কলকাতা, ১ এপ্রিল : "জেলায় ভালোই কাজ হচ্ছে", আজ বৈঠকের পর বললেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে। আজ রাজ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয় বিবেক দুবের। বৈঠক চলে প্রায় দু'ঘণ্টা।
রাজ্যে ইতিমধ্যে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় রুটমার্চ শুরু হয়েছে। তারপরেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে নানা অভিযোগ উঠছে। যেমন রাজ্যের শাসকদলের তরফে, তেমন বিরোধীদের তরফেও।
বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে না। এরমধ্যেই গতকাল নতুন স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে রাজ্যে আসেন। আজ থেকেই তিনি কাজ শুরু করেছেন। আগামীকাল তিনি শিলিগুড়ি যাচ্ছেন। বুধবার সকালে তিনি SP, DM-দের সঙ্গে মিটিং করবেন।
আজকের বৈঠকে তিনটি পর্যায়ের নির্বাচনে জেলাগুলির পরিস্থিতি, সেখানে কী কাজ হচ্ছে, প্রশাসন কী কাজ করছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়ে। প্রায় দু'ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষ বিবেক দুবে জানান, ভালোই কাজ হচ্ছে।