ETV Bharat / state

Biman Banerjee: 'সংসদীয় গণতন্ত্রের কাঠামো রক্ষায় আমরা সমর্থ ? পর্যালোচনা উচিত', দেশের নাম বদলে উষ্মা অধ্যক্ষের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 7:23 PM IST

Updated : Sep 5, 2023, 8:03 PM IST

Biman on India Name Change: সংসদীয় গণতন্ত্রের কাঠামো রক্ষায় আমরা কতটা সমর্থ তা এ বার পর্যালোচনার সময় এসেছে ৷ দেশের নাম বদল নিয়ে বলতে গিয়ে এ কথা বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

Biman Banerjee
বিমান বন্দ্যোপাধ্যায়
দেশের নাম বদলে উষ্মা প্রকাশ অধ্যক্ষের

কলকাতা, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে আজই ধনধান্য অডিটোরিয়াম থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার তা নিয়েই কেন্দ্রকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই ঘটা করে জন্মাষ্টমী পালন করা হয় বিধানসভায় ৷ আগামিকাল, অর্থাৎ বুধবারও সেখানে জন্মাষ্টমী পুজো রয়েছে । তারই প্রস্তুতি দেখতে এসে সংবাদমাধ্যমের সামনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেশের নাম বদলের প্রচেষ্টা নিয়ে উষ্মা প্রকাশ করেন ৷

তিনি বলেন, "আপনারা সংবিধান পড়ে দেখবেন ৷ সেখানে লেখা রয়েছে 'ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া'। আমাদের দেশ গোটা পৃথিবীতে ইন্ডিয়া বলেই পরিচিত । কেন সেটাকে বদল করে ভারত করা হচ্ছে আমি জানি না । কী উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে তাও আমরা জানি না । তবে একটা কথা বলতে পারি, যে ভাবে একটার পর একটা পরিবর্তন আনা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত । ভারতীয় সংবিধানের মূল কাঠামোর উপর আঘাত হেনে বাস্তবে শেষ পর্যন্ত বিধানসভা বা লোকসভার স্বাধীনতা থাকবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ।"

অধ্যক্ষ মনে করছেন, সাম্প্রতিক সময় কেন্দ্রীয় সরকারের যা ভূমিকা, তাতে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলির অস্তিত্ব সংকটের মুখে পড়ে যেতে পারে । একইভাবে লোকসভার স্বাধীনতাও প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করেন অধ্যক্ষ ।

তিনি বলেন, "গোটা দেশজুড়ে এই মুহূর্তে পর্যালোচনার বিষয় হল দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে কি না ! এই মুহূর্তে এক দেশ এক ভোটের কথা বলা হচ্ছে । আগামী দিনে এক দেশ এক দল বলা হবে কি না জানি না ।"

তিনি মনে করছেন কেন্দ্রীয় সরকারের এ হেন আচরণে দেশের মানুষ আতঙ্কিত । এ দিন অধ্যক্ষ এ বিষয়ে বলেন, "গোটা দেশে এই মুহূর্তে পর্যালোচনার সময় এসেছে সংসদীয় গণতন্ত্রের যে মূল ভিত্তি তাকে আমরা বজায় রাখতে পারছি কি না । বিষয়টি নিয়ে ভারতের স্পিকারদের আরেকবার আলোচনা করতে হবে, সংসদীয় গণতন্ত্রের যে মূল্য তা আমরা আদৌ রক্ষা করতে পারছি কি না ।"

আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

দেশের নাম বদলে উষ্মা প্রকাশ অধ্যক্ষের

কলকাতা, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে আজই ধনধান্য অডিটোরিয়াম থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার তা নিয়েই কেন্দ্রকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই ঘটা করে জন্মাষ্টমী পালন করা হয় বিধানসভায় ৷ আগামিকাল, অর্থাৎ বুধবারও সেখানে জন্মাষ্টমী পুজো রয়েছে । তারই প্রস্তুতি দেখতে এসে সংবাদমাধ্যমের সামনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেশের নাম বদলের প্রচেষ্টা নিয়ে উষ্মা প্রকাশ করেন ৷

তিনি বলেন, "আপনারা সংবিধান পড়ে দেখবেন ৷ সেখানে লেখা রয়েছে 'ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া'। আমাদের দেশ গোটা পৃথিবীতে ইন্ডিয়া বলেই পরিচিত । কেন সেটাকে বদল করে ভারত করা হচ্ছে আমি জানি না । কী উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে তাও আমরা জানি না । তবে একটা কথা বলতে পারি, যে ভাবে একটার পর একটা পরিবর্তন আনা হচ্ছে তাতে আমরা আতঙ্কিত । ভারতীয় সংবিধানের মূল কাঠামোর উপর আঘাত হেনে বাস্তবে শেষ পর্যন্ত বিধানসভা বা লোকসভার স্বাধীনতা থাকবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ।"

অধ্যক্ষ মনে করছেন, সাম্প্রতিক সময় কেন্দ্রীয় সরকারের যা ভূমিকা, তাতে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলির অস্তিত্ব সংকটের মুখে পড়ে যেতে পারে । একইভাবে লোকসভার স্বাধীনতাও প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করেন অধ্যক্ষ ।

তিনি বলেন, "গোটা দেশজুড়ে এই মুহূর্তে পর্যালোচনার বিষয় হল দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হবে কি না ! এই মুহূর্তে এক দেশ এক ভোটের কথা বলা হচ্ছে । আগামী দিনে এক দেশ এক দল বলা হবে কি না জানি না ।"

তিনি মনে করছেন কেন্দ্রীয় সরকারের এ হেন আচরণে দেশের মানুষ আতঙ্কিত । এ দিন অধ্যক্ষ এ বিষয়ে বলেন, "গোটা দেশে এই মুহূর্তে পর্যালোচনার সময় এসেছে সংসদীয় গণতন্ত্রের যে মূল ভিত্তি তাকে আমরা বজায় রাখতে পারছি কি না । বিষয়টি নিয়ে ভারতের স্পিকারদের আরেকবার আলোচনা করতে হবে, সংসদীয় গণতন্ত্রের যে মূল্য তা আমরা আদৌ রক্ষা করতে পারছি কি না ।"

আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

Last Updated : Sep 5, 2023, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.