ETV Bharat / state

স্নাতকোত্তরে ভরতি নিয়ে একগুচ্ছ দাবিতে CU-র সামনে বিক্ষোভ SFI-র - SFI-র বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে

স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের ৷ বিক্ষোভের পর দাবি দাওয়া সম্বলিত ডেপুটেশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Nov 3, 2020, 2:45 AM IST

কলকাতা, 2 নভেম্বর : আজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তর কোর্সে ছাত্রদের ভরতির প্রক্রিয়া শুরু হয়েছে । ভরতির প্রক্রিয়া শুরুর দিনেই একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) সামনে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন SFI-এর কলকাতা জেলা কমিটি ।

এদিন দুপুর 2 টো নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান SFI-এর সদস্যরা । তাঁদের দাবি, স্নাতকোত্তর ভরতির প্রক্রিয়া শুরুর আগে অবিলম্বে যথাযথ স্বচ্ছ নির্দেশিকা প্রকাশ করতে হবে । ভরতির আবেদন করার জন্য কোনও ফি নেওয়া যাবে না । স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাপ্লিমেন্টারি থাকলেও তাঁদের স্নাতকোত্তর কোর্সে ভরতির জন্য আবেদন করার সুযোগ দিতে হবে । পাশাপাশি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভরতি প্রক্রিয়ার দাবি জানিয়ে বিক্ষোভ চালাতে থাকে ।

বিক্ষোভ প্রদর্শনের পর নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন ৷ তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কপি হাউজ় পর্যন্ত একটি মিছিল করে এদিনের মতো কর্মসূচি শেষ করেন তাঁরা ।

কলকাতা, 2 নভেম্বর : আজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তর কোর্সে ছাত্রদের ভরতির প্রক্রিয়া শুরু হয়েছে । ভরতির প্রক্রিয়া শুরুর দিনেই একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) সামনে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন SFI-এর কলকাতা জেলা কমিটি ।

এদিন দুপুর 2 টো নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান SFI-এর সদস্যরা । তাঁদের দাবি, স্নাতকোত্তর ভরতির প্রক্রিয়া শুরুর আগে অবিলম্বে যথাযথ স্বচ্ছ নির্দেশিকা প্রকাশ করতে হবে । ভরতির আবেদন করার জন্য কোনও ফি নেওয়া যাবে না । স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাপ্লিমেন্টারি থাকলেও তাঁদের স্নাতকোত্তর কোর্সে ভরতির জন্য আবেদন করার সুযোগ দিতে হবে । পাশাপাশি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভরতি প্রক্রিয়ার দাবি জানিয়ে বিক্ষোভ চালাতে থাকে ।

বিক্ষোভ প্রদর্শনের পর নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন ৷ তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কপি হাউজ় পর্যন্ত একটি মিছিল করে এদিনের মতো কর্মসূচি শেষ করেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.