ETV Bharat / state

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজ করবেন মহারাজ, বললেন ডোনা - ডোনা গঙ্গোপাধ্যায়

সম্প্রতি BCCI-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উচ্ছ্বাস ধরা পড়েছে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের গলাতে ৷

সৌরভ ও ডোনা
author img

By

Published : Oct 14, 2019, 10:02 PM IST

Updated : Oct 14, 2019, 10:35 PM IST

কলকাতা, 14 অক্টোবর : BCCI সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসার পরই উচ্ছ্বসিত তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷

বললেন, "গতকালই বিষয়টি চুড়ান্ত হতেই ফোন করেছিলেন মহারাজ । খবরটা সত্যিই আনন্দের । স্ত্রী হিসেবে আনন্দিত আমি । উনি অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে একটা শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছিলেন ৷ সৌরভের কড়া মেজাজের নের্তৃত্ব আমি দেখেছি ৷ সেভাবেই দক্ষ হাতে ভারতীয় বোর্ডকে সামলাবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত ৷ CAB প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজ করেছেন ৷ আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও ভালো কাজ করবেন মহারাজ ৷ দশ মাস মেয়াদের কথা তিনি মাথায় রাখবেন না বলে নিশ্চিত আমি ৷ যতটুকু সময় পাবেন পুরোটাই কাজে লাগাবেন মহারাজ ৷"

ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, মেয়াদের কথা মাথায় রাখবেন না সৌরভ ৷ তিনি দক্ষ হাতে সামলাবেন দায়িত্ব ৷

কলকাতা, 14 অক্টোবর : BCCI সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসার পরই উচ্ছ্বসিত তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷

বললেন, "গতকালই বিষয়টি চুড়ান্ত হতেই ফোন করেছিলেন মহারাজ । খবরটা সত্যিই আনন্দের । স্ত্রী হিসেবে আনন্দিত আমি । উনি অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে একটা শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছিলেন ৷ সৌরভের কড়া মেজাজের নের্তৃত্ব আমি দেখেছি ৷ সেভাবেই দক্ষ হাতে ভারতীয় বোর্ডকে সামলাবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত ৷ CAB প্রেসিডেন্ট হিসেবে ভালো কাজ করেছেন ৷ আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও ভালো কাজ করবেন মহারাজ ৷ দশ মাস মেয়াদের কথা তিনি মাথায় রাখবেন না বলে নিশ্চিত আমি ৷ যতটুকু সময় পাবেন পুরোটাই কাজে লাগাবেন মহারাজ ৷"

ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, মেয়াদের কথা মাথায় রাখবেন না সৌরভ ৷ তিনি দক্ষ হাতে সামলাবেন দায়িত্ব ৷

Kolkata, Oct 14 (ANI): Nirmala Banerjee, mother of Abhijit Banerjee who was awarded Nobel Prize 2019 for Economics along with his wife Esther Duflo and USA's Michael Kremer expressed her happiness. While talking to ANI, She said, "I am very happy". Indian-born economist Abhijit Banerjee, his French-American wife Esther Duflo and the US' Michael Kremer were awarded the Nobel Prize for Economic Sciences for their experimental approach to alleviate global poverty.
Last Updated : Oct 14, 2019, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.