্রকোপ প্রতিদিন নতুন রেকর্ড ভাঙছে । ফলে বিভিন্ন ক্রীড়াসংস্থার আবেদন আমল দেওয়া হয়নি । একই ভাবে ময়দানে ফুটবল গড়ানোর চেষ্টা চলছে । এই বৈঠকের আগের বৈঠকে মহমেডান ক্লাব দ্বিতীয় ডিভিশন আই লিগে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে অনুশীলন করার আবেদন করেছিল । কিন্তু সেই ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়নি ।
বুধবারের বৈঠকে হয়তো ফের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে । 1 অগাস্ট ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, তিনি মহমেডানের সমস্যা মেটানোর পথ বের করবেন । এখন দেখার কোন পথে সুরাহা মেলে ।