কলকাতা, 18 মে : নবম, দশম গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষক ও শিক্ষককর্মী নিয়োগে যে ব্যাপক দুর্নীতির জেরে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (siddhartha majumder resigned) ৷ তাঁর জায়গায় ওই পদে বসছেন শুভ্র চক্রবর্তী ৷ সূত্রের খবর, এবার সরানো হতে পারে কমিশনের বেশ কয়েকজন আধিকারিককে ।
জানা গিয়েছে, মঙ্গলবার এসএসসি সংক্রান্ত একটি মামলায় সিদ্ধার্থ মজুমদারকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হয়েছিল ৷ এই ঘটনার পর আজ অর্থাৎ বুধবারই তাঁর এই ইস্তফা ৷ অন্য়দিকে সূত্র মারফত খবর, এই মুহূর্তে জঙ্গলমহলে রয়েছেন মমতা বন্দ্য়ােপাধ্য়ায় ৷ সেখানে অন্য়ান্য় মন্ত্রীদের সঙ্গে রয়েছেন শিক্ষা সচিব মণীশ জৈন ৷ ইতিমধ্য়ে দফতরের কাছ থেকে সমস্ত কাগজপত্র শিক্ষা সচিবের কাছে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, সভায় বিরতি চলাকালীন মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর এ নিয়ে কথাও হয়েছে ৷ ওই পদে বসবেন শুভ্র চক্রবর্তী ৷
আরও পড়ুন : এসএসসি মামলায় ফের শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা
তবে যে সময় এসএসসি দুর্নীতি হয়েছিল তখন সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যান পদে ছিলেন না । তার আগে এই পদে ছিলেন শুভঙ্কর সরকার । চলতি বছরের জানুয়ারি মাসেই এই পদের দায়িত্বভার গ্রহণ করেন সিদ্ধার্থ মজুমদার । এই পদে আসার আগে তিনি সিটি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন ।
সিদ্ধার্থবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি।" তিনি গত জানুয়ারি মাসে এই পদে এসেছেন কিন্তু সে সময় তো এই দুর্নীতি হয়নি তাহলে তিনি কেন ইস্তফা দিলেন এই প্রশ্নের উত্তর অবশ্য় তিনি এড়িয়ে গিয়েছেন ৷