কলকাতা, 23 নভেম্বর : ক্ষোভের বরফ গলাতে ফের শুভেন্দুর সঙ্গে বৈঠক৷ তবে এবার তাঁর সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায়। কলকাতার তৃণমূল ভবনে হয় সেই বৈঠক। সূত্রের খবর, শুভেন্দুর দাবিকে মান্যতা দেওয়ার জন্য দলীয় বৈঠকে তৈরি করা হয়েছে একটি তালিকা ৷ সেই তালিকা সঙ্গে নিয়েই বৈঠকে বসেন সৌগত রায়।
শুভেন্দু-সৌগতের বৈঠকের আগে আজ দুপুরে তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতারা একপ্রস্থ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায়, সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু, দোলা সেন প্রমুখ। তৃণমূল সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর৷
গত বৈঠকে শুভেন্দু অধিকারী নিজের ক্ষোভের কারণ খোলসা করেছেন বলেই খবর। জেলা পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষুব্ধ তিনি। এর পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, আজকের দলীয় বৈঠকে শুভেন্দুর পর্যবেক্ষক পদ থাকার বিষয়ে যৌক্তিকতা দেখছেন নেতৃত্ব। কারণ, তাঁর নেতৃত্বে বিগত নির্বাচনগুলোতে ভালো ফল করেছে তৃণমূল। শুভেন্দু দলের প্রতি বিরাগভাজন হন এটা চাইছে না শীর্ষ নেতৃত্ব। তাই সমাধানের জন্য এদিন তাঁর কোন দাবিগুলোকে মান্যতা দেওয়া হবে তার একটা তালিকা তৈরি করা হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। বিশেষ এই বৈঠকে সমাধান সূত্র মিলতে পারে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ।