ETV Bharat / state

Shashi Panja slams BJP: বিজেপি-বিরোধী লড়াইয়ের মুখ বলেই টার্গেট অভিষেক, ইডির তলব নিয়ে আক্রমণ শশীর - ED Summon to Abhishek Banerjee

ED Summon to Abhishek Banerjee: বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে ৷ ফের ইডির তলব নিয়ে গেরুয়া শিবিরকে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷

Shashi Panja
শশী পাঁজা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 8:43 PM IST

কলকাতা, 8 নভেম্বর: শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে ইডি আবার সমন পাঠানোয় বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা ৷ তিনি বলেন, "ইন্ডিয়া জোটের শরিক বলেই অভিষেককে বারবার টার্গেট । রাজনৈতিক লড়াইয়ে পারছে না, তাই ইডি-সিবিআইকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে বিজেপি ।"

এ বিষয়ে বুধবার উত্তর কলকাতায় নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন শশী পাঁজা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে অভিষেককে বারবার হেনস্তার অভিযোগ তুলেছেন তিনি । তাঁর কথায়, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে । ইডি এবং সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি।

এ দিন শশী পাঁজা বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করা হয়েছে তিনি অবশ্যই যাবেন । বিগত দিনে যতবার তাঁকে ডাকা হয়েছে তিনি গিয়েছেন । ঘণ্টার পর ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ সবরকম সহযোগিতা করেছেন তিনি । বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন । কিন্তু এই সমনের উদ্দেশ্যটা কী ! সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন ৷ কেউ বলছেন আমি ডায়মন্ড হারবারে দাঁড়াব। সাগরদিঘি মডেল ফেল করেছে, ধূপগুড়ি মডেল ফেল করেছে। এবার নতুন মডেলের নাম ডায়মন্ড হারবার। তাতে আমরা ভীত নই । নির্বাচনে গণতান্ত্রিকভাবে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে, তাতে আমাদের কিছু বলার নেই । কিন্তু ঢক্কানিনাদ কীসের ! আসলে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে বিজেপি । তাই টার্গেট অভিষেক।"

আরও পড়ুন: শিক্ষায় নিয়োগ দুর্নীতি, বৃহস্পতিতে অভিষেককে ডাকল ইডি

রাজ্যের এই মন্ত্রী জানান, অভিষেক কাল ইডি দফতরে যাবেন । তদন্তে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি। শশী পাঁজা বলেন, "টার্গেট যে বিজেপি বিরোধী শক্তি, আরও স্পষ্ট করে বললে তৃণমূল, সেটা স্পষ্ট । বিজেপি-বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ মুখ হলেন অভিষেক, তাই টার্গেট তিনি ।" তাঁর অভিযোগ, বিজেপি নেতাদের অভিযোগ থাকলেও তাঁদের ডাকা হয় না । অথচ বিজেপি নেতারা যদি কাউকে বলেন আইটি নোটিশ পাঠাবেন ৷ পরের দিনই তাঁর নামে আইটি নোটিশ চলে আসে । এর থেকেই স্পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে ।

কলকাতা, 8 নভেম্বর: শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে ইডি আবার সমন পাঠানোয় বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা ৷ তিনি বলেন, "ইন্ডিয়া জোটের শরিক বলেই অভিষেককে বারবার টার্গেট । রাজনৈতিক লড়াইয়ে পারছে না, তাই ইডি-সিবিআইকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে বিজেপি ।"

এ বিষয়ে বুধবার উত্তর কলকাতায় নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন শশী পাঁজা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে অভিষেককে বারবার হেনস্তার অভিযোগ তুলেছেন তিনি । তাঁর কথায়, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে । ইডি এবং সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি।

এ দিন শশী পাঁজা বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করা হয়েছে তিনি অবশ্যই যাবেন । বিগত দিনে যতবার তাঁকে ডাকা হয়েছে তিনি গিয়েছেন । ঘণ্টার পর ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ সবরকম সহযোগিতা করেছেন তিনি । বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন । কিন্তু এই সমনের উদ্দেশ্যটা কী ! সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন ৷ কেউ বলছেন আমি ডায়মন্ড হারবারে দাঁড়াব। সাগরদিঘি মডেল ফেল করেছে, ধূপগুড়ি মডেল ফেল করেছে। এবার নতুন মডেলের নাম ডায়মন্ড হারবার। তাতে আমরা ভীত নই । নির্বাচনে গণতান্ত্রিকভাবে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে, তাতে আমাদের কিছু বলার নেই । কিন্তু ঢক্কানিনাদ কীসের ! আসলে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে বিজেপি । তাই টার্গেট অভিষেক।"

আরও পড়ুন: শিক্ষায় নিয়োগ দুর্নীতি, বৃহস্পতিতে অভিষেককে ডাকল ইডি

রাজ্যের এই মন্ত্রী জানান, অভিষেক কাল ইডি দফতরে যাবেন । তদন্তে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি। শশী পাঁজা বলেন, "টার্গেট যে বিজেপি বিরোধী শক্তি, আরও স্পষ্ট করে বললে তৃণমূল, সেটা স্পষ্ট । বিজেপি-বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ মুখ হলেন অভিষেক, তাই টার্গেট তিনি ।" তাঁর অভিযোগ, বিজেপি নেতাদের অভিযোগ থাকলেও তাঁদের ডাকা হয় না । অথচ বিজেপি নেতারা যদি কাউকে বলেন আইটি নোটিশ পাঠাবেন ৷ পরের দিনই তাঁর নামে আইটি নোটিশ চলে আসে । এর থেকেই স্পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.