কলকাতা, 20 মে : এমন বিক্ষোভ আগে সেভাবে দেখা যায়নি । কোরোনায় ডিউটি করা নিয়ে পুলিশের অন্দরমহলের অসন্তোষ চলে এল প্রকাশ্যে । গতরাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুলিশের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ ছিল PTS (পুলিশ ট্রেনিং স্কুল)- এর সামনের রাস্তা । পুলিশকর্মীরা বিক্ষোভে ফেটে পড়লেন DC কমব্যাটের বিরুদ্ধে । সূত্রের খবর, বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে গতকাল পুলিশকর্মীদের হাতে আক্রান্তও হতে হয়েছে DC কমব্যাটকে ।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের একজন কোরোনায় আক্রান্ত । কোয়ারানটিনে রাখা হয়েছে 19 জনকে । বিক্ষোভকারী পুলিশকর্মীদের দাবি, তাঁদের কোয়ারানটিন করা হয়েছে পুলিশ ট্রেনিং স্কুলেই । আর তা থেকেই দানা বাঁধতে শুরু করে অসন্তোষ । সঙ্গে যোগ হয় আরও কয়েকটি বিষয় । অভিযোগ, কোরোনা মোকাবিলায় কাজ করা পুলিশকর্মীরা পর্যাপ্ত মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ়ার পাচ্ছেন না । অনবরত কাজ করে যাচ্ছেন তাঁরা । পাচ্ছেন না একদিনের ছুটিও । এনিয়ে পুলিশের প্রায় সব বিভাগেই ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে । যার বিস্ফোরণ হয় গতরাতে । রীতিমতো লাঠি, বাঁশ হাতে পথে নেমে পড়েন পুলিশকর্মীদের একাংশ ।
জানা গেছে, গতরাতে সাড়ে দশটা নাগাদ DC-র কাছে অভিযোগ জানাতে যায় একদল পুলিশকর্মী । তারপরই শুরু হয় বিক্ষোভ । প্রায় 500 পুলিশকর্মী রাস্তায় নেমে পড়েন । অবরুদ্ধ হয়ে যায় রাস্তা । সূত্রের খবর, বিক্ষোভকারী পুলিশকর্মীরা শারীরিক নিগ্রহ পর্যন্ত করেছেন DC কমব্যাটকে । এমনকী পুলিশ ট্রেনিং স্কুলের অন্দরে নাকি চালানো হয়েছে ভাঙচুর । গোটা বিষয়টি নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি লালবাজার । তবে রাতেই গোটা ঘটনার কথা জানানো হয় আধিকারিকদের । শোনা যাচ্ছে, লালবাজারের তরফে অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে । পাশাপাশি, অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে খবর ।