কলকাতা, 19 ডিসেম্বর: আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিধানসভায় এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীর সংখ্যা পর্যাপ্ত নয়। অধিবেশন চলাকালীন বিভিন্ন সময় তাদের কলকাতা পুলিশের সাহায্য নিতে হয় । এই অবস্থায় সংসদে অনুপ্রবেশের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে বিধানসভা কর্তৃপক্ষ ৷ মঙ্গলবারই বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ।
নিরাপত্তা বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ৷ বিধানসভায় কলকাতা পুলিশের আউট পোস্ট তৈরি করা হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে । সূত্রের খবর এদিন বৈঠকে উঠে এসেছে বিধানসভায় কলকাতা পুলিশের আউটপোস্ট তৈরির প্রসঙ্গ । বিধানসভার নিরাপত্তা খতিয়ে দেখতে তৈরি হচ্ছে একটি বিশেষ কমিটি ৷ সেই কমিটিতে থাকবে কলকাতা পুলিশের পদস্থ অফিসারেরাও । কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা প্রসঙ্গে এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় যে সমস্ত লোকজন আসে বিশেষত বিধায়কদের সঙ্গে অনেক অতিথিরা আসেন ৷ এসবের মধ্যেও আমাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় সেই ব্যপারে আলোচনা হয়েছে।" নতুন যে নিয়ম বুলেটিন আকারে আগামিদিনে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সর্বদল বৈঠকেও তুলে ধরা হবে ।
একইসঙ্গে এদিন বিধানসভার নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । লোকসভার নিরাপত্তা লঙ্ঘন নিয়ে গোটা দেশেই চর্চা হচ্ছে । দেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নগরপাল । এই বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বলেন, "কলকাতা পুলিশ নিরাপত্তার দিক থেকে যথেষ্ট কড়া । স্পেশাল ব্রাঞ্চ হাইকোর্ট, বিধানসভা, নবান্ন সমস্ত জায়গার নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়। তবে সব ঘটনাই শিক্ষা দেয়। সংসদের এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আগামিদিনে নিরাপত্তা বিষয়টি আরও খতিয়ে দেখব।"
আরও পড়ুন: