কলকাতা, 17 অক্টোবর : শিক্ষা দপ্তরকে না জানিয়ে ছুটিতে ঘুরতে গেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার । আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি । যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী । তাঁর নির্দেশেই শো-কজ় করা হল সৌমিত্রবাবুকে ৷
আজ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের অন্যান্য আধিকারিকরা গেলেও অনুপস্থিত ছিলেন সৌমিত্রবাবু ৷ একদিকে, কমিশনে বিভিন্ন কাজের চাপ, অন্যদিকে, না জানিয়ে ছুটিতে ঘুরতে যাওয়ায় ক্ষুব্ধ হন পার্থবাবুও ৷ তিনিই নির্দেশ দেন সৌমিত্র সরকারকে শোকজ় করার ৷ শোকজ়ে তাঁর থেকে জানতে চাওয়া হয়, কার অনুমতি নিয়ে ছুটিতে ঘুরতে গেছেন ৷
তিনি কি সত্যিই অনুমতি ছাড়া ছুটিতে ঘুরতে গেছেন ? সৌমিত্র সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আপনি কোথায় শুনলেন, কে বলল ?" বলেই তিনি ফোন কেটে দেন ৷ তবে ঘুরতে যাওয়া নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি তা সরাসরি অস্বীকারও করেননি ৷