ETV Bharat / state

উষসী সেনগুপ্তকে হেনস্থা : সাসপেন্ড চারু মার্কেট থানার SI - investigation team

উষসী সেনগুপ্তর হেনস্থার ঘটনায় সাসপেন্ড হল চারু মার্কেট থানার SI-কে । শোকজ় করা হয়েছে ময়দান থানার ASI ও ভবানীপুর থানার SI-কে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 19, 2019, 7:41 PM IST

Updated : Jun 19, 2019, 8:49 PM IST

কলকাতা, 19 জুন : প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হল চারু মার্কেট থানার SI পীযূষ কুমার পালকে । পাশাপাশি শোকজ় করা হয় ভবানীপুর থানার SI মেনন মজুমদার ও ময়দান থানার ASI পার্থ চ্যাটার্জিকে ।

সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । এই ঘটনায় পুলিশের কাছে সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর । ময়দান থানা, চারু মার্কেট থানা ও ভবানীপুর থানার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তিনি ।

আজ উষসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে লালবাজার । DC সাউথ মিরাজ খালিদের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি । এই কমিটিতে আছেন বেশ কয়েকজন সিনিয়র পুলিশ অফিসার । এই তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণিত হয় পুলিশি হয়রানির অভিযোগ । এই রিপোর্ট অনুযায়ী ঘটনার সময় চারু মার্কেট থানায় যান উষসী । কিন্তু পুলিশ তাঁকে সাহায্য না করে ময়দান থানায় যেতে বলে । তাই সাসপেন্ড করা হল চারু মার্কেট থানার SI-কে ।

এরপর উষসী ময়দান থানায় গেলে সেখান থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয় । বলা হয় ভবানীপুর থানায় যেতে । তাই শোকজ় করা হয় ময়দান থানার ASI-কে । অন্যদিকে ময়দান থানার ফোন পাওয়ার পরও কোনও পদক্ষেপ না নেওয়ায় শোকজ় করা হয় ভবানীপুর থানার SI-কে ।

কলকাতা, 19 জুন : প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হল চারু মার্কেট থানার SI পীযূষ কুমার পালকে । পাশাপাশি শোকজ় করা হয় ভবানীপুর থানার SI মেনন মজুমদার ও ময়দান থানার ASI পার্থ চ্যাটার্জিকে ।

সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । এই ঘটনায় পুলিশের কাছে সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর । ময়দান থানা, চারু মার্কেট থানা ও ভবানীপুর থানার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তিনি ।

আজ উষসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে লালবাজার । DC সাউথ মিরাজ খালিদের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি । এই কমিটিতে আছেন বেশ কয়েকজন সিনিয়র পুলিশ অফিসার । এই তদন্ত কমিটির রিপোর্টে প্রমাণিত হয় পুলিশি হয়রানির অভিযোগ । এই রিপোর্ট অনুযায়ী ঘটনার সময় চারু মার্কেট থানায় যান উষসী । কিন্তু পুলিশ তাঁকে সাহায্য না করে ময়দান থানায় যেতে বলে । তাই সাসপেন্ড করা হল চারু মার্কেট থানার SI-কে ।

এরপর উষসী ময়দান থানায় গেলে সেখান থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয় । বলা হয় ভবানীপুর থানায় যেতে । তাই শোকজ় করা হয় ময়দান থানার ASI-কে । অন্যদিকে ময়দান থানার ফোন পাওয়ার পরও কোনও পদক্ষেপ না নেওয়ায় শোকজ় করা হয় ভবানীপুর থানার SI-কে ।

sample description
Last Updated : Jun 19, 2019, 8:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.