ETV Bharat / state

Kolkata Police Medicine Shop : কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, শুধুমাত্র কর্মীদের জন্য ডিসকাউন্টে মিলছে ওষুধ

চালু হয়েছে নতুন ওষুধের দোকান ৷ সমস্তরকম ওষুধে মিলবে 24 শতাংশ ছাড় ৷ কিন্তু এই ছাড় কেবলমাত্র পুলিশ কর্মীদের জন্য ৷ কোথায় রয়েছে এই সব ওষুধের দোকান (Kolkata Police Medicine Shop) ?

Kolkata Police Medicine Shop
শুধুমাত্র পুলিশ কর্মীদের জন্য ডিসকাউন্টে মিলছে ওষুধ
author img

By

Published : Jan 5, 2022, 10:05 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ ৷ চিকিৎসক থেকে শুরু করে পুলিশ কর্মী, করোনার তৃতীয় ঢেউয়ে এনাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি ৷ একের পর এক আক্রান্ত হচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা (medicine shop for kolkata police) ৷

এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের (kolkata police news) । শহরের তিন জায়গায় 24 শতাংশ ছাড় দিয়ে এবার মিলবে যাবতীয় ওষুধ । তবে শর্ত একটাই, এই ছাড় পাবেন শুধুমাত্র পুলিশকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা ।

শুধুমাত্র পুলিশ কর্মীদের জন্য ডিসকাউন্টে মিলছে ওষুধ

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের চিড়িয়া মোড়ের বিটি লাইন, সল্টলেক কলকাতা পুলিশের আবাসন এবং আলিপুরে কলকাতা পুলিশ বডিগার্ড লাইনে রয়েছে এই ওষুধের দোকানগুলি ৷ গত বছর পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই ওষুধের দোকানগুলি করার প্রস্তাব দেওয়া হয় কলকাতা পুলিশকে । আর তারপর 12 দিন আগে এই ওষুধের দোকানগুলি চালু হয় ৷

এই ওষুধের দোকানগুলোতে করোনা-সহ সমস্ত রোগের ওষুধ পাওয়া যাচ্ছে ৷ ফলে স্বাভাবিকভাবেই খুশি কলকাতা পুলিশের কর্মীরা ৷ তাঁদের অভিমত, কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আমরা এইরকম ছাড় বাইরে কিংবা অন্যান্য বড় হাসপাতালের ওষুধের দোকানগুলিতেও পাই না । সব থেকে বড় কথা পরিবারের সদস্যরাও হয়রানি থেকে রেহাই পাবেন ৷

আরও পড়ুন : Covid Scare among Kolkata Police : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী

কলকাতা, 5 জানুয়ারি : উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ ৷ চিকিৎসক থেকে শুরু করে পুলিশ কর্মী, করোনার তৃতীয় ঢেউয়ে এনাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি ৷ একের পর এক আক্রান্ত হচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা (medicine shop for kolkata police) ৷

এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের (kolkata police news) । শহরের তিন জায়গায় 24 শতাংশ ছাড় দিয়ে এবার মিলবে যাবতীয় ওষুধ । তবে শর্ত একটাই, এই ছাড় পাবেন শুধুমাত্র পুলিশকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা ।

শুধুমাত্র পুলিশ কর্মীদের জন্য ডিসকাউন্টে মিলছে ওষুধ

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের চিড়িয়া মোড়ের বিটি লাইন, সল্টলেক কলকাতা পুলিশের আবাসন এবং আলিপুরে কলকাতা পুলিশ বডিগার্ড লাইনে রয়েছে এই ওষুধের দোকানগুলি ৷ গত বছর পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই ওষুধের দোকানগুলি করার প্রস্তাব দেওয়া হয় কলকাতা পুলিশকে । আর তারপর 12 দিন আগে এই ওষুধের দোকানগুলি চালু হয় ৷

এই ওষুধের দোকানগুলোতে করোনা-সহ সমস্ত রোগের ওষুধ পাওয়া যাচ্ছে ৷ ফলে স্বাভাবিকভাবেই খুশি কলকাতা পুলিশের কর্মীরা ৷ তাঁদের অভিমত, কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আমরা এইরকম ছাড় বাইরে কিংবা অন্যান্য বড় হাসপাতালের ওষুধের দোকানগুলিতেও পাই না । সব থেকে বড় কথা পরিবারের সদস্যরাও হয়রানি থেকে রেহাই পাবেন ৷

আরও পড়ুন : Covid Scare among Kolkata Police : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.