ETV Bharat / state

জামাত জঙ্গিদের নজরে কাশ্মীর ! ল্যাপটপে আর্মি অফিসারদের নাম - Jamat

বর্ধমান এবং উত্তর দিনাজপুর মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তারের পর ধৃতদের পেনড্রাইভ এবং ল্যাপটপ ঘেঁটে গোয়েন্দারা পেয়েছেন আর্মি অফিসারদের নাম ।

জামাত জঙ্গি
author img

By

Published : Sep 10, 2019, 1:43 AM IST

Updated : Sep 10, 2019, 7:55 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : দেখলে মনে হবে ভাজা মাছটিও উলটে খেতে পারে না । কিন্তু ভেতরে ভেতরে কষছিল বড় ছক । অন্তত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তে এমনই ইঙ্গিত । বর্ধমান এবং উত্তর দিনাজপুর মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তারের পর ধৃতদের পেনড্রাইভ এবং ল্যাপটপ ঘেঁটে গোয়েন্দারা পেয়েছেন আর্মি অফিসারদের নাম । সেখানে কোন আর্মি অফিসার কোন সেক্টরে কর্মরত, সীমান্ত রক্ষা করতে গিয়ে কোন জওয়ান শহিদ হয়েছেন, সব তথ্যই রয়েছে তাদের কাছে । এমন কী তাদের কাছে রয়েছে, কাশ্মীরে নিহত জঙ্গিদের নাম পরিচয় !

একটানা জেরা । কিন্তু জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার শীর্ষ নেতাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আবুল কাশেম, আবদুল বারি, নিজামুদ্দিন খানকে জেরা করে পাওয়া গেছে খুবই কম তথ্য । 22 বছরের কাশেম বর্ধমানের মঙ্গলকোটের দুরমুটের বাসিন্দা । কলকাতার ইস্ট ক্যানাল রোডের গজনবি ব্রিজের কাছে প্রথমে আটক করা হয় তাকে । তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, জঙ্গি কার্যকলাপের বই । আদালতে পুলিশ জানায়, তার কাছে পাওয়া গেছে পেনড্রাইভ‌ । উত্তর দিনাজপুর মডিউলের পান্ডা বারি এবং নিজামউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, ডিটোনেটর, ক্যাপাসিটর, বোমা বানানোর স্প্লিন্টার, ওয়াচ মেশিন, গ্লুস্টিক, হ্যাক স ব্লেড, ওয়ার কাটার । ল্যাপটপ এবং মোবাইল দেখে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের ।

laptop
জামাত জঙ্গিদের কাছ থেকে পাওয়া ল্যাপটপ

বিশ্বস্ত সূত্রে খবর, ওই জঙ্গিদের ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভে পাওয়া গেছে বহু তথ্য । প্রাথমিকভাবে গোয়েন্দারা ভেবেছিলেন সেখানে পাওয়া যাবে জামাত মডিউলের তথ্য । সেসব পাওয়া গেছে কি না তা অবশ্য গোপন রাখতে চাইছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । তবে জঙ্গিদের ল্যাপটপে পাওয়া গেছে আর্মি, বর্ডার সিকিউরিটি ফোর্স, CRPF-এর নানা তথ্য । পাশাপাশি কাশ্মীরের জঙ্গিদের তথ্যও পেয়েছে তদন্তকারীরা । রয়েছে জওয়ান এবং জঙ্গিদের মৃত্যু তালিকাও‌ । গোয়েন্দাদের সন্দেহ জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া অথবা জামাত-উল-মুজাহিদিন হিন্দের নজরে রয়েছে কাশ্মীর । ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : দেখলে মনে হবে ভাজা মাছটিও উলটে খেতে পারে না । কিন্তু ভেতরে ভেতরে কষছিল বড় ছক । অন্তত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তে এমনই ইঙ্গিত । বর্ধমান এবং উত্তর দিনাজপুর মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তারের পর ধৃতদের পেনড্রাইভ এবং ল্যাপটপ ঘেঁটে গোয়েন্দারা পেয়েছেন আর্মি অফিসারদের নাম । সেখানে কোন আর্মি অফিসার কোন সেক্টরে কর্মরত, সীমান্ত রক্ষা করতে গিয়ে কোন জওয়ান শহিদ হয়েছেন, সব তথ্যই রয়েছে তাদের কাছে । এমন কী তাদের কাছে রয়েছে, কাশ্মীরে নিহত জঙ্গিদের নাম পরিচয় !

