কলকাতা, 5 জানুয়ারি : উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ ৷ চিকিৎসক থেকে শুরু করে পুলিশ কর্মী, করোনার তৃতীয় ঢেউয়ে এনাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি ৷ একের পর এক আক্রান্ত হচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা (medicine shop for kolkata police) ৷
এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের (kolkata police news) । শহরের তিন জায়গায় 24 শতাংশ ছাড় দিয়ে এবার মিলবে যাবতীয় ওষুধ । তবে শর্ত একটাই, এই ছাড় পাবেন শুধুমাত্র পুলিশকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের চিড়িয়া মোড়ের বিটি লাইন, সল্টলেক কলকাতা পুলিশের আবাসন এবং আলিপুরে কলকাতা পুলিশ বডিগার্ড লাইনে রয়েছে এই ওষুধের দোকানগুলি ৷ গত বছর পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই ওষুধের দোকানগুলি করার প্রস্তাব দেওয়া হয় কলকাতা পুলিশকে । আর তারপর 12 দিন আগে এই ওষুধের দোকানগুলি চালু হয় ৷
এই ওষুধের দোকানগুলোতে করোনা-সহ সমস্ত রোগের ওষুধ পাওয়া যাচ্ছে ৷ ফলে স্বাভাবিকভাবেই খুশি কলকাতা পুলিশের কর্মীরা ৷ তাঁদের অভিমত, কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আমরা এইরকম ছাড় বাইরে কিংবা অন্যান্য বড় হাসপাতালের ওষুধের দোকানগুলিতেও পাই না । সব থেকে বড় কথা পরিবারের সদস্যরাও হয়রানি থেকে রেহাই পাবেন ৷
আরও পড়ুন : Covid Scare among Kolkata Police : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী