কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যের স্বাস্থ্যসাথী, কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' । দীর্ঘ দিন ধরেই এই দুই প্রকল্পকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এখনও চলছে । কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আজও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত' চালু করেনি । ফলে রাজ্যের একটা বড় সংখ্যক মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা প্রাপক হওয়ার সুযোগ থাকলেও বাস্তবে তারা সেই সুযোগ পাননি । আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার নিজস্ব প্রকল্প স্বাস্থ্যসাথী ইতিমধ্যেই চালু করেছে । বেছে বেছে রাজ্যের এই প্রকল্প কোনও একটি নির্দিষ্ট শ্রেণির জন্য নয় বরং সব পরিবার যাতে এই পরিষেবা পায় তা ইতিমধ্যেই নিশ্চিত করেছে নবান্ন ।
রাজ্যের স্বাস্থ্যসাথী এবং কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' প্রকল্পকে নিয়ে দীর্ঘদিনের লড়াই আছে বিজেপি ও তৃণমূলের মধ্যে । দিল্লি সূত্রে খবর, এখনও পর্যন্ত যে তিনটি রাজ্য 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সুবিধা নেয়নি, তাদের এই প্রকল্পের আওতায় আনতে চাইছে কেন্দ্র । এই তিন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেরও নাম রয়েছে ৷ খুব স্বাভাবিকভাবে কেন্দ্রও চায় পশ্চিমবঙ্গ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুক । দিল্লি সূত্রে এমনটাও জানা গিয়েছে যে, কেন্দ্রের এই পরিকল্পনার কথা জানিয়ে ইতিমধ্যেই তিন রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে । কেন্দ্রের এই চিঠি সম্পর্কে রাজ্যের তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ।
এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র চাইছে পশ্চিমবঙ্গ বাদে এই তিন রাজ্য সরাসরি আয়ুষ্মান প্রকল্পের সুবিধা গ্রহণ করুক এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের প্রদেয় অর্থের পরিমাণ 60 শতাংশ এবং 40 শতাংশ হলেও, রাজ্যের ভাগের টাকাও প্রয়োজনে দিতে রাজি কেন্দ্র । মঙ্গলবার এই নিয়ে বিজেপি বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "আমরা স্বাস্থ্যসাথীর সমালোচনা করছি না । স্বাস্থ্যসাথীতে রাজ্যের মানুষ চিকিৎসা পাচ্ছেন । কিন্তু রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে তারা বিপদে পড়ছেন । তাই রাজ্যের উচিত রাজনীতি ছেড়ে মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই পরামর্শ বিবেচনা করা । আর যদি কেন্দ্রীয় সরকার রাজ্যের ভাগের অর্থও দিতে রাজি থাকে, তারপরেও আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না করার অর্থ রাজ্যের মানুষকে বঞ্চিত করা ।"
আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে তুলকালাম শুভেন্দুর
মনোজ টিগ্গার মতে, রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী বেছে নিতে চান নাকি 'আয়ুষ্মান ভারত' তা মানুষের হাতেই ছাড়ুক রাজ্য সরকার এবং অবিলম্বে রাজ্যের 'আয়ুষ্মান ভারত' চালু করা হোক । যদিও রাজ্যে স্বাস্থ্যসাথী থাকতে 'আয়ুষ্মান ভারতে'র মতো প্রকল্প অপ্রয়োজনীয় বলে এখনও মনে করছে তৃণমূল । এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক বিধায়ক বলেন, "গ্রামের হাজার হাজার মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা পাচ্ছেন রাজ্যে । এখানে চিকিৎসা একশো শতাংশ বিনামূল্যে দেওয়া হচ্ছে । স্বাস্থ্যসাথী প্রকল্পের যাবতীয় খরচ বহন করছে রাজ্য সরকার । রাজ্যের সব জনগণ স্বাস্থ্যবিমার সুবিধা পান । কিন্তু 'আয়ুষ্মান ভারতে'র মাধ্যমে দেশের 40 শতাংশ মানুষ চিকিৎসার সুযোগ পান । এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশকিছু শর্ত রয়েছে । কাজেই স্বাস্থ্যসাথী থাকতে 'আয়ুষ্মান ভারতে'র প্রয়োজনীয়তা কি!"
আরও পড়ুন: ফুটপাথে বাঁশের বেড়াই মশার আঁতুড়ঘর ! উদাসীনতার অভিযোগ কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে
এই বিষয়টি নিয়ে ইটিভি ভারতের তরফে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাঁর প্রতিক্রিয়া জানার চেষ্টা হয়েছিল । কিন্তু তিনি কোনও জবাব দেননি ।