একটানা জেরা । কিন্তু জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার শীর্ষ নেতাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আবুল কাশেম, আবদুল বারি, নিজামুদ্দিন খানকে জেরা করে পাওয়া গেছে খুবই কম তথ্য । 22 বছরের কাশেম বর্ধমানের মঙ্গলকোটের দুরমুটের বাসিন্দা । কলকাতার ইস্ট ক্যানাল রোডের গজনবি ব্রিজের কাছে প্রথমে আটক করা হয় তাকে । তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, জঙ্গি কার্যকলাপের বই । আদালতে পুলিশ জানায়, তার কাছে পাওয়া গেছে পেনড্রাইভ‌ । উত্তর দিনাজপুর মডিউলের পান্ডা বারি এবং নিজামউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, ডিটোনেটর, ক্যাপাসিটর, বোমা বানানোর স্প্লিন্টার, ওয়াচ মেশিন, গ্লুস্টিক, হ্যাক স ব্লেড, ওয়ার কাটার । ল্যাপটপ এবং মোবাইল দেখে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের ।

laptop
জামাত জঙ্গিদের কাছ থেকে পাওয়া ল্যাপটপ

বিশ্বস্ত সূত্রে খবর, ওই জঙ্গিদের ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভে পাওয়া গেছে বহু তথ্য । প্রাথমিকভাবে গোয়েন্দারা ভেবেছিলেন সেখানে পাওয়া যাবে জামাত মডিউলের তথ্য । সেসব পাওয়া গেছে কি না তা অবশ্য গোপন রাখতে চাইছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । তবে জঙ্গিদের ল্যাপটপে পাওয়া গেছে আর্মি, বর্ডার সিকিউরিটি ফোর্স, CRPF-এর নানা তথ্য । পাশাপাশি কাশ্মীরের জঙ্গিদের তথ্যও পেয়েছে তদন্তকারীরা । রয়েছে জওয়ান এবং জঙ্গিদের মৃত্যু তালিকাও‌ । গোয়েন্দাদের সন্দেহ জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া অথবা জামাত-উল-মুজাহিদিন হিন্দের নজরে রয়েছে কাশ্মীর । ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

Intro:কলকাতা, 10 সেপ্টেম্বর: দেখলে মনে হবে ভাজা মাছটিও উল্টে খেতে পারে না। কিন্তু ভেতরে ভেতরে চালানো হচ্ছিল বড় ছক। অন্তত কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের তদন্তে এমনই ইঙ্গিত। বর্ধমান এবং উত্তর দিনাজপুর মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তারের পর ধৃতদের পেনড্রাইভ এবং ল্যাপটপ ঘেঁটে গোয়েন্দা পেয়েছে আর্মি অফিসারদের নাম। সেখানে কোন আর্মি অফিসার কোন সেক্টরে কর্মরত, সীমান্ত রক্ষা করতে গিয়ে কোন জওয়ান নিহত হয়েছেন, সব তথ্যই রয়েছে তাদের কাছে। এমনকি তাদের কাছে রয়েছে, কাশ্মীরে নিহত জঙ্গিদের নাম পরিচয়! Body:একটানা জেরা। কিন্তু জামাত-উল-মুজাহিদীন ইন্ডিয়ার শীর্ষ নেতাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আবুল কাশেম, আবদুল বারি, নিজামুদ্দিন খানকে জেরা করে পাওয়া গেছে খুবই কম তথ্য। 22 বছরের কাশেম বর্ধমানের মঙ্গলকোটের দুরমুটের বাসিন্দা। কলকাতার ইস্ট ক্যানাল রোডের গজনবি ব্রিজের কাছে প্রথমে আটক করা হয় তাকে। তার কাছে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, জঙ্গি কার্যকলাপের বই। আদালতে পুলিশ জানায় তার কাছে পাওয়া গেছে পেনড্রাইবভ‌। উত্তর দিনাজপুর মডিউলের পান্ডা বারি এবং নিজামউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, ডিটোনেটর, ক্যাপাসিটর, বোমা বানানোর স্প্লিন্টার, ওয়াচ মেশিন, গ্লুস্টিক, হ্যাক স ব্লেড, ওয়ার কাটার। ল্যাপটপ এবং মোবাইল খেতে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের।
Conclusion:বিশ্বস্ত সূত্রে খবর, ওই জঙ্গিদের ল্যাপটপ, মোবাইল ফোন,পেনড্রাইভে পাওয়া গেছে বহু তথ্য । প্রাথমিকভাবে গোয়েন্দা ভেবেছিলেন সেখানে পাওয়া যাবে জামাত মডিউলের তথ্য। সেসব পাওয়া যাচ্ছে কিনা তা অবশ্য গোপন রাখতে চাইছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। তবে তাদের ল্যাপটপ এ পাওয়া গেছে আর্মি,বর্ডার সিকিউরিটি ফোর্স, CRPF এর নানা তথ্য। পাশাপাশি কাশ্মীরের জঙ্গিদের তথ্যও পেয়েছে তদন্তকারীরা। রয়েছে আর্মি এবং জঙ্গিদের মৃত্যু তালিকাও‌। গোয়েন্দাদের সন্দেহ জামাত-উল-মুজাহিদীন ইন্ডিয়া অথবা জামাত-উল-মুজাহিদীন হিন্দের নজরে রয়েছে কাশ্মীর। ধৃতদের আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

Last Updated : Sep 10, 2019, 7:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.