কলকাতা, 21 নভেম্বর: পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘোষণার সঙ্গে সঙ্গে এদিন মহারাজের হাতে এই সংক্রান্ত সরকারি চিঠিও তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চে এদিন মুখ্যমন্ত্রীর পাশেই বসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন রাজ্য কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন না ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বিষয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছিল অভিনেতা তথা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ৷ এবার সৌরভকে এই পদের জন্য বেছে নিলেন মমতা ৷ তবে, শাহরুখ এখনও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে থাকছেন কি না, সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷
মঙ্গলবারের অনুষ্ঠানে শাহরুখ খানের প্রসঙ্গ তোলেনওনি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠানের শেষলগ্নে মুখ্যমন্ত্রী নিজেই প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে ৷ এদিন মমতা বলেন, "সৌরভ একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ৷ তিনি নতুন প্রজন্মের জন্য ভালো কাজ করবেন ৷ আমি তাঁর নাম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদের জন্য ঘোষণা করছি ৷"
এর আগে রাজ্যের পর্যটন শিল্পের মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অভিনেতা তথা সাংসদ দেবের নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক বরাবরই সৌজন্যের ৷ সৌরভের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা জল্পনা চললেও তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক বরাবরই বজায় রয়েছে ৷ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়েও তাঁর সফরসঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ স্পেন থেকে তিনি রাজ্যের ইস্পাত শিল্পে বিনিয়োগের কথাও ঘোষণা করেছিলেন ৷
এদিনের বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "যখনই উনি আমায় টিভিতে দেখেন, আমায় মেসেজ করেন ৷ আমি মেসেজ করলেও তিনি এক মিনিটের মধ্যে উত্তর দেন ৷ ওনার উত্তর দিতে কখনও দেরি হয় না ৷" শিল্পপতিদের উদ্দেশ্যে এদিন এরাজ্যে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান সৌরভ ৷ করেন রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির প্রশংসাও ৷
আরও পড়ুন:
আগামী 3 বছরে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স, সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির