কলকাতা, 30 এপ্রিল: শীঘ্রই ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দারা ঘরে ফিরবেন । তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।
শুধু শ্রমিক নয়, এ রাজ্যের একাধিক পড়ুয়া ও পর্যটক লকডাউনের জেরে একাধিক জায়গায় আটকে পড়েছেন । তাঁদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন । আগামীকাল রাজস্থানের কোটা থেকে এ রাজ্যের পড়ুয়ারা ফিরছেন । রাজ্যে ঢোকার আগে তাঁদের সবরকম স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার আবেদন জানিয়েছেন তিনি । এরপরও যাঁরা ফিরবেন তাঁদেরও পরীক্ষার দাবি জানান সোমেন মিত্র ।
তিনি বলেন, "দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকা অনেকে ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন । লকডাউন কতদিন চলবে তা এখনও সিদ্ধান্ত হয়নি । রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে অনাহারে-অর্ধাহারে যাঁরা ছিলেন তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা করে বাড়ি পৌঁছে দেওয়া উচিত রাজ্য সরকারের । যদি কারও শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে থাকে তাহলে বিপদ ঘটবে । রাজ্য সরকারের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে সরকারি খরচে ঘরে ফেরা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা ।"
রাজ্যে ফিরলে পড়ুয়া ও শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি সোমেনের - প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র
এবার যাঁরা বাইরে থেকে রাজ্যে ফিরছেন তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
কলকাতা, 30 এপ্রিল: শীঘ্রই ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দারা ঘরে ফিরবেন । তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।
শুধু শ্রমিক নয়, এ রাজ্যের একাধিক পড়ুয়া ও পর্যটক লকডাউনের জেরে একাধিক জায়গায় আটকে পড়েছেন । তাঁদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন । আগামীকাল রাজস্থানের কোটা থেকে এ রাজ্যের পড়ুয়ারা ফিরছেন । রাজ্যে ঢোকার আগে তাঁদের সবরকম স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার আবেদন জানিয়েছেন তিনি । এরপরও যাঁরা ফিরবেন তাঁদেরও পরীক্ষার দাবি জানান সোমেন মিত্র ।
তিনি বলেন, "দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকা অনেকে ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন । লকডাউন কতদিন চলবে তা এখনও সিদ্ধান্ত হয়নি । রাজ্যের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে অনাহারে-অর্ধাহারে যাঁরা ছিলেন তাঁদের উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা করে বাড়ি পৌঁছে দেওয়া উচিত রাজ্য সরকারের । যদি কারও শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে থাকে তাহলে বিপদ ঘটবে । রাজ্য সরকারের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে সরকারি খরচে ঘরে ফেরা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা ।"