কলকাতা, 12 মে: মোকা চলল বাংলাদেশ-মায়ানমার । তার প্রত্যক্ষ প্রভাবে ভারী বৃষ্টিতে ভিজল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । পরোক্ষ প্রভাবে বঙ্গে গরম বেড়ে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে । আজ শুক্রবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিন্তু তাতে অস্বস্তিকর গরমে কতটা রাশ পড়বে তা আগাম বলা কঠিন । তবে গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে । কিন্তু গরম কতদিন কম থাকবে তা বলা কঠিন ৷ কারণ ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,"ঘূর্ণিঝড় মোকার এখন অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে । আজ শনিবার এর অবস্থান থাকবে মধ্য বঙ্গোপসাগরে এবং এর গতিপথ উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে রয়েছে । পরবর্তীতে গতিপথ পালটে হবে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে । মোকার গতিবেগ হবে ঘণ্টায় প্রায় 150 থেকে 160 কিলোমিটার । রবিবার দক্ষিণ-পূর্ব বাংলাদেশের কক্সবাজার এবং দক্ষিণ-পূর্ব মায়ানমারের চাকিউ, এই দুই অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি যাবে । এর সরাসরি কোনও প্রভাব আমাদের রাজ্যে পড়বে না । পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল সেটাই বহাল থাকবে ।"
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । যার জেরে তাপমাত্রা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে । যদিও পারদ কমা সাময়িক । হাওয়া অফিস সূত্রে খবর, 15 ও 16 তারিখ আবারও তাপপ্রবাহের সর্তকতা জারি করা হতে পারে । আন্দামান এবং মায়ানমারের মতোই এই রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । পাশাপাশি যারা এখন মাঝসমুদ্রে আছেন তাদেরকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।
বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং মালদায় তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে । কলকাতায় বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা কম থাকায় তাপপ্রবাহের যে সতর্কতা জারি ছিল সেই সতর্কতা সরিয়ে নিয়েছে আবহাওয়া অফিস ।
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86 শতাংশ । আজ শুক্রবার অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন : ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চাইবেন মীন রাশির ব্যক্তিরা