ETV Bharat / state

Teacher Recruitment Scam: নিয়মিত টাকা দিতেন কুন্তল, ইডির স্ক্যানারে টলিউডের 6 অভিনেতা-অভিনেত্রী - বনি সেনগুপ্ত

শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) শিকড় কি টলিউডেও ছড়িয়ে পড়েছিল ? উত্তর পেতে মরিয়া ইডি ৷ তাদের স্ক্যানারে রয়েছেন মোট 6 অভিনেতা-অভিনেত্রী !

six actors from Tollywood under ED Scanner in Teacher Recruitment Scam case
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 10, 2023, 4:16 PM IST

কলকাতা, 10 মার্চ: শুধুমাত্র বনি সেনগুপ্ত নন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) তদন্তে নিযুক্ত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডির (ED) নজরে রয়েছেন টলিউডের মোট 6 জন অভিনেতা-অভিনেত্রী ৷ যদিও এঁরা কারা, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে, সন্দেহভাজনদের তালিকায় এক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন বলে শোনা যাচ্ছে ৷

সূত্রের দাবি, টলিউডে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ৷ সংশ্লিষ্ট অভিনেত্রী তাঁকে সেই কাজে সাহায্য করতেন ! ওই অভিনেত্রীর সহযোগিতায় টলিউডে নিজস্ব 'নেটওয়ার্ক' গড়ে তুলছিলেন কুন্তল ৷ আর তার জন্যই তাঁকে অভিনেতা-অভিনেত্রীদের দেদার টাকা বিলোতে হত ৷ কুন্তলের ব্যাংকের লেনদেন সংক্রান্ত নথি ঘেঁটে এমনই 6 জনের হদিশ মিলেছে ৷ বনি তাঁদেরই একজন ৷

ইডির সংশ্লিষ্ট সূত্র আরও দাবি করছে, বনি-সহ 6 অভিনেতা-অভিনেত্রীর কাছে নিয়মিত মোটা টাকা পাঠাতেন কুন্তল ৷ তাঁর আর্থিক লেনদেন খতিয়ে দেখে যে 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, তাতেই এই বিপুল পরিমাণ টাকা পাঠানোর বিষয়টি সামনে এসেছে ৷ এখন প্রশ্ন হল, কীসের বিনিময়ে কুন্তলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পেতেন এই অভিনেতা-অভিনেত্রীরা ? এই টাকার উৎস কী ছিল ? কুন্তলের কাছে এত টাকা এল কীভাবে ? নাকি এর পুরোটাই আদতে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ? যদি এই টাকা নিয়োগ দুর্নীতি থেকে আসে, সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, যাঁরা এতদিন হাত পেতে সেই টাকা নিয়েছেন, তাঁরা কি টাকার উৎস সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ? তা থেকে থাকলে তাঁরাও তো এই বিরাট দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বেন !

আরও পড়ুন: 'ইডি ডেকেছে বলেই বনি অপরাধী তার কোনও মানে নেই', দাবি অভিনেতার দিদির

এদিকে, বনি সেনগুপ্তকে বৃহস্পতিবার রাত প্রায় আটটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ বনির দাবি, তিনি কুন্তলের কাছ থেকে 35-40 লক্ষ টাকা পেয়েছিলেন ৷ সিনেমা করার জন্যই কুন্তল তাঁকে এই টাকা দিয়েছিলেন ৷ কিন্তু, এই লেনদেনের কোনও তথ্যপ্রমাণ নেই ! আবার বনি যে কুন্তলের কাছ থেকে একটি গাড়ি পেয়েছিলেন, তাও কার্যত স্বীকার করে নিয়েছেন ইডি আধিকারিকদের কাছে ৷ এই অবস্থায় আগামী মঙ্গলবার বনিকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি ৷ ওই দিন বনিকে তাঁর গাড়ির নথি-সহ অন্যান্য তথ্যপ্রমাণ সঙ্গে আনতে বলা হয়েছে ৷

কলকাতা, 10 মার্চ: শুধুমাত্র বনি সেনগুপ্ত নন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) তদন্তে নিযুক্ত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডির (ED) নজরে রয়েছেন টলিউডের মোট 6 জন অভিনেতা-অভিনেত্রী ৷ যদিও এঁরা কারা, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে, সন্দেহভাজনদের তালিকায় এক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন বলে শোনা যাচ্ছে ৷

সূত্রের দাবি, টলিউডে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ৷ সংশ্লিষ্ট অভিনেত্রী তাঁকে সেই কাজে সাহায্য করতেন ! ওই অভিনেত্রীর সহযোগিতায় টলিউডে নিজস্ব 'নেটওয়ার্ক' গড়ে তুলছিলেন কুন্তল ৷ আর তার জন্যই তাঁকে অভিনেতা-অভিনেত্রীদের দেদার টাকা বিলোতে হত ৷ কুন্তলের ব্যাংকের লেনদেন সংক্রান্ত নথি ঘেঁটে এমনই 6 জনের হদিশ মিলেছে ৷ বনি তাঁদেরই একজন ৷

ইডির সংশ্লিষ্ট সূত্র আরও দাবি করছে, বনি-সহ 6 অভিনেতা-অভিনেত্রীর কাছে নিয়মিত মোটা টাকা পাঠাতেন কুন্তল ৷ তাঁর আর্থিক লেনদেন খতিয়ে দেখে যে 75টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, তাতেই এই বিপুল পরিমাণ টাকা পাঠানোর বিষয়টি সামনে এসেছে ৷ এখন প্রশ্ন হল, কীসের বিনিময়ে কুন্তলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পেতেন এই অভিনেতা-অভিনেত্রীরা ? এই টাকার উৎস কী ছিল ? কুন্তলের কাছে এত টাকা এল কীভাবে ? নাকি এর পুরোটাই আদতে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ? যদি এই টাকা নিয়োগ দুর্নীতি থেকে আসে, সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, যাঁরা এতদিন হাত পেতে সেই টাকা নিয়েছেন, তাঁরা কি টাকার উৎস সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ? তা থেকে থাকলে তাঁরাও তো এই বিরাট দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বেন !

আরও পড়ুন: 'ইডি ডেকেছে বলেই বনি অপরাধী তার কোনও মানে নেই', দাবি অভিনেতার দিদির

এদিকে, বনি সেনগুপ্তকে বৃহস্পতিবার রাত প্রায় আটটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ বনির দাবি, তিনি কুন্তলের কাছ থেকে 35-40 লক্ষ টাকা পেয়েছিলেন ৷ সিনেমা করার জন্যই কুন্তল তাঁকে এই টাকা দিয়েছিলেন ৷ কিন্তু, এই লেনদেনের কোনও তথ্যপ্রমাণ নেই ! আবার বনি যে কুন্তলের কাছ থেকে একটি গাড়ি পেয়েছিলেন, তাও কার্যত স্বীকার করে নিয়েছেন ইডি আধিকারিকদের কাছে ৷ এই অবস্থায় আগামী মঙ্গলবার বনিকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি ৷ ওই দিন বনিকে তাঁর গাড়ির নথি-সহ অন্যান্য তথ্যপ্রমাণ সঙ্গে আনতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.