ETV Bharat / state

Security at Nabanna: বিশেষ নজরদারি, নবান্নে বসল অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা - নবান্ন

নবান্নে নিরাপত্তা স্তর বাড়ল আরও একটু ৷ এবার প্রতিদিন নবান্নে কতজন যাতায়াত করছেন তার হেড কাউন্টিং-এর জন্য বসানো হয়েছে বিশেষ ক্যামেরা ৷

Nabanna Security Policy
নবান্নে বসল অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা
author img

By

Published : Jun 22, 2023, 8:19 PM IST

কলকাতা, 22 জুন: নবান্নের অন্দরের নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রবেশ পথে এবং ভিতরে বসানো হল অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা। কারা আসছেন এবং কারা যাচ্ছেন, তারই নজরদারি করবে এই ক্যামেরা ৷ লালবাজার সূত্রের খবর, এই হেড কাউন্টিং ক্যামেরা আদতে 'নির্ভয়া প্রকল্প'-এর আওতাধীন একটি সুরক্ষা প্রকল্প।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতর হল নবান্ন। 24 ঘন্টার জন্যই নবান্ন নিরাপত্তার বলয়ে মোড়া থাকে। মূলত রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে দিনে কত জন লোক আসছেন, কতজন লোক বেরোচ্ছেন, কারা কারা আসছেন, তাঁরা কখন আসছেন এবং কখন বেরোচ্ছেন- যাবতীয় তথ্য সেই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর।

নিরাপত্তার স্বার্থে এখনই জানানো হয়নি যে, সঠিক ক'টি হেড কাউন্টিং ক্যামেরা নবান্নে বসানো হয়েছে। তবে নবান্নের গেটের বাইরে একটি হেড কাউন্টিং ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, এই ক্যামেরার যাবতীয় তথ্য সার্ভার মারফত কম্পিউটার এবং কন্ট্রোল রুমে পাওয়া যাবে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান যে, মূলত নবান্নের ভিতরে প্রতিদিন কত লোক আসছেন, তার একটি পরিসংখ্যান জানার জন্যই এই উদ্যোগ। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ক্যামেরা ইনস্টল করা হয়েছে। পরবর্তীকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যের অন্যান্য প্রশাসনিক দফতরেও এই ক্যামেরা ইনস্টল করা হতে পারে বলে খবর।

আরও পড়ুন: এত শান্তিতে মনোনয়ন আগে কখনও হয়নি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কিন্তু কিভাবে এই হেড কাউন্টিং ক্যামেরা কাজ করবে? এ বিষয়ে লালবাজার সূত্রে খবর, হেড কাউন্টিং ক্যামেরার মাধ্যমে যেখানে ক্যামেরাটি বসানো হয়েছে সেখান দিয়ে দিনে যত জন মানুষ ঢুকবেন তার আপডেট একটি বিশেষ সার্ভারের মাধ্যমে চলে আসবে পুলিশের কাছে। এছাড়াও পুলিশের মতে এই ক্যামেরার মাধ্যমে নবান্নের ভিতর নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। এই হেড কাউন্টিং ক্যামেরার যে তথ্য কন্ট্রোলরুমে জমা হবে, সেই তথ্য দেখার জন্য ইতিমধ্যেই দু'জন কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা, 22 জুন: নবান্নের অন্দরের নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রবেশ পথে এবং ভিতরে বসানো হল অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা। কারা আসছেন এবং কারা যাচ্ছেন, তারই নজরদারি করবে এই ক্যামেরা ৷ লালবাজার সূত্রের খবর, এই হেড কাউন্টিং ক্যামেরা আদতে 'নির্ভয়া প্রকল্প'-এর আওতাধীন একটি সুরক্ষা প্রকল্প।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতর হল নবান্ন। 24 ঘন্টার জন্যই নবান্ন নিরাপত্তার বলয়ে মোড়া থাকে। মূলত রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে দিনে কত জন লোক আসছেন, কতজন লোক বেরোচ্ছেন, কারা কারা আসছেন, তাঁরা কখন আসছেন এবং কখন বেরোচ্ছেন- যাবতীয় তথ্য সেই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর।

নিরাপত্তার স্বার্থে এখনই জানানো হয়নি যে, সঠিক ক'টি হেড কাউন্টিং ক্যামেরা নবান্নে বসানো হয়েছে। তবে নবান্নের গেটের বাইরে একটি হেড কাউন্টিং ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, এই ক্যামেরার যাবতীয় তথ্য সার্ভার মারফত কম্পিউটার এবং কন্ট্রোল রুমে পাওয়া যাবে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান যে, মূলত নবান্নের ভিতরে প্রতিদিন কত লোক আসছেন, তার একটি পরিসংখ্যান জানার জন্যই এই উদ্যোগ। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ক্যামেরা ইনস্টল করা হয়েছে। পরবর্তীকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যের অন্যান্য প্রশাসনিক দফতরেও এই ক্যামেরা ইনস্টল করা হতে পারে বলে খবর।

আরও পড়ুন: এত শান্তিতে মনোনয়ন আগে কখনও হয়নি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কিন্তু কিভাবে এই হেড কাউন্টিং ক্যামেরা কাজ করবে? এ বিষয়ে লালবাজার সূত্রে খবর, হেড কাউন্টিং ক্যামেরার মাধ্যমে যেখানে ক্যামেরাটি বসানো হয়েছে সেখান দিয়ে দিনে যত জন মানুষ ঢুকবেন তার আপডেট একটি বিশেষ সার্ভারের মাধ্যমে চলে আসবে পুলিশের কাছে। এছাড়াও পুলিশের মতে এই ক্যামেরার মাধ্যমে নবান্নের ভিতর নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। এই হেড কাউন্টিং ক্যামেরার যে তথ্য কন্ট্রোলরুমে জমা হবে, সেই তথ্য দেখার জন্য ইতিমধ্যেই দু'জন কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.