কলকাতা, 30 অক্টোবর: তৃতীয়বার ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের প্রধান লক্ষ্য শিল্প এবং কর্মসংস্থান । তা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার । এতদিন রাজ্যে শিল্পের জন্য ব্যবহৃত 'শিল্প সাথী পোর্টাল'কে নতুন করে ঢেলে সাজাচ্ছে তৃণমূল শাসিত সরকার (Silpa Sathi Portal) ।
রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, সরকার চেষ্টা করছে আগামী দু'মাসের মধ্যে নতুন রূপে শিল্পকেন্দ্রিক সিঙ্গল উইন্ডো পোর্টালকে হাজির করতে । তিনি আরও বলেন, "এই পোর্টালটি আরও সহজ-সরল ৷ শিল্পমহলের জন্য আরও সুযোগ-সুবিধে থাকবে ।"
এদিন মন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে শিল্প সাথী পোর্টালটি রাজ্যের শিল্পমহলের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে । তবে এই মুহূর্তে সেটি বন্ধ । কারণ পোর্টাল পুনর্নির্মাণের কাজ চলছে । চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে । আর এটি পুনরায় চালু হলে শিল্প ও বাণিজ্য মহলের কাছে তা প্রবল ভাবে চাহিদার বিষয় হবে । শশী পাঁজা তৃণমূল পূর্ববর্তী বাম জমানার প্রসঙ্গ টেনে জানান, আগের সরকারের আমলে শিল্পের জন্য শিল্পপতিদের ফাইল নিয়ে দফতরে দফতরে দৌড়তে হত । বর্তমান রাজ্য সরকার সেই দফতরে দফতরে গিয়ে ঢুঁ মারার বদলে এক জানলা পরিষেবা চালু করছে । তারই অনুসারী হিসাবে তৈরি হয়েছিল শিল্প সাথী পোর্টাল ।
আরও পড়ুন: টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী
শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা আরও জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে স্টেট লজিস্টিক পলিসি তৈরির কাজ শুরু হয়েছে । এই কাজ সম্পন্ন হলে রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে জোয়ার আসবে বলেই আশা প্রকাশ করেন তিনি । নীতি প্রণয়ন সম্পন্ন হলে লজিস্টিক সেক্টরে ব্যাপক বিনিয়োগ আসতে পারে রাজ্যে । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও লজিস্টিক পলিসি ঘোষণা করা হয়েছে । পণ্য পরিবহণের ক্ষেত্রে এই নীতি ঘোষণায় এক ধাক্কায় বেশ কিছুটা খরচ কমছে শিল্পমহলের ৷ একইভাবে রাজ্য সরকার মনে করছে, এর ফলে রাজ্য ব্যাপকভাবে লাভবান হবে । শিল্পমন্ত্রী রাজ্যের শিল্পমহলকে লজিস্টিকস সেক্টরে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন । মন্ত্রীর আশ্বাস, ছোট হোক বা বড়ো- এক্ষেত্রে বিনিয়োগের জন্য যিনি আগ্রহ দেখাবেন রাজ্যের তরফ থেকে তার সঙ্গে বৈষম্য করা হবে না ।