ETV Bharat / state

সীমান্তে রুপো স্মাগলিং, ধৃত 1 - Smuggling

কড়া নজরদারি পেরিয়েও সীমান্তে ধরা পড়ল এক রুপো পাচারকারী। উদ্ধার হয়েছে প্রায় 2 কেজি রুপোর গয়না।

উদ্ধার হওয়া প্রায় 2 কেজি রুপোর গয়না
author img

By

Published : Apr 15, 2019, 7:06 PM IST

কলকাতা,15 এপ্রিল : আজ সকাল সাড়ে 9 টা নাগাদ সীমান্ত লাগোয়া পণ্ডিতপাড়া গ্রামে আন্তর্জাতিক সীমান্তের পাশে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন BSF জওয়ানরা। তাকে আটক করে পাওয়া যায় প্রায় 2 কেজি রুপোর গয়না। ওই গয়না বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। আটক হওয়া ব্যক্তির নাম মনোতোষ চক্রবর্তী (5০)। সে স্বরূপনগর থানা এলাকার মণ্ডলপাড়ার বাসিন্দা। পরে জওয়ানরা তাকে আইনি পদক্ষেপের জন্য বসিরহাট থানার হাতে তুলে দেয়।

নির্বাচনের জন্য কড়া নজরদারি চলছে সীমান্তে। তারপরেও বেপরোয়াভাবে চলছে স্মাগলিং। এ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। সেই সূত্রে, নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিবেশী 2 দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। দেশে শান্তিপূর্ণ ভোট করতে ওই দুই দেশের সাহায্য প্রয়োজন বলে জানিয়েছেন এ রাজ্যের বেশ কয়েকজন জেলাশাসক এবং পুলিশ সুপার। কারণ, ভোটের সময় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এ দেশে এসে রাজনৈতিক দলের হয়ে সন্ত্রাস চালায় বলে অভিযোগ। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি রাজ্যে এই ধরনের অভিযোগ ওঠে ভোটের সময়। এ রাজ্যেও বাংলাদেশ থেকে ভাড়াটে গুন্ডা আসার অভিযোগ উঠেছে অতীতে। অতীতের সেই শিক্ষা থেকে এবার বাংলাদেশ এবং ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দুই দেশের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার, IG পর্যায়ের অফিসার, ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসকরা মিলে বৈঠক করেছেন বেশ কয়েক দফায়। স্পর্শকাতর কয়েকটি জেলার ক্ষেত্রে BSF-BDR পর্যায়ের বৈঠকও হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটের আগে এবং ভোটের সময় নজরদারি বাড়ানো হবে সীমান্তে। বাংলাদেশ থেকে কোনও দুষ্কৃতী যেন এদেশে না ঢুকতে পারে সে বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সেই সূত্রেই সীমান্তে চলছে কড়া নজরদারি।

কলকাতা,15 এপ্রিল : আজ সকাল সাড়ে 9 টা নাগাদ সীমান্ত লাগোয়া পণ্ডিতপাড়া গ্রামে আন্তর্জাতিক সীমান্তের পাশে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন BSF জওয়ানরা। তাকে আটক করে পাওয়া যায় প্রায় 2 কেজি রুপোর গয়না। ওই গয়না বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। আটক হওয়া ব্যক্তির নাম মনোতোষ চক্রবর্তী (5০)। সে স্বরূপনগর থানা এলাকার মণ্ডলপাড়ার বাসিন্দা। পরে জওয়ানরা তাকে আইনি পদক্ষেপের জন্য বসিরহাট থানার হাতে তুলে দেয়।

