ETV Bharat / state

BJP-তে নতুন দায়িত্ব পেতে চলেছেন শোভন-বৈশাখি - baishakhi banerjee

কলকাতা উত্তর ও দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে শোভনকে৷ আর BJP-র বুদ্ধিজীবী সেলের সভানেত্রী হচ্ছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়।

BJP-র বুদ্ধিজীবী সেল
BJP-র বুদ্ধিজীবী সেল
author img

By

Published : Nov 21, 2020, 10:54 PM IST

কলকাতা, 21 নভেম্বর : অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠকের পর এখনও কাটেনি 24 ঘণ্টা৷ ইতিমধ্যেই নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে৷ BJP সূত্রে খবর, কলকাতা উত্তর ও দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনকে৷ আর BJP-র বুদ্ধিজীবী সেলের সভানেত্রী হচ্ছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘনিষ্ঠ একংশের সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে কলকাতায় দলকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর BJP৷ আর সেই কারণেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চলতি সপ্তাহেই শোভন-বৈশাখি সঙ্গে গোলপার্কের বাড়িতে বৈঠক করতে পারেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে দিলীপ ঘনিষ্ঠ একাংশের তরফে৷

বাংলায় বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে মরিয়া BJP। বারে বারেই সামনে উঠে এসেছে BJP-র সেই প্রচেষ্টা৷ কখনও শোভনের গোলপার্কের বাড়িতে দৌড়ে গেছেন মুুকুল রায় তো আবার রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়৷ গতকাল রাত 9 টায় শোভনের গোলপার্কের বাড়ি বয়ে গিয়ে দেখা করেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ও রাজ্যের সাধারণ সম্পাদক( সংগঠন) অমিতাভ চক্রবর্তী। প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক চলে । শোভনবাবুর সঙ্গে দেখা করার পাশাপাশি দুই BJP নেতা বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটার উপহার তুলে দেন। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার আবেদনও করেন। শোভন ঘনিষ্ঠ সূত্রে খবর, সেই প্রস্তাবে রাজি হয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়। দলীয় কাজে যোগ দিতে পারেন দু'জনেই।

মূলত, উত্তর-দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলায় BJP-র সংগঠন খুবই দুর্বল। এদিকে এই দুই জেলায় শোভন চট্টোপাধ্যায়ের ভালো প্রভাব আছে। তাঁর প্রচুর লোকবলও আছে। তাই তাঁর পরামর্শ মেনে 2021-এর বিধানসভা নির্বাচনে কাজ করতে চায় BJP। এবিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি বলেন, "আমি নিজে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাই। BJP তাঁদের দু'জনকেই কাজে লাগাবে। তারা চাইলে আমি নিজে দুজনের সঙ্গে কথা বলব।"

কলকাতা, 21 নভেম্বর : অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠকের পর এখনও কাটেনি 24 ঘণ্টা৷ ইতিমধ্যেই নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে৷ BJP সূত্রে খবর, কলকাতা উত্তর ও দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনকে৷ আর BJP-র বুদ্ধিজীবী সেলের সভানেত্রী হচ্ছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘনিষ্ঠ একংশের সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে কলকাতায় দলকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর BJP৷ আর সেই কারণেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চলতি সপ্তাহেই শোভন-বৈশাখি সঙ্গে গোলপার্কের বাড়িতে বৈঠক করতে পারেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্তত এমনটাই ইঙ্গিত মিলেছে দিলীপ ঘনিষ্ঠ একাংশের তরফে৷

বাংলায় বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে মরিয়া BJP। বারে বারেই সামনে উঠে এসেছে BJP-র সেই প্রচেষ্টা৷ কখনও শোভনের গোলপার্কের বাড়িতে দৌড়ে গেছেন মুুকুল রায় তো আবার রাজ্য BJP-র পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়৷ গতকাল রাত 9 টায় শোভনের গোলপার্কের বাড়ি বয়ে গিয়ে দেখা করেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ও রাজ্যের সাধারণ সম্পাদক( সংগঠন) অমিতাভ চক্রবর্তী। প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক চলে । শোভনবাবুর সঙ্গে দেখা করার পাশাপাশি দুই BJP নেতা বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটার উপহার তুলে দেন। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার আবেদনও করেন। শোভন ঘনিষ্ঠ সূত্রে খবর, সেই প্রস্তাবে রাজি হয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়। দলীয় কাজে যোগ দিতে পারেন দু'জনেই।

মূলত, উত্তর-দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলায় BJP-র সংগঠন খুবই দুর্বল। এদিকে এই দুই জেলায় শোভন চট্টোপাধ্যায়ের ভালো প্রভাব আছে। তাঁর প্রচুর লোকবলও আছে। তাই তাঁর পরামর্শ মেনে 2021-এর বিধানসভা নির্বাচনে কাজ করতে চায় BJP। এবিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি বলেন, "আমি নিজে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাই। BJP তাঁদের দু'জনকেই কাজে লাগাবে। তারা চাইলে আমি নিজে দুজনের সঙ্গে কথা বলব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.