ETV Bharat / state

TMC Candidates for Rajya Sabha: 24 জুলাই রাজ্যসভার ভোট, কারা হবেন তৃণমূলের প্রার্থী ? জল্পনা তুঙ্গে

24 জুলাই রাজ্যসভার ভোট তৃণমূল প্রার্থীদের তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে ৷ শোনা যাচ্ছে, একাধিক পুরনো মুখ প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন ৷ সেখানে আবার শীর্ষস্থানীয় কয়েকজন নেতা-নেত্রীর আবারও রাজ্যসভায় যাওয়া নিশ্চিত ৷

TMC Candidates for Rajya Sabha ETV BHARAT
TMC Candidates for Rajya Sabha
author img

By

Published : Jul 2, 2023, 12:56 PM IST

কলকাতা, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আবহেই হতে চলেছে রাজ্যসভার ভোট ৷ আগামী 24 জুলাই ভোট এবং সে দিনই গণনা ৷ রাজ্যের 7 আসনের মধ্যে ছয়টিতে তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত ৷ আর একটি আসনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জয়ও প্রায় নিশ্চিত ৷ এই অবস্থায় ছয় আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা প্রার্থী হতে চলেছেন ? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তৃণমূল কংগ্রেসের ভিতরের খবর এই নিয়ে নানান সম্ভবনার কথা শোনা যাচ্ছে ৷ তবে, প্রার্থী বাছাইয়ে বড় কোনও চমকের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে ৷

অতীতে গোয়া এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসকদল কৌশলগতভাবে লুইজিনো ফেলেরিও এবং সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছিল ৷ যার আসল লক্ষ্য ছিল গোয়া, ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ানোর ৷ কিন্তু, সেই সব রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেই আশায় জল ঢেলেছে বিজেপি ৷ শোনা যাচ্ছে তারপর থেকেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেরিও এবং সুস্মিতা দেবের উপর থেকে মোহভঙ্গ হয়েছে এ রাজ্যের শাসকদলের ৷

উল্লেখ্য, লুইজিনো আগেই রাজ্যসভার আসন ছেড়ে দিয়েছেন ৷ আর সুস্মিতা দেবের রাজ্যসভার সাংসদ হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৷ তাঁকে নতুন করে আবার রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে ৷ বরং তাঁর জায়গায় তৃণমূলের অন্দরের বেশ কিছু নাম শোনা যাচ্ছে ৷ ঘরের নেতাদের উপরেই তাই ভরসা রাখতে পারে তৃণমূল সুপ্রিমো ৷ অন্যদিকে, পাহাড়ের প্রতিনিধি হিসেবে শান্তা ছেত্রীর বদলে নতুন মুখের সন্ধান করা হচ্ছে ৷ এমনটাই তৃণমূল সূত্রের খবর ৷

তবে, এখানেও কিছু প্রশ্ন উঠছে ৷ আগামী বছর লোকসভা নির্বাচন ৷ এক্ষেত্রে শান্তা ছেত্রীকে সরিয়ে যদি অন্য কোনও তৃণমূল নেতাকে সুযোগ দেওয়া হয় ৷ তাহলে পাহাড়বাসীর কাছে ভুল বার্তা যেতে পারে বলে মনে করছে তৃণমূলের একাংশ ৷ আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাহাড়ের প্রতিনিধি রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কাকে প্রার্থী করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এখনও প্রাসঙ্গিক লালুপ্রসাদ, মন্তব্য মমতার

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনের আরও একবার রাজ্যসভায় যাওয়া নিশ্চিত ৷ একইভাবে রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের ফের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত বলেই দলীয় স্তরে জানা গিয়েছে ৷ এমনকি তৃণমূলের শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেনও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট আস্থাভাজন ৷ তাই তাঁর নাম যে পুনরায় রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচিত হবে, তাও একপ্রকার চূড়ান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং লুইজিনো ফেলেরিও-দের জায়গায় কারা আসবেন ? সেটাই এখন বড় প্রশ্ন রাজ্যের শাসকদলের অন্দরে ৷ তবে, ইতিমধ্যে কয়েকটি নাম শোনা যাচ্ছে সেই তালিকায় ৷ তাঁদের মধ্যে অন্যতম রাজ্যের প্রবীণ মন্ত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ৷ একইভাবে শুনতে পাওয়া যাচ্ছে নাট্যকার তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের নামও ৷ আর শান্তা ছেত্রীর জায়গায় পাহাড়ের এক প্রাক্তন বিধায়কের নামও শোনা যাচ্ছে ৷ একইসঙ্গে নাম রয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের ৷

আরও পড়ুন: পটনার বিরোধী বৈঠকে মধ্যমণি মমতা

তৃণমূলের একাংশের দাবি, বিজেপিতে মোদি-বিরোধী মুখ হিসাবে পরিচিত একটি বড় নামও নাকি বিবেচনায় রয়েছে ৷ এমনকী তিনি নাকি বেশ কয়েকবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন ৷ একইভাবে আলোচনায় রয়েছেন, বাংলার মেয়ে কিন্তু, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় যাওয়া এক অভিনেত্রীর নাম ৷ মোটের উপর সবটাই এই মুহূর্তে আলোচনা সাপেক্ষ ৷ তবে, শেষ সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে তিনি কাকে এই ছয় আসনে মনোনয়ন দেন সেদিকেই নজর রাজ্য রাজনীতির হুজহুদের ৷

