কলকাতা, 14 অক্টোবর : BCCI সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসার পরই উচ্ছ্বসিত তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷
বললেন, "গতকালই বিষয়টি চুড়ান্ত হতেই ফোন করেছিলেন মহারাজ । খবরটা সত্যিই আনন্দের । স্ত্রী হিসেবে আনন্দিত আমি । উনি অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে একটা শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছিলেন ৷ সৌরভের কড়া মেজাজের নের্তৃত্ব আমি দেখেছি ৷ সেভাবেই দক্ষ হাতে ভারতীয় বোর্ডকে সামলাবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত ৷ CAB প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজ করেছেন ৷ আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও ভালো কাজ করবেন মহারাজ ৷ দশ মাস মেয়াদের কথা তিনি মাথায় রাখবেন না বলে নিশ্চিত আমি ৷ যতটুকু সময় পাবেন পুরোটাই কাজে লাগাবেন মহারাজ ৷"
ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, মেয়াদের কথা মাথায় রাখবেন না সৌরভ ৷ তিনি দক্ষ হাতে সামলাবেন দায়িত্ব ৷