ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে বাম সমাজকর্মীদের জামিনের আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি সৌমিত্র-অপর্ণা সেনদের

বহুদিন থেকেই জেলে বন্দী ভারাভারা রাও , সুধা ভরদ্বাজ , সোমা সেন-সহ 11 জন বাম সমাজকর্মী । কোরোনা পরিস্থিতিতে তাঁদের জীবনের কথা চিন্তা করে মানবিকতার খাতিরে জামিনের আবেদন মঞ্জুর করা হোক । এই দাবি জানিয়ে 16 জুন ইন্ডিয়ান কালচারাল ফোরাম প্ল্যাটফর্মের তরফ থেকে কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে ।

seeking-bail-of-activists
সৌমিত্র-অপর্ণা সেন
author img

By

Published : Jun 21, 2020, 4:37 AM IST

কলকাতা , 20 জুন : কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে । প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত । মৃত্যুও বাড়ছে । এই পরিস্থিতিতে বাম নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক , এই দাবিতে কেন্দ্রীয় সরকারকে খোলা চিঠি দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ,অপর্ণা সেন-সহ 500 জন বিশিষ্ট ব্যক্তি । বাম মনোভাবাপন্ন কবি ও লেখক ভারাভারা রাও , সুধা ভরদ্বাজ , সোমা সেন , গৌতম নবলাক্ষা , মহেশ রাউত-সহ মোট 11 জন সমাজকর্মীকে বহুদিন থেকে জেলবন্দী করে রাখা হয়েছে । চিঠিতে তাঁদের নাম উল্লেখ করে মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা ।

এই নেতা-সমাজসেবীরা অধিকাংশই মহারাষ্ট্র জেলে বন্দী । কয়েকদিন আগেই সেখানে কয়েকজন বন্দীর কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । এই প্রসঙ্গ চিঠিতে উল্লেখ করা হয়েছে । 16 জুন ইন্ডিয়ান কালচারাল ফোরাম প্ল্যাটফর্মের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে ।

ওই 11 জন বাম সমাজকর্মী ছাড়াও চিঠিতে উল্লেখ রয়েছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মী সাফুরা জ়ারগার এবং আসামের মানবাধিকার কর্মী অখিল গোগোই । সন্তান সম্ভবা সাফুরা জ়ারগার-কে ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে CAA-এর বিরোধিতা করেছিল । গোগোই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে । চিঠিতে তাঁদের কথা উল্লেখ করে বলা হয়েছে , " তাঁরা দোষী সাব্যস্ত যেমন হয়নি তেমন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেনি ।" তাই মানবিকতার খাতিরে কোরোনা পরিস্থিতে তাঁদের জীবনের কথা চিন্তা করে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে চিঠিতে ।

ইতিমধ্যেই 80 বছরের বৃদ্ধ ভারভারা রাও অসুস্থ । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । পাশাপাশি এই কোরোনা পরিস্থিতিতে সন্তানসম্ভবা সফুরার শরীর নিয়েও তাঁরা উদ্বিগ্ন । অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন , "কোরোনা পরিস্থিতিতে আমরা তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত । কেন্দ্র ও রাজ্যের এই বিষয়টির উপরে নজর দেওয়া উচিত ।"

কলকাতা , 20 জুন : কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে । প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত । মৃত্যুও বাড়ছে । এই পরিস্থিতিতে বাম নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক , এই দাবিতে কেন্দ্রীয় সরকারকে খোলা চিঠি দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ,অপর্ণা সেন-সহ 500 জন বিশিষ্ট ব্যক্তি । বাম মনোভাবাপন্ন কবি ও লেখক ভারাভারা রাও , সুধা ভরদ্বাজ , সোমা সেন , গৌতম নবলাক্ষা , মহেশ রাউত-সহ মোট 11 জন সমাজকর্মীকে বহুদিন থেকে জেলবন্দী করে রাখা হয়েছে । চিঠিতে তাঁদের নাম উল্লেখ করে মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা ।

এই নেতা-সমাজসেবীরা অধিকাংশই মহারাষ্ট্র জেলে বন্দী । কয়েকদিন আগেই সেখানে কয়েকজন বন্দীর কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । এই প্রসঙ্গ চিঠিতে উল্লেখ করা হয়েছে । 16 জুন ইন্ডিয়ান কালচারাল ফোরাম প্ল্যাটফর্মের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে ।

ওই 11 জন বাম সমাজকর্মী ছাড়াও চিঠিতে উল্লেখ রয়েছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মী সাফুরা জ়ারগার এবং আসামের মানবাধিকার কর্মী অখিল গোগোই । সন্তান সম্ভবা সাফুরা জ়ারগার-কে ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে CAA-এর বিরোধিতা করেছিল । গোগোই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে । চিঠিতে তাঁদের কথা উল্লেখ করে বলা হয়েছে , " তাঁরা দোষী সাব্যস্ত যেমন হয়নি তেমন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেনি ।" তাই মানবিকতার খাতিরে কোরোনা পরিস্থিতে তাঁদের জীবনের কথা চিন্তা করে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে চিঠিতে ।

ইতিমধ্যেই 80 বছরের বৃদ্ধ ভারভারা রাও অসুস্থ । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । পাশাপাশি এই কোরোনা পরিস্থিতিতে সন্তানসম্ভবা সফুরার শরীর নিয়েও তাঁরা উদ্বিগ্ন । অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন , "কোরোনা পরিস্থিতিতে আমরা তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত । কেন্দ্র ও রাজ্যের এই বিষয়টির উপরে নজর দেওয়া উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.