কলকাতা, 22 ডিসেম্বর: বৈঠকের পর বৈঠক হলেও শিক্ষাক্ষেত্রে নিয়োগের জট কাটছে না ৷ আজ, শুক্রবার ফের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি চাকরিপ্রার্থীদের অনুরোধেই এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে । এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন চাকরি প্রার্থীরা ৷ সম্প্রতি ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেখানে বসেই তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেছিলেন । এরপরই গত 11 ডিসেম্বর শিক্ষা মন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের একটি বৈঠক হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন কুণাল। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, নিয়োগ নিয়ে তাঁরা আশার আলো দেখছেন ।
সেদিনই ফের একটি বৈঠকে বসার কথা ঠিক হয়েছিল । গত 10-12 দিনে নিয়োগ প্রক্রিয়ার কাজ কতটা এগিয়েছে তা নিয়ে বৈঠক হবে শুক্রবার ।
তবে 14 ডিসেম্বর এসএসসির সুপারনিউমেরিক পোস্টের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ ওই শুনানি না হলেও বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠক উপলক্ষে চাকরিপ্রার্থীদের সাত-প্রতিনিধির দল বিকাশ ভবনে আসবে ৷ এই প্রতিনিধি দলে থাকছেন অভিষেক সেন, শহিদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, পলাশ মণ্ডল, সঙ্গীতা নাগ এবং মিঠুন বিশ্বাস ।
প্রসঙ্গত, আগের দিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন লোকসভা ভোটের আগেই নিয়োগ হবে । তিনি আরও জানিয়েছিলেন, ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে কিছু করা যাবে না। তাই ভোট পর্যন্ত বিষয়টা গড়াতে দেওয়া যাবে না । কারণ এর সঙ্গে নির্বাচন, রাজনৈতিক দল এসব যুক্ত থাকলেও বিষয়টিকে ভোটের নিরিখে দেখা হচ্ছে না বলেই মন্ত্রী উল্লেখ করেন। শেষমেশ আজকের বৈঠকের পর পরিস্থিতি কী হয় সেটাই এখন দেখার ।
আরও পড়ুন: