ETV Bharat / state

জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন বিমান বসু : সোমেন - cpim

"নরেন্দ্র মোদি যেমন দেশের চৌকিদারি করছেন, বিমান বসু জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন। আশা করব কারা টাকা নিয়েছেন, কীভাবে টাকা নিয়েছেন তা উনি পরিষ্কার করে বলবেন।" আজ সাংবাদিক বৈঠকে বিমান বসুকে আক্রমণ করে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র
author img

By

Published : Mar 24, 2019, 9:39 PM IST

কলকাতা, 24 মার্চ : "নরেন্দ্র মোদি যেমন দেশের চৌকিদারি করছেন, বিমান বসু জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন। আশা করব কারা টাকা নিয়েছেন, কীভাবে টাকা নিয়েছেন তা উনি পরিষ্কার করে বলবেন।" জোট ইশুতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এর আগে গতকাল সাংবাদিক বৈঠকে বিমানবাবু বলেছিলেন, "আমরা চেয়েছিলাম তৃণমূল ও BJP বিরোধী ভোটের সমাহার করতে। কোনও এক অদৃশ্য কারণে হল না। শোনা যায় মানিব্যাগ ঘুরে বেড়াচ্ছে। মানিব্যাগ দিলে কীসের বোঝাপড়া, কীসের আলোচনা ? মানি যদি হানি তাহলে রাজনীতিতে অসম্ভব কারবার তৈরি হয়।"

এদিকে, আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "ভোটের আগেই বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও মুঙ্গের থেকে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে ফোন করে সব জানিয়েছি। ব্লকে ব্লকে সরকারি অফিসারদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ভোট পার্সেন্টেজের। নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে নির্বাচন কমিশন। বর্ডারগুলিতে আরও নজরদারি বাড়ানো হোক।"

কলকাতা, 24 মার্চ : "নরেন্দ্র মোদি যেমন দেশের চৌকিদারি করছেন, বিমান বসু জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন। আশা করব কারা টাকা নিয়েছেন, কীভাবে টাকা নিয়েছেন তা উনি পরিষ্কার করে বলবেন।" জোট ইশুতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এর আগে গতকাল সাংবাদিক বৈঠকে বিমানবাবু বলেছিলেন, "আমরা চেয়েছিলাম তৃণমূল ও BJP বিরোধী ভোটের সমাহার করতে। কোনও এক অদৃশ্য কারণে হল না। শোনা যায় মানিব্যাগ ঘুরে বেড়াচ্ছে। মানিব্যাগ দিলে কীসের বোঝাপড়া, কীসের আলোচনা ? মানি যদি হানি তাহলে রাজনীতিতে অসম্ভব কারবার তৈরি হয়।"

এদিকে, আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "ভোটের আগেই বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও মুঙ্গের থেকে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে ফোন করে সব জানিয়েছি। ব্লকে ব্লকে সরকারি অফিসারদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ভোট পার্সেন্টেজের। নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে নির্বাচন কমিশন। বর্ডারগুলিতে আরও নজরদারি বাড়ানো হোক।"

Intro:বিজেপি ও কংগ্রেস কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সৌমেন মিত্র বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু টাকা নিয়ে জোট হয়েছে বলছেন। কার সঙ্গে টাকার লেনদেন হয়েছে কত টাকার লেনদেন হয়েছে তা প্রকাশ করুন বিমান বসু। টাকা লেনদেনের যে অভিযোগ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান তাকে পরিষ্কার করে বলতে হবে কার সাথে কিভাবে টাকার লেনদেন হয়েছে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিজেপি দাবি করেছে চাষীদের জন্য অনেক কিছু করেছে। যদি তারা চাষের জন্য কিছু করে থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি।


Body:সোমেন মিত্র বলেন এক সংসদে স্ত্রী এয়ারপোর্টে বেআইনি সোনা নিয়ে ধরা পড়ল তার কোনো তদন্ত কেন হল না। কেন কোন সংবাদ মাধ্যমে তা খবর প্রকাশ হলো না। কিভাবে একই ব্যক্তির দুটি করে পাসপোর্ট থাকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন ভোটের আগেই বেআইনি অস্ত্র ডুকছে বিহার ও মুঙ্গের থেকে। তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনকে তিনি এ বিষয়ে ফোনে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন ব্লকে ব্লকে সরকারি অফিসারদের টার্গেট বেঁধে দেয়া হয়েছে ভোট পার্সেন্টেজের। প্রদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রদীপ ভট্টাচার্য বলেন বর্ডার গুলিতে আরো নজরদারি বাড়ানো হোক। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন বলেও জানিয়েছেন সাংবাদিকদের।


Conclusion:প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র জানিয়েছেন সেন্ট্রাল ফোর্স টহলদারি করাতে একটি দলের বিশেষ অসুবিধা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স এলাকায় এলাকায় টহলদারি করছে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন। তাই একটি দলের সমস্যা হচ্ছে সেন্ট্রাল ফোর্স এরাজ্যে আসাতে। তাই তারা অভিযোগ করছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.