ETV Bharat / state

"বাজে কথা", শোভন, বৈশাখির দল ছাড়ার জল্পনা ওড়ালেন মুকুল - শোভন চট্টোপাধ্যায়

শোভন-বৈশাখির দলছাড়ার জল্পনা ওড়ালেন BJP নেতা মুকুল রায় । বললেন, "শোভন, বৈশাখি দল ছাড়ছে, এসব বাজে কথা । ওরা BJP-তে ছিল । BJP-তেই আছে ।"

বৈঠকে শোভন-মুকুল
author img

By

Published : Sep 3, 2019, 11:16 AM IST

Updated : Sep 3, 2019, 3:33 PM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : শোনা যাচ্ছিল তাঁরা দল ছাড়বেন । ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথাও বলেন । জল্পনা উঠছিল, তবে কি যোগদানের একমাসের মধ্যেই দল ছাড়বেন শোভন-বৈশাখি? এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে নামেন মুকুল রায় । দিল্লিতে গতকাল শোভন ও বৈশাখির সঙ্গে বৈঠক শেষ তিনি বলেন, "শোভন, বৈশাখি দল ছাড়ছে, এসব বাজে কথা । ওরা BJP-তে ছিল । BJP-তেই আছে ।"

14 অগাস্ট দিল্লিতে BJP-র কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । ওইদিনই BJP-র সদর দপ্তরে গেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । জল্পনা ছড়ায় তিনি নাকি BJP-তে যোগ দেবেন । কিন্তু, দেবশ্রীর দলবদলে নাকি বাধা হয়ে দাঁড়ান শোভন-বৈশাখি ।

sovan
বৈঠক শেষে মুকুলের সঙ্গে শোভন-বৈশাখি

এই সংক্রান্ত খবর : সবাই একমত হলেই দলে নেওয়া হবে, দেবশ্রী প্রসঙ্গে দিলীপ

এরই মধ্যে বৃহস্পতিবার (29 অগাস্ট) রাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র আবাসনে একটি বৈঠক হয় । সেখানে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখি বন্দ্যোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন ও জয়প্রকাশ মজুমদার । বৈঠকে দু-এক কথাও শোনান কৈলাস । সূত্রের খবর, তাঁর আক্রমণের লক্ষ্যে ছিলেন বৈশাখি । কৈলাস মনে করেন, দেবশ্রীকে দলে ঢুকতে বাধা দিচ্ছেন বৈশাখি । সেই বাধা আর মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ।

শোভন-বৈশাখির দলছাড়ার জল্পনা ওড়ালেন BJP নেতা মুকুল রায়

এই সংক্রান্ত খবর : দুই জেলার দায়িত্বে আসছেন শোভন, বিধানসভাতেও নেবেন বড় ভূমিকা !

এরপরই ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথা বলেন শোভন চট্টোপাধ্যায় । সূত্রের খবর, BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এবিষয়ে বৈঠকও করেন শোভন চট্টোপাধ্যায় । নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি । এবিষয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথাও বলেন নাড্ডা ।

এই সংক্রান্ত খবর : শোভনে আস্থা দিলীপের !

এরপরই গতরাতে দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে আসেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । কয়েকঘণ্টা বৈঠকও করেন তাঁরা । বৈঠক শেষ শোভন-বৈশাখির দলছাড়ার জল্পনা উড়িয়ে দেন মুকুল রায় । বলেন, "শোভন, বৈশাখি দল ছাড়ছে, এসব বাজে কথা । ওরা BJP-তে ছিল । BJP-তেই আছে । আমাদের মধ্যে আজ বহু বিষয়ে আলোচনা হয়েছে । আগামীদিন কী হবে, সেটা ভবিষ্যৎ বলবে ।"

দিল্লি, 3 সেপ্টেম্বর : শোনা যাচ্ছিল তাঁরা দল ছাড়বেন । ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথাও বলেন । জল্পনা উঠছিল, তবে কি যোগদানের একমাসের মধ্যেই দল ছাড়বেন শোভন-বৈশাখি? এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে নামেন মুকুল রায় । দিল্লিতে গতকাল শোভন ও বৈশাখির সঙ্গে বৈঠক শেষ তিনি বলেন, "শোভন, বৈশাখি দল ছাড়ছে, এসব বাজে কথা । ওরা BJP-তে ছিল । BJP-তেই আছে ।"

