ETV Bharat / state

SFI Assembly Abhijan: আটক ময়ূখ-দীপ্সিতা-সহ বামেদের ইয়ং ব্রিগেড, রাজ্য অচলের হুঁশিয়ারি এসএফআইয়ের - SFI Assembly Abhijan

বিধানসভা অভিযানে (SFI Assembly Abhijan) আটক হলেন ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর-সহ বামেদের ইয়ং ব্রিগেড ৷ চার ঘণ্টার মধ্যে তাঁদের বিনা শর্তে মুক্তি না দিলে রাজ্য অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এসএফআই (SFI Assembly Abhijan)৷

SFI Assembly Abhijan
বিধানসভা অভিযান
author img

By

Published : Mar 10, 2023, 8:03 PM IST

কলকাতা, 10 মার্চ: 'ছাত্র ফেরাও, স্কুল বাঁচাও; ছাত্রভোট ফেরাও, কলেজ বিশ্ববিদ্যালয় বাঁচাও'- এই স্লোগানকে সামনে রেখে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই পশ্চিমবঙ্গ কমিটি । সেই অভিযানে (SFI Assembly Abhijan) শুক্রবার গ্রেফতার হলেন (SFI Leaders Arrested) এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ বহু কর্মী সমর্থক । যাঁদের একটা অংশ হাওড়া শিবপুর থানায় আটক রয়েছেন । বাকিরা লালবাজার সেন্ট্রাল লকআপে । সব মিলিয়ে প্রায় একশো জন কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতীকুর রহমানের ।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন প্রতীকুর রহমান । চার ঘণ্টার মধ্যে ধৃতদের বিনা শর্তে মুক্তি দেওয়া না হলে রাজ্য অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি । প্রতীকুর রহমান বলেন, ময়ূখ, দ্বীপ্সিতা, সৃজন ভট্টাচার্য-সহ সমস্ত এসএফআই কর্মীদের মুক্তি না দেওয়া হলে রাজ্যজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার জন্য দায়ী থাকবে পুলিশ । তার দায়ভার নেবে না এসএফআই ।

একইসঙ্গে এসএফআই কর্মীদের উদ্দেশে প্রতীকুরের বার্তা অভিবাকদের নিয়ে বন্ধ হতে চলা 8207টি স্কুল ও বন্ধ হয়ে যাওয়া 7 হাজার স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি-সহ নানা আন্দোলন গড়ে তোলা । এসএফআই যে দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল, সে বিষয়ে আলোচনার জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমানদের । আগামী 13 মার্চ বিকেল চারটের পর তিনি সময় দিয়েছেন । ওই দিনই আবার রাজ্য বিধানসভার চলতি অধিবেশন শেষ হচ্ছে ।

আরও পড়ুন: পুলিশি বাধা টপকে বিধানসভা পৌঁছল এসএফআই, সৃজন-সহ আটক বহু কর্মী

এ প্রসঙ্গে প্রতীকুর রহমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "বিধানসভার চলতি অধিবেশন শেষ হওয়ার পরে কেন বৈঠকে ডাকলেন ? আমাদের না ডেকে অধিবেশনে আলোচনা করতে পারতেন । তা না করে কয়লা, গরু চোরদের নিয়ে আলোচনা হচ্ছে । তাই আগামী 13 তারিখ আদৌ বিমানবাবুর সঙ্গে দেখা করব কি না তা আলোচনা সাপেক্ষ । এ বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

কলকাতা, 10 মার্চ: 'ছাত্র ফেরাও, স্কুল বাঁচাও; ছাত্রভোট ফেরাও, কলেজ বিশ্ববিদ্যালয় বাঁচাও'- এই স্লোগানকে সামনে রেখে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই পশ্চিমবঙ্গ কমিটি । সেই অভিযানে (SFI Assembly Abhijan) শুক্রবার গ্রেফতার হলেন (SFI Leaders Arrested) এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ বহু কর্মী সমর্থক । যাঁদের একটা অংশ হাওড়া শিবপুর থানায় আটক রয়েছেন । বাকিরা লালবাজার সেন্ট্রাল লকআপে । সব মিলিয়ে প্রায় একশো জন কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতীকুর রহমানের ।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন প্রতীকুর রহমান । চার ঘণ্টার মধ্যে ধৃতদের বিনা শর্তে মুক্তি দেওয়া না হলে রাজ্য অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি । প্রতীকুর রহমান বলেন, ময়ূখ, দ্বীপ্সিতা, সৃজন ভট্টাচার্য-সহ সমস্ত এসএফআই কর্মীদের মুক্তি না দেওয়া হলে রাজ্যজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার জন্য দায়ী থাকবে পুলিশ । তার দায়ভার নেবে না এসএফআই ।

একইসঙ্গে এসএফআই কর্মীদের উদ্দেশে প্রতীকুরের বার্তা অভিবাকদের নিয়ে বন্ধ হতে চলা 8207টি স্কুল ও বন্ধ হয়ে যাওয়া 7 হাজার স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি-সহ নানা আন্দোলন গড়ে তোলা । এসএফআই যে দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল, সে বিষয়ে আলোচনার জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমানদের । আগামী 13 মার্চ বিকেল চারটের পর তিনি সময় দিয়েছেন । ওই দিনই আবার রাজ্য বিধানসভার চলতি অধিবেশন শেষ হচ্ছে ।

আরও পড়ুন: পুলিশি বাধা টপকে বিধানসভা পৌঁছল এসএফআই, সৃজন-সহ আটক বহু কর্মী

এ প্রসঙ্গে প্রতীকুর রহমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "বিধানসভার চলতি অধিবেশন শেষ হওয়ার পরে কেন বৈঠকে ডাকলেন ? আমাদের না ডেকে অধিবেশনে আলোচনা করতে পারতেন । তা না করে কয়লা, গরু চোরদের নিয়ে আলোচনা হচ্ছে । তাই আগামী 13 তারিখ আদৌ বিমানবাবুর সঙ্গে দেখা করব কি না তা আলোচনা সাপেক্ষ । এ বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.