ETV Bharat / state

মেয়াদ বাড়ল কয়েকটি গুরুত্বপূর্ণ পার্সেল স্পেশাল ট্রেনের - পূর্ব রেল

পূর্ব রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্সেল ট্রেনের মেয়াদ বাড়ানো হল । মূলত , শিয়ালদা-গুয়াহাটি , হাওড়া-গুয়াহাটি পার্সেল স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে ।

Train
ট্রেন
author img

By

Published : Jun 16, 2020, 11:36 AM IST

কলকাতা , 16 জুন : কয়েকটি গুরুত্বপূর্ণ পার্সেল স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হল । পূর্ব রেলের শিয়ালদহ-গুয়াহাটি , শিয়ালদহ-হাওড়া , গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে 15 জুন পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ছিল । তবে এখন এই ট্রেনগুলির মেয়াদ বাড়ানো হয়েছে ।

1 জুন থেকে আনলক 1.0 পর্বের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আনলকডাউনের এই পর্বে বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে । চালু হয়েছে ট্রেন পরিষেবাও । তবে তার মধ্যে এখনও বন্ধ রয়েছে কয়েকটি ট্রেন পরিষেবা । শুধুমাত্র কয়েকটি শ্রমিক স্পেশাল , প্যাসেঞ্জার স্পেশাল ও পার্সেল ট্রেন চালু করা হয়েছে । 10 এপ্রিল থেকে শুরু হয়েছে পার্সেল ট্রেন চলাচল । বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয় তাই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন । শাক-সবজি , প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার , চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম-সহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মালবাহী ট্রেন বা পার্সেল এক্সপ্রেস চালাচ্ছে । গতকাল পূর্ব রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্সেল ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে ।

কোন ট্রেনগুলির ক্ষেত্রে বাড়ানো হল মেয়াদ

  • 00313/00314 শিয়ালদা-গুয়াহাটি ও 00303/00304 হাওড়া-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেনের মেয়াদ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো হল । তবে এখন থেকে ট্রেনটি পরিবর্তিত দিনে ও পরিবর্তিত সময় চলাচল করবে ।
  • 00313 শিয়ালদহ-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেন । এই ট্রেনটি সপ্তাহে দু'বার চলাচল করবে । আগামী 19 জুন থেকে ট্রেনটি প্রতি মঙ্গলবার ও শুক্রবার দুপুর 1:50 নাগাদ শিয়ালদা থেকে ছাড়বে ।
  • 00314 গুয়াহাটি-শিয়ালদা পার্সেল এক্সপ্রেস সপ্তাহে দু'বার চলাচল করবে । আগামী 20 জুন থেকে ট্রেনটি প্রতি বুধবার ও শনিবার রাত 9টার সময় গুয়াহাটি থেকে ছাড়বে । ট্রেনটি পরের দিন শিয়ালদা পৌঁছাবে রাত 9টার সময় । ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, খালটিপুর , মালদা টাউন , নিউ জলপাইগুড়ি , নিউ কোচবিহার ও নিউ বনগাঁ স্টেশন হয়ে যাতায়াত করবে ।
  • 00303 হাওড়া-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দু'বার যাতায়াত করবে । ট্রেনটি 17 জুন থেকে 12 ডিসেম্বর পর্যন্ত প্রতি বুধবার ও শনিবার হাওড়া থেকে দুপুর 2টোর সময় ছাড়বে এবং পরেরদিন বেলা 12টার সময় গুয়াহাটি পৌঁছাবে ।
  • 00304 গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস সপ্তাহে দু'বার করে যাতায়াত করবে । ট্রেনটি 18 জুন থেকে 13 ডিসেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও রবিবার গুয়াহাটি থেকে রাত 9টার সময় ছাড়বে এবং পরেরদিন রাত 9টার সময় হাওড়া পৌঁছাবে । ট্রেনটি শ্রীরামপুর , ব্যান্ডেল , বর্ধমান , মালদা টাউন , নিউ জলপাইগুড়ি , নিউ কোচবিহার ও নিউ বনগাঁও দিয়ে যাতায়াত করবে ।

কলকাতা , 16 জুন : কয়েকটি গুরুত্বপূর্ণ পার্সেল স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হল । পূর্ব রেলের শিয়ালদহ-গুয়াহাটি , শিয়ালদহ-হাওড়া , গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে 15 জুন পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ছিল । তবে এখন এই ট্রেনগুলির মেয়াদ বাড়ানো হয়েছে ।

1 জুন থেকে আনলক 1.0 পর্বের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আনলকডাউনের এই পর্বে বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে । চালু হয়েছে ট্রেন পরিষেবাও । তবে তার মধ্যে এখনও বন্ধ রয়েছে কয়েকটি ট্রেন পরিষেবা । শুধুমাত্র কয়েকটি শ্রমিক স্পেশাল , প্যাসেঞ্জার স্পেশাল ও পার্সেল ট্রেন চালু করা হয়েছে । 10 এপ্রিল থেকে শুরু হয়েছে পার্সেল ট্রেন চলাচল । বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয় তাই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন । শাক-সবজি , প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার , চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম-সহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মালবাহী ট্রেন বা পার্সেল এক্সপ্রেস চালাচ্ছে । গতকাল পূর্ব রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্সেল ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে ।

কোন ট্রেনগুলির ক্ষেত্রে বাড়ানো হল মেয়াদ

  • 00313/00314 শিয়ালদা-গুয়াহাটি ও 00303/00304 হাওড়া-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেনের মেয়াদ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো হল । তবে এখন থেকে ট্রেনটি পরিবর্তিত দিনে ও পরিবর্তিত সময় চলাচল করবে ।
  • 00313 শিয়ালদহ-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেন । এই ট্রেনটি সপ্তাহে দু'বার চলাচল করবে । আগামী 19 জুন থেকে ট্রেনটি প্রতি মঙ্গলবার ও শুক্রবার দুপুর 1:50 নাগাদ শিয়ালদা থেকে ছাড়বে ।
  • 00314 গুয়াহাটি-শিয়ালদা পার্সেল এক্সপ্রেস সপ্তাহে দু'বার চলাচল করবে । আগামী 20 জুন থেকে ট্রেনটি প্রতি বুধবার ও শনিবার রাত 9টার সময় গুয়াহাটি থেকে ছাড়বে । ট্রেনটি পরের দিন শিয়ালদা পৌঁছাবে রাত 9টার সময় । ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, খালটিপুর , মালদা টাউন , নিউ জলপাইগুড়ি , নিউ কোচবিহার ও নিউ বনগাঁ স্টেশন হয়ে যাতায়াত করবে ।
  • 00303 হাওড়া-গুয়াহাটি পার্সেল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দু'বার যাতায়াত করবে । ট্রেনটি 17 জুন থেকে 12 ডিসেম্বর পর্যন্ত প্রতি বুধবার ও শনিবার হাওড়া থেকে দুপুর 2টোর সময় ছাড়বে এবং পরেরদিন বেলা 12টার সময় গুয়াহাটি পৌঁছাবে ।
  • 00304 গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস সপ্তাহে দু'বার করে যাতায়াত করবে । ট্রেনটি 18 জুন থেকে 13 ডিসেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও রবিবার গুয়াহাটি থেকে রাত 9টার সময় ছাড়বে এবং পরেরদিন রাত 9টার সময় হাওড়া পৌঁছাবে । ট্রেনটি শ্রীরামপুর , ব্যান্ডেল , বর্ধমান , মালদা টাউন , নিউ জলপাইগুড়ি , নিউ কোচবিহার ও নিউ বনগাঁও দিয়ে যাতায়াত করবে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.