কলকাতা, 22 অগস্ট: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (Somen Mitra) স্ত্রী শিখা মিত্রের (Sikha Mitra) সঙ্গে ক্রমেই দূরত্ব কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শিখা মিত্র তৃণমূলে ফিরছেন বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ যদিও তা উড়িয়ে দিয়েছেন তাঁর ছেলে রোহন মিত্র (Rohon Mitra)।
সম্প্রতি সোমেন জায়াকে ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো । এরপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের বরফ অনেকটাই গলতে শুরু করেছে । সোমেন জায়া জানিয়েছেন, তৃণমূল নেত্রী তাঁকে দলত্যাগ করতে বললে, সেই অনুরোধ ফেলতে পারবেন না তিনি । যদিও মায়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সোমেন-পুত্র রোহন মিত্র । আর এই নিয়েই মতবিরোধ দেখা গিয়েছে মা ও ছেলের মধ্যে ।
সোমেন মিত্র তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শিখা ছিলেন এন্টালির বিধায়ক । সোমেন মিত্র ফের কংগ্রেসে ফেরায়, দূরত্ব বাড়ে মমতা-শিখার । তবে অতীতকে পিছনে ফেলে সামনে এগোতে চাইছেন দু‘জনেই ৷ আর তাই আবার এই দুই নেত্রী পরস্পরের কাছাকাছি এসেছেন ।
আরও পড়ুন: Duare Sarkar : বিরোধিতা ভুলে দুয়ারে সরকার প্রকল্পে সাহায্যের হাত বাড়ালেন সিপিআইএম নেতা
এমনও শোনা যাচ্ছে, শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন শিখা মিত্র । এখনও পর্যন্ত যা খবর, আগামী সোমবার নবান্নে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি । তারপর তাঁকে তৃণমূল কংগ্রেসের বঙ্গজননী সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর ।
আরও পড়ুন: কোন পথে সোমেন পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ ?
যদিও মায়ের এখনই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র (Rohon Mitra)। বরং তিনি মনে করছেন, আগামীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত না-হয়ে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাঁর মা ।
সে ক্ষেত্রে রাজ্যবাসীর চোখ থাকবে সোমবারের দিকে । সোমবার সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র তৃণমূলে যোগদান করছেন বলে রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত সত্যি হয় কি না সেটাই দেখার ৷
আরও পড়ুন : John Barla : প্রতারণা ও অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ, অবশেষে মুখ খুললেন জন বার্লা