ETV Bharat / state

Firhad Hakim:'মানুষ আসবে মানুষ যাবে, চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে', ববির মন্তব্যে জল্পনা - মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার চেতলায় এক রক্তদান শিবিরে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেখানে তাঁর একটি মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির ৷

Etv Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 9, 2023, 9:05 PM IST

কলকাতা, 9 এপ্রিল: দলের ও সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হঠতে হয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে ৷ তৃণমূলে ফিরহাদের গুরুত্ব ক্রমে কমছে কি না তা নিয়ে জল্পনায় নয়া মাত্রা যোগ করেছে এই ঘটনা ৷ শুক্রবার প্রথমে কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক ও তারপর দলের টুইটার পেজ থেকে বার্তা দেওয়ার পর যেভাবে পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত, কার্যকর করার পরেও প্রত্যাহার করে নিতে হয়েছে কলকাতা পৌরনিগমকে তাতে এই জল্পনায় ইন্ধন আরও বেড়েছে ৷ তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি ফিরহাদ ৷ বরং বিষয়টিকে 'ক্লোজড চ্যাপ্টার' বলতেও শোনা যায় তাঁকে ৷ তবে রবিবার ফিরহাদের একটি মন্তব্য এই গোটা ঘটনাক্রমকে অন্য মাত্রা দিয়েছে ৷

রবিবার চেতলায় একটি রক্তদান শিবিরে যান ফিরহাদ ৷ সেখানে কিছুটা অভিমানের সুরেই তাঁকে বলতে শোনা যায় "চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে ।" শুধু কলকাতার মেয়র বা রাজ্যের মন্ত্রী নন, তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে অন্যতম হলেন ফিরহাদ হাকিম ৷ দলের অন্দরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই কদিন আগে পর্যন্ত ৷ এর আগে ছোটখাটো বিতর্কে নাম জড়ালেও তৃণমূলে ফিরহাদের গুরুত্ব নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি ৷ কিন্তু সম্প্রতি দলের বৈঠকে তাঁকে যেভাবে পৌরসভা বাদে অন্য বিষয়ে মুখ খুলতে নিষেধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই ফিরহাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দলের অন্দরেই ৷ শুক্রবারের ঘটনার পর সেই প্রশ্ন আরও বড় হয়ে দেখা দিয়েছে ৷

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ফিরহাদকে আরও চাপে ফেলতেই শুক্রবার সাংবাদিক বৈঠক করে পার্কিং ফি বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কথা জানানো হয় দলের তরফে ৷ অন্যথায় বিষয়টি অন্যভাবেও মেটানো যেত ৷ যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় যে জনস্বার্থ বিরোধী কোনও সিদ্ধান্ত নেয় না তা আরও একবার স্পষ্ট করতেই সেদিন ওই সাংবাদিক বৈঠকে বিষয়টি জানানো হয় ৷ যা নিয়ে পরে দলের তরফে টুইটও হয় ৷

শুক্রবারের সাংবাদিক বৈঠকে কুণাল আরও জানিয়েছিলেন, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ৷ তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন ৷ অনেকেই মনে করছেন এর ফলে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে কার্যত নত হতে হল ফিরহাদ হাকিমকে । তার আগেই অবশ্য ফুরফুরা শরিফের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: সার্ভিস চার্জের বিনিময়ে বাড়িতে বসেই মিলবে পৌরনিগমের পরিষেবা

তবে এতকিছুর পরেও প্রকাশ্যে দলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কিছু বলেননি ববি হাকিম ৷ রবিবার কিছুটা আবেগতাড়িত হয়ে তাঁকে বলতে শোনা যায়, "25 বছর ধরে মানুষের সেবা করছি আমি । এখন বয়স হয়েছে । মানুষ আসবে মানুষ যাবে । উন্নয়ন থেকে যাবে । আজকের প্রজন্ম সমাজের মাথা হবে । চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে ।" তবে ফিরহাদের এদিনের মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,"এখানে কোনও বিতর্কের বিষয় নেই । ছোট্ট ইস্যু ছিল । মিটে গিয়েছে । ববি দা সিনিয়র নেতা দলের । কাছের কেউ মারা গিয়েছেন তাই এমন জীবন দর্শনের কথা বলেছেন ।"