14 অগাস্ট দিল্লিতে BJP-র কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । ওইদিনই BJP-র সদর দপ্তরে গেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । জল্পনা ছড়ায় তিনি নাকি BJP-তে যোগ দেবেন । কিন্তু, দেবশ্রীর দলবদলে নাকি বাধা হয়ে দাঁড়ান শোভন-বৈশাখি ।

sovan
বৈঠক শেষে মুকুলের সঙ্গে শোভন-বৈশাখি

এই সংক্রান্ত খবর : সবাই একমত হলেই দলে নেওয়া হবে, দেবশ্রী প্রসঙ্গে দিলীপ

এরই মধ্যে বৃহস্পতিবার (29 অগাস্ট) রাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র আবাসনে একটি বৈঠক হয় । সেখানে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখি বন্দ্যোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন ও জয়প্রকাশ মজুমদার । বৈঠকে দু-এক কথাও শোনান কৈলাস । সূত্রের খবর, তাঁর আক্রমণের লক্ষ্যে ছিলেন বৈশাখি । কৈলাস মনে করেন, দেবশ্রীকে দলে ঢুকতে বাধা দিচ্ছেন বৈশাখি । সেই বাধা আর মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ।

শোভন-বৈশাখির দলছাড়ার জল্পনা ওড়ালেন BJP নেতা মুকুল রায়

এই সংক্রান্ত খবর : দুই জেলার দায়িত্বে আসছেন শোভন, বিধানসভাতেও নেবেন বড় ভূমিকা !

এরপরই ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথা বলেন শোভন চট্টোপাধ্যায় । সূত্রের খবর, BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এবিষয়ে বৈঠকও করেন শোভন চট্টোপাধ্যায় । নিজেদের মধ্যে মতবিরোধ মিটিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি । এবিষয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথাও বলেন নাড্ডা ।

এই সংক্রান্ত খবর : শোভনে আস্থা দিলীপের !

এরপরই গতরাতে দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে আসেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । কয়েকঘণ্টা বৈঠকও করেন তাঁরা । বৈঠক শেষ শোভন-বৈশাখির দলছাড়ার জল্পনা উড়িয়ে দেন মুকুল রায় । বলেন, "শোভন, বৈশাখি দল ছাড়ছে, এসব বাজে কথা । ওরা BJP-তে ছিল । BJP-তেই আছে । আমাদের মধ্যে আজ বহু বিষয়ে আলোচনা হয়েছে । আগামীদিন কী হবে, সেটা ভবিষ্যৎ বলবে ।"

Intro:
03-09-19

সুজয় ঘোষ, কলকাতা




কলকাতা: মুকুল রায়ের হস্তক্ষেপ আপাতত বিজেপি ছাড়ছেন না শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়।
কাল রাতে দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে দফায় দফায় বৈঠক করেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়। সেই বৈঠকে শোভন- বৈশাখী তারা একাধিক বিষয়ে মতামত দেয়। তাদের মূল কী সমস্যা। সেটা নিয়েও আলোচণা হয়। দুই পক্ষের মধ্যেই। এর পরই শোভন- বৈশাখী জানিয়েদেয় তারা বিজেপি ছাড়ছে না। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।



সূত্রের খবর,তবে শোভন-বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর তরফে বিজেপির কার্যকারি সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও শোভন-বৈশাখী দেখা করেছেন বলেও খবর। তার পর বিজেপির সঙ্গে যে মতবিরোধ তৈরি হয়েছিলো। সেটা পুরোপুরি মিটে গিয়েছে। তবে জেপি নাড্ডাও তাদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।


জেপি নাড্ডা ইতিমধ্যেই ফোনে দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলেছেন। এই বিষয়ে যা সমস্য তা নিজেরা বসে মিটিয়ে নিতে বলেছেন।


মুকুল রায় বলেন, " শোভন- বৈশাখীর সমস্যা মিটে গিয়েছে। ছোট- খাটো যে ভুল বোঝা বুঝি আছে সেটা আমরা পুরোপুরি মিটিয়ে নিতে চাই"Body:কপিConclusion:
Last Updated : Sep 3, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.