কলকাতা, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আবহেই হতে চলেছে রাজ্যসভার ভোট ৷ আগামী 24 জুলাই ভোট এবং সে দিনই গণনা ৷ রাজ্যের 7 আসনের মধ্যে ছয়টিতে তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত ৷ আর একটি আসনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জয়ও প্রায় নিশ্চিত ৷ এই অবস্থায় ছয় আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা প্রার্থী হতে চলেছেন ? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তৃণমূল কংগ্রেসের ভিতরের খবর এই নিয়ে নানান সম্ভবনার কথা শোনা যাচ্ছে ৷ তবে, প্রার্থী বাছাইয়ে বড় কোনও চমকের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে ৷

অতীতে গোয়া এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসকদল কৌশলগতভাবে লুইজিনো ফেলেরিও এবং সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠিয়েছিল ৷ যার আসল লক্ষ্য ছিল গোয়া, ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ানোর ৷ কিন্তু, সেই সব রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেই আশায় জল ঢেলেছে বিজেপি ৷ শোনা যাচ্ছে তারপর থেকেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেরিও এবং সুস্মিতা দেবের উপর থেকে মোহভঙ্গ হয়েছে এ রাজ্যের শাসকদলের ৷

উল্লেখ্য, লুইজিনো আগেই রাজ্যসভার আসন ছেড়ে দিয়েছেন ৷ আর সুস্মিতা দেবের রাজ্যসভার সাংসদ হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৷ তাঁকে নতুন করে আবার রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে ৷ বরং তাঁর জায়গায় তৃণমূলের অন্দরের বেশ কিছু নাম শোনা যাচ্ছে ৷ ঘরের নেতাদের উপরেই তাই ভরসা রাখতে পারে তৃণমূল সুপ্রিমো ৷ অন্যদিকে, পাহাড়ের প্রতিনিধি হিসেবে শান্তা ছেত্রীর বদলে নতুন মুখের সন্ধান করা হচ্ছে ৷ এমনটাই তৃণমূল সূত্রের খবর ৷

তবে, এখানেও কিছু প্রশ্ন উঠছে ৷ আগামী বছর লোকসভা নির্বাচন ৷ এক্ষেত্রে শান্তা ছেত্রীকে সরিয়ে যদি অন্য কোনও তৃণমূল নেতাকে সুযোগ দেওয়া হয় ৷ তাহলে পাহাড়বাসীর কাছে ভুল বার্তা যেতে পারে বলে মনে করছে তৃণমূলের একাংশ ৷ আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাহাড়ের প্রতিনিধি রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কাকে প্রার্থী করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এখনও প্রাসঙ্গিক লালুপ্রসাদ, মন্তব্য মমতার

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনের আরও একবার রাজ্যসভায় যাওয়া নিশ্চিত ৷ একইভাবে রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের ফের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত বলেই দলীয় স্তরে জানা গিয়েছে ৷ এমনকি তৃণমূলের শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেনও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট আস্থাভাজন ৷ তাই তাঁর নাম যে পুনরায় রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচিত হবে, তাও একপ্রকার চূড়ান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং লুইজিনো ফেলেরিও-দের জায়গায় কারা আসবেন ? সেটাই এখন বড় প্রশ্ন রাজ্যের শাসকদলের অন্দরে ৷ তবে, ইতিমধ্যে কয়েকটি নাম শোনা যাচ্ছে সেই তালিকায় ৷ তাঁদের মধ্যে অন্যতম রাজ্যের প্রবীণ মন্ত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ৷ একইভাবে শুনতে পাওয়া যাচ্ছে নাট্যকার তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের নামও ৷ আর শান্তা ছেত্রীর জায়গায় পাহাড়ের এক প্রাক্তন বিধায়কের নামও শোনা যাচ্ছে ৷ একইসঙ্গে নাম রয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের ৷

আরও পড়ুন: পটনার বিরোধী বৈঠকে মধ্যমণি মমতা

তৃণমূলের একাংশের দাবি, বিজেপিতে মোদি-বিরোধী মুখ হিসাবে পরিচিত একটি বড় নামও নাকি বিবেচনায় রয়েছে ৷ এমনকী তিনি নাকি বেশ কয়েকবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন ৷ একইভাবে আলোচনায় রয়েছেন, বাংলার মেয়ে কিন্তু, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় যাওয়া এক অভিনেত্রীর নাম ৷ মোটের উপর সবটাই এই মুহূর্তে আলোচনা সাপেক্ষ ৷ তবে, শেষ সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে তিনি কাকে এই ছয় আসনে মনোনয়ন দেন সেদিকেই নজর রাজ্য রাজনীতির হুজহুদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.