কলকাতা, 9 এপ্রিল: দলের ও সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হঠতে হয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে ৷ তৃণমূলে ফিরহাদের গুরুত্ব ক্রমে কমছে কি না তা নিয়ে জল্পনায় নয়া মাত্রা যোগ করেছে এই ঘটনা ৷ শুক্রবার প্রথমে কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক ও তারপর দলের টুইটার পেজ থেকে বার্তা দেওয়ার পর যেভাবে পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত, কার্যকর করার পরেও প্রত্যাহার করে নিতে হয়েছে কলকাতা পৌরনিগমকে তাতে এই জল্পনায় ইন্ধন আরও বেড়েছে ৷ তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি ফিরহাদ ৷ বরং বিষয়টিকে 'ক্লোজড চ্যাপ্টার' বলতেও শোনা যায় তাঁকে ৷ তবে রবিবার ফিরহাদের একটি মন্তব্য এই গোটা ঘটনাক্রমকে অন্য মাত্রা দিয়েছে ৷

রবিবার চেতলায় একটি রক্তদান শিবিরে যান ফিরহাদ ৷ সেখানে কিছুটা অভিমানের সুরেই তাঁকে বলতে শোনা যায় "চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে ।" শুধু কলকাতার মেয়র বা রাজ্যের মন্ত্রী নন, তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে অন্যতম হলেন ফিরহাদ হাকিম ৷ দলের অন্দরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই কদিন আগে পর্যন্ত ৷ এর আগে ছোটখাটো বিতর্কে নাম জড়ালেও তৃণমূলে ফিরহাদের গুরুত্ব নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি ৷ কিন্তু সম্প্রতি দলের বৈঠকে তাঁকে যেভাবে পৌরসভা বাদে অন্য বিষয়ে মুখ খুলতে নিষেধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই ফিরহাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দলের অন্দরেই ৷ শুক্রবারের ঘটনার পর সেই প্রশ্ন আরও বড় হয়ে দেখা দিয়েছে ৷

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ফিরহাদকে আরও চাপে ফেলতেই শুক্রবার সাংবাদিক বৈঠক করে পার্কিং ফি বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কথা জানানো হয় দলের তরফে ৷ অন্যথায় বিষয়টি অন্যভাবেও মেটানো যেত ৷ যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় যে জনস্বার্থ বিরোধী কোনও সিদ্ধান্ত নেয় না তা আরও একবার স্পষ্ট করতেই সেদিন ওই সাংবাদিক বৈঠকে বিষয়টি জানানো হয় ৷ যা নিয়ে পরে দলের তরফে টুইটও হয় ৷

শুক্রবারের সাংবাদিক বৈঠকে কুণাল আরও জানিয়েছিলেন, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ৷ তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন ৷ অনেকেই মনে করছেন এর ফলে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে কার্যত নত হতে হল ফিরহাদ হাকিমকে । তার আগেই অবশ্য ফুরফুরা শরিফের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: সার্ভিস চার্জের বিনিময়ে বাড়িতে বসেই মিলবে পৌরনিগমের পরিষেবা

তবে এতকিছুর পরেও প্রকাশ্যে দলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কিছু বলেননি ববি হাকিম ৷ রবিবার কিছুটা আবেগতাড়িত হয়ে তাঁকে বলতে শোনা যায়, "25 বছর ধরে মানুষের সেবা করছি আমি । এখন বয়স হয়েছে । মানুষ আসবে মানুষ যাবে । উন্নয়ন থেকে যাবে । আজকের প্রজন্ম সমাজের মাথা হবে । চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে ।" তবে ফিরহাদের এদিনের মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,"এখানে কোনও বিতর্কের বিষয় নেই । ছোট্ট ইস্যু ছিল । মিটে গিয়েছে । ববি দা সিনিয়র নেতা দলের । কাছের কেউ মারা গিয়েছেন তাই এমন জীবন দর্শনের কথা বলেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.