ETV Bharat / state

KMC on Thalassemia: থ্যালাসেমিয়া নির্মূল করতে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা - থ্যালাসেমিয়া

মোট তিন দফার প্রশিক্ষণে কলকাতা কর্পোরেশন এই কাজে সহযোগিতা করবে একটি বেসরকারি সংস্থা। তাদের সাহায্যেই আগামিদিনে কলকাতায় একটি হাব খোলারও পরিকল্পনা রয়েছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষের।

KMC on Thalassemia
থ্যালাসেমিয়া নির্মূলে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা
author img

By

Published : May 10, 2023, 11:03 PM IST

কলকাতা, 10 মে: থ্যালাসেমিয়া নিয়ে আরও সতর্কতা অবলম্বন করল কলকাতা কর্পোরেশন। শহর থেকে থ্যালাসেমিয়া নির্মূল করতে, দ্রুত রোগ নির্ণয় ও তার চিকিৎসার কৌশল শেখার জন্য 12 জন চিকিৎসককে দিল্লি পাঠিয়েছিল কর্তৃপক্ষ। তাঁদের সেই প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। এবার তাঁরাই বাকি চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন। সিদ্ধান্ত হয়েছে, তাঁরা 150 জনকে এই প্রশিক্ষণ দেবেন। প্রথম দফায় 50 জন চিকিৎসক প্রশিক্ষিত হবেন। পরে আরও দু'দফায় চলবে প্রশিক্ষণ।

মোট তিন দফার প্রশিক্ষণে কলকাতা কর্পোরেশন এই কাজে সহযোগিতা করবে একটি বেসরকারি সংস্থা। তাদের সাহায্যেই আগামিদিনে কলকাতায় একটি হাব খোলারও পরিকল্পনা রয়েছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষের। থ্যালাসেমিয়া এমন একটি রোগ, যা মা-বাবার মধ্যে থাকলে সন্তানের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে প্রায় 50 শংতাংশ। এই অবস্থায় বিয়ের আগে পাত্র-পাত্রী উভয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । সেক্ষত্রে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত করার লক্ষ্যে দু'জনের মধ্যে থ্যালাসেমিয়া থাকলে বিয়ে না-করার পক্ষেই মতপ্রকাশ করছেন একাংশ চিকিৎসক, ।

এই বিষয়ে প্রচার চালাবে কলকাতা কর্পোরেশন। তার জন্য চিকিৎসকদের পর স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করানো হবে। ফলে থ্যালাসেমিয়ার রোগ নির্ণয়, তার চিকিৎসার ও সচেতনতার জন্য চিকিৎসকদের সঙ্গে সমানভাবে কাজ করবেন স্বাস্থ্যকমীরা। এই কর্মসূচি প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষের জানিয়েছেন, এই কর্মসূচি চিকিৎসকদের সমৃদ্ধ করবে এবং কলকাতার থ্যালাসেমিয়া ও অন্যান্য হিমোগ্লোবিন ঘটিত রোগ মোকাবেলায় সাহায্য করবে।

আরও পড়ুন: মালদা মেডিক্যালে রক্তের মজুত শূন্য! থ্যালাসেমিয়া দিবসে মাথায় হাত রোগীর পরিজনদের

কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণটি ডিজিটাল মডেলে অনলাইনে হবে। নয়ডার পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এই কর্মসূচির একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে। কলকাতা ছাড়াও আরও দু'টি কেন্দ্রীয় হাব হবে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং জাতীয় স্বাস্থ্য মিশন মধ্যপ্রদেশে। বর্তমানে কলকাতায় থ্যালাসেমিয়ার বাহক প্রায় 2 লক্ষ। প্রসঙ্গত, 2021 সালের মার্চে প্রথম কলকাতা কর্পোরেশন ও ইকো ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ইকো হাবের সূচনা হয়। এরপর চেতলা মেয়র'স ক্লিনিকে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের মেশিন বসে। আগামীতে প্রত্যেক বরোতে পলিক্লিনিক খোলারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

কলকাতা, 10 মে: থ্যালাসেমিয়া নিয়ে আরও সতর্কতা অবলম্বন করল কলকাতা কর্পোরেশন। শহর থেকে থ্যালাসেমিয়া নির্মূল করতে, দ্রুত রোগ নির্ণয় ও তার চিকিৎসার কৌশল শেখার জন্য 12 জন চিকিৎসককে দিল্লি পাঠিয়েছিল কর্তৃপক্ষ। তাঁদের সেই প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। এবার তাঁরাই বাকি চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন। সিদ্ধান্ত হয়েছে, তাঁরা 150 জনকে এই প্রশিক্ষণ দেবেন। প্রথম দফায় 50 জন চিকিৎসক প্রশিক্ষিত হবেন। পরে আরও দু'দফায় চলবে প্রশিক্ষণ।

মোট তিন দফার প্রশিক্ষণে কলকাতা কর্পোরেশন এই কাজে সহযোগিতা করবে একটি বেসরকারি সংস্থা। তাদের সাহায্যেই আগামিদিনে কলকাতায় একটি হাব খোলারও পরিকল্পনা রয়েছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষের। থ্যালাসেমিয়া এমন একটি রোগ, যা মা-বাবার মধ্যে থাকলে সন্তানের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে প্রায় 50 শংতাংশ। এই অবস্থায় বিয়ের আগে পাত্র-পাত্রী উভয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । সেক্ষত্রে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত করার লক্ষ্যে দু'জনের মধ্যে থ্যালাসেমিয়া থাকলে বিয়ে না-করার পক্ষেই মতপ্রকাশ করছেন একাংশ চিকিৎসক, ।

এই বিষয়ে প্রচার চালাবে কলকাতা কর্পোরেশন। তার জন্য চিকিৎসকদের পর স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করানো হবে। ফলে থ্যালাসেমিয়ার রোগ নির্ণয়, তার চিকিৎসার ও সচেতনতার জন্য চিকিৎসকদের সঙ্গে সমানভাবে কাজ করবেন স্বাস্থ্যকমীরা। এই কর্মসূচি প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষের জানিয়েছেন, এই কর্মসূচি চিকিৎসকদের সমৃদ্ধ করবে এবং কলকাতার থ্যালাসেমিয়া ও অন্যান্য হিমোগ্লোবিন ঘটিত রোগ মোকাবেলায় সাহায্য করবে।

আরও পড়ুন: মালদা মেডিক্যালে রক্তের মজুত শূন্য! থ্যালাসেমিয়া দিবসে মাথায় হাত রোগীর পরিজনদের

কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণটি ডিজিটাল মডেলে অনলাইনে হবে। নয়ডার পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এই কর্মসূচির একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে। কলকাতা ছাড়াও আরও দু'টি কেন্দ্রীয় হাব হবে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং জাতীয় স্বাস্থ্য মিশন মধ্যপ্রদেশে। বর্তমানে কলকাতায় থ্যালাসেমিয়ার বাহক প্রায় 2 লক্ষ। প্রসঙ্গত, 2021 সালের মার্চে প্রথম কলকাতা কর্পোরেশন ও ইকো ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ইকো হাবের সূচনা হয়। এরপর চেতলা মেয়র'স ক্লিনিকে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের মেশিন বসে। আগামীতে প্রত্যেক বরোতে পলিক্লিনিক খোলারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.