কলকাতা, 12 জুলাই: ভোটের দিন ঘোষণা থেকে গণনা পর্যন্ত সময়ের মধ্যে তৃণমূল প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এমনই দাবি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। মঙ্গলবার রাতে গণনা চলাকালীনই অশান্ত হয়েছে ভাঙড় সহ বেশ কয়েকটি এলাকা । তা নিয়েই সরব সীতারাম। তিনি বলেন, 'তৃণমূল সরকার বাংলায় গণতন্ত্রকে খুন করছে।' ইয়েচুরির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশন। দলের পলিটব্যুরোর প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, রাজ্যে হিংসার বলি 40 বলা হলেও আসলে মৃত্যু হয়েছে 60 জনের । আহতের সংখ্যা 100-র বেশি ।
আরও পড়ুন: গ্রামবাংলায় তৃণমূল ঝড়, দেখুন প্রতি মুহূর্তের খবর
মনোনয়ন জমার দিন থেকে ভোট গণনা পর্যন্ত মৃত্যুর তালিকা শুধুই দীর্ঘ হয়েছে। বাম, কংগ্রেস সহ বিভিন্ন দলে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । অনেক জায়গায় হামলা চালানো হয় । এমনকী খুন পর্যন্ত করা হয় বলে দাবি ইয়েচুরির। তিনি জানান, এর মধ্যেও বাংলার মানুষ বাম-কংগ্রেস প্রার্থীদের উপর ভরসা রেখেছেন । বিভিন্ন জেলায় বাম ও কংগ্রেসের আসন জয় তারই প্রমাণ। তৃণমূল ও বিজেপিকে নিশানা করে সীতারামের আরও দাবি, মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। তাই পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস আসন জিততে পেরেছে ।
অভিযোগ, বিভিন্ন জায়গা জয়ী সিপিএম প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে । এমনকী বিভিন্ন জয়ী প্রার্থীদের জোর করে দলবদলের চেষ্টাও করছে তৃণমূল । ইয়েচুরির মতে, পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন বলেই বেশ কয়েকটি গ্রামপঞ্চায়েতে জয় পেয়েছে বাম-কংগ্রেস । তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে নিশানা করেই সীতারামের দাবি, 2023 সালের পঞ্চায়েত নির্বাচন প্রমাণ করেছে মানুষ এখন অনেক বেশি সজাগ।