কলকাতা, 7 এপ্রিল: শহরের বুকে প্রথম স্কাইওয়াক হয়েছে দক্ষিণেশ্বর । এরপর অনেকটা সময় কেটে গিয়েছে । কালীঘাটেও স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ জোরকদমে চলছে কালীমন্দিরের সঙ্গে সংযোগকারী এই স্কাইওয়াক তৈরির কাজ ৷ এবার দক্ষিণ শহরতলিও পেতে চলেছে আরও একটি স্কাইওয়াক । সেটি তৈরি হচ্ছে রুবি মোড়ে । এই মোড়েই তৈরি হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় নাবাঙ্কিত মেট্রো স্টেশনও । তার সঙ্গেই যুক্তভাবে নতুন স্কাইওয়াক ।
শহরের সবথেকে গুরুত্বপূর্ণ মোড় হল রুবি মোড় । দিনের ব্যস্ততম সময়ে এই এলাকায় যানবাহনের গতিও বেশি থাকে ৷ যানজটের যন্ত্রণা থেকে শহরবাসীকে রেহাই দিতে এই উদ্যোগ ৷ মূলত রুবি মোড়কে যানজট মুক্ত করতে স্কাইওয়াক তৈরির উদ্য়োগ নিচ্ছে কেএমডিএ । পুজোর আগেই এই মেট্রো স্টেশন চালু হয়ে যাচ্ছে রুবিতে । এই মেট্রো স্টেশনের সঙ্গেই যুক্ত হবে নতুন এই স্কাইওয়াক । জানা গিয়েছে, এই নতুন স্কাইওয়াকটি দেখতে হবে বৃত্তাকার ৷ অনেকটা বিশ্ব বাংলা গেটের ধাঁচে । 50 কোটি টাকা খরচ হবে এই স্কাইওয়াক তৈরি করতে । রাস্তা থেকে স্কাইওয়াকের উচ্চতা হবে 75 মিটার । এই স্কাইওয়াকে থাকবে চারটি এক্সেস পয়েন্ট, 3টি এলিভেটর । থাকবে 8টি এক্সেলেটর ।
আরও পড়ুন : বউবাজার থেকে শিক্ষা নিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণে বাড়তি সতর্ক কলকাতা পৌরনিগম
হেমন্ত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত মেট্রো স্টেশন চালু হয়ে গেলে রুবি মোড় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তায় পরিণত হবে । এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন ৷ প্রচুর মানুষ যাতায়াত করবে, এই অবস্থায় বর্তমান ব্যবস্থায় ট্রাফিক সামলানো যথেষ্ট সমস্যা হতে পারে ৷ আর সে কারণেই নতুন এই স্কাইওয়াক তৈরির ভাবনা গ্রহণ করেছে রাজ্য সরকার । কেএমডিএ-এর এক আধিকারিকের কথায় আগামিদিনে যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে এই স্কাইওয়াক ।
ইতিমধ্যেই এই স্কাইওয়াকের জন্য ডিপিআর তৈরি করা হয়েছে ৷ অর্থ দফতরেরে মঞ্জুরিও চাওয়া হয়েছে । দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে । এক্ষেত্রে বরাত প্রাপ্ত সংস্থা শুধুমাত্র এই স্কাইওয়াক তৈরি করবে তাই নয়, আগামী 30 বছর স্কাইওয়াকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সেই স্ংস্থা। এক্ষেত্রে যাতে তারা এর থেকে আয় করতে পারে সে, জন্য বিজ্ঞাপনের রাইট্সও তাদের দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