নির্বাচনের জন্য কড়া নজরদারি চলছে সীমান্তে। তারপরেও বেপরোয়াভাবে চলছে স্মাগলিং। এ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। সেই সূত্রে, নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিবেশী 2 দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। দেশে শান্তিপূর্ণ ভোট করতে ওই দুই দেশের সাহায্য প্রয়োজন বলে জানিয়েছেন এ রাজ্যের বেশ কয়েকজন জেলাশাসক এবং পুলিশ সুপার। কারণ, ভোটের সময় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এ দেশে এসে রাজনৈতিক দলের হয়ে সন্ত্রাস চালায় বলে অভিযোগ। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি রাজ্যে এই ধরনের অভিযোগ ওঠে ভোটের সময়। এ রাজ্যেও বাংলাদেশ থেকে ভাড়াটে গুন্ডা আসার অভিযোগ উঠেছে অতীতে। অতীতের সেই শিক্ষা থেকে এবার বাংলাদেশ এবং ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দুই দেশের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার, IG পর্যায়ের অফিসার, ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসকরা মিলে বৈঠক করেছেন বেশ কয়েক দফায়। স্পর্শকাতর কয়েকটি জেলার ক্ষেত্রে BSF-BDR পর্যায়ের বৈঠকও হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটের আগে এবং ভোটের সময় নজরদারি বাড়ানো হবে সীমান্তে। বাংলাদেশ থেকে কোনও দুষ্কৃতী যেন এদেশে না ঢুকতে পারে সে বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সেই সূত্রেই সীমান্তে চলছে কড়া নজরদারি।

Intro:কলকাতা, ১৫ এপ্রিল: নির্বাচনের জন্য কড়া নজরদারি চলছে সীমান্তে। তার পরেও ভীত নয় স্মাগলাররা। বেপরোয়াভাবে স্মাগলিং চলছেই। আজ ইন্দো বাংলাদেশ সীমান্তে দু কেজি রুপো সহ ধরা পড়লো এক স্মাগলার। ধৃতকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
Body:এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত নিয়ে চিন্তিত কমিশন। মূল চিন্তা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত। আর তাই পরশি দুই দেশের সাহায্য অত্যন্ত জরুরি। সেই সূত্রে ওই দুই দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে বলে। বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। সেখানে এ দেশে শান্তিপূর্ণ ভোট করতে ওই দুই দেশের সাহায্য প্রয়োজন বলে জানিয়েছেন এ রাজ্যের বেশ কয়েকজন জেলা শাসক এবং পুলিশ সুপার। কারণ, ভোটের সময় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এ দেশে এসে রাজনৈতিক দলের হয়ে সন্ত্রাস চালায় বলে অভিযোগ। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি রাজ্যে এমন ধরনের অভিযোগ ওঠে ভোটের সময়। এ রাজ্যেও বাংলাদেশ থেকে ভারাটে গুন্ডা আসার অভিযোগ উঠেছে অতীতে। অতীতের সেই শিক্ষা থেকে এবার বাংলাদেশ এবং ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দুই দেশের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার, আইজি পর্যায়ের অফিসার, ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসকরা মিলে বৈঠক করেছেন বেশ কয়েক দফায়। স্পর্শ কাতর কয়েকটি জেলার ক্ষেত্রে BSF-BDR পর্যায়ের বৈঠকও হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটের আগে এবং ভোটের সময় নজরদারি বাড়ানো হবে সীমান্তে। বাংলাদেশ থেকে কোনও দুষ্কৃতী যেন এদেশে না ঢুকতে পারে সে বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সেই সূত্রেই সীমান্তে চলছে কড়া নজরদারি।
Conclusion:আজ সকাল সাড়ে নটা নাগাদ সীমান্ত লাগোয়া পন্ডিতপাড়া গ্রামে আন্তর্জাতিক সীমান্তের পাশে এক ব্যাক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন বিএসএফ জওয়ানরা। তাকে আটক করে পাওয়া যায় প্রায় কেজি রুপোর গয়না। ওই গয়না বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জানা যায়, আটক হওয়া ব্যক্তির নাম মনোতোষ চক্রবর্তী। বয়স ৫০। তিনি স্বরুপনগর থানা এলাকার মন্ডলপাড়ার বাসিন্দা। পরে তাকে গ্রেপ্তার করে আইনি পদক্ষেপের জন্য বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়।

For All Latest Updates

TAGGED:

Smuggling